Ajker Patrika

চট্টগ্রামে বিএনপির সমাবেশ: নাসিমন ভবনের সামনে আধা কিলোমিটার সড়কে সমাগম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৬: ৪৫
চট্টগ্রামে বিএনপির সমাবেশ: নাসিমন ভবনের সামনে আধা কিলোমিটার সড়কে সমাগম

গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা বাস্তবায়নের দাবিতে বিভাগীয় সমাবেশের কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে বিএনপির সমাবেশ শুরু হয়েছে। সমাবেশ ঘিরে বাড়তি সতর্ক অবস্থান নিতে দেখা গেছে পুলিশকে। 

প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের উপস্থিতিতে আজ শনিবার দুপুর ২টায় কাজির দেউড়ির নাসিমন ভবনের সামনের সড়কে এ সমাবেশ শুরু হয়।

সমাবেশ শুরুর আগে কাজির দেউড়ির মোড় থেকে নাসিমন ভবন পর্যন্ত আধা কিলোমিটার সড়কজুড়ে নেতা–কর্মীরা অবস্থান নেন। কোতোয়ালি থানা বিএনপি, আকবর শাহ, ষোলশহর, চকবাজার থানাসহ বিভিন্ন থানা ও উপজেলার নেতা–কর্মীরা মিছিল নিয়ে এ সমাবেশে যোগ দেন।

গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা বাস্তবায়নের দাবিতে বিভাগীয় সমাবেশের কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে বিএনপির সমাবেশ শুরু হয়েছেনগর বিএনপির সদস্যসচিব আবুল হাশেম বক্কর আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে সরকারকে একটি বার্তা দিতে চাই, সময় থাকতে দ্রুত সটকে পড়ুন। নয়তো পালানোর পথ খুঁজে পাবেন না।’

বিএনপির সমাবেশ ঘিরে কাজির দেউড়ি মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি সতর্কতা চোখে পড়েছে। ইউনিফর্মের পাশাপাশি সাদাপোশাকেও পুলিশ কাজ করছে।

বিএনপির সমাবেশ ঘিরে কাজির দেউড়ি মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি সতর্কতা।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির আজকের পত্রিকাকে বলেন, ‘শান্তিপূর্ণ সমাবেশে আমাদের কোনো বাধা নেই। কিন্তু কোনো বিশৃঙ্খলা হলে পুলিশ ব্যবস্থা নেবে।’ 

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, বিএনপির নেতা মীর মোহাম্মদ নাছির উদ্দিনসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা অনুষ্ঠানে উপস্থিত আছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবিতে ‘তুর্কি এনজিও সমর্থিত’ সংগঠনের ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে ভারতের অংশ, বললেন জয়শঙ্কর

কালো জাদুর অভিযোগে মবের তাণ্ডব, এক পরিবারে পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

খিলগাঁওয়ে পুরি-শিঙাড়া বিক্রেতাকে পিটিয়ে হত্যা

ফ্লাইটে অসুস্থ ব্যক্তিকে সহযাত্রীর চড়, তারপর থেকে তিনি নিখোঁজ

সাপের বিষে তৈরি যে মদ পাওয়া যায় এশিয়ার বিভিন্ন দেশে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত