Ajker Patrika

মাতারবাড়ীর জনসভায় যোগ দিতে মিছিল নিয়ে আসছেন নেতা-কর্মীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ নভেম্বর ২০২৩, ১৩: ১১
মাতারবাড়ীর জনসভায় যোগ দিতে মিছিল নিয়ে আসছেন নেতা-কর্মীরা

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীতে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট আজ শনিবার দুপুরে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর তিনি যোগ দেবেন মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্র-সংলগ্ন টাউনশিপ মাঠে মহেশখালী উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায়। সেখানে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। 

জনসভাকে কেন্দ্র কেন্দ্র করে সকাল থেকেই নেতা-কর্মীরা মিছিল নিয়ে টাউনশিপ মাঠে আসছেন। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার দুপুর ২টায় সমাবেশস্থলে আসার কথা রয়েছে। 

কক্সবাজারের বিভিন্ন উপজেলা থেকে আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মিছিল নিয়ে মাতারবাড়ীতে আসছেন। কেউ কেউ আাবার ব্যক্তিগত গাড়ি কিংবা পিকআপে চড়ে সমাবেশস্থলের দিকে আসছেন। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মনোনয়নপ্রত্যাশীরা অবস্থান জানান দিতে নেতা-কর্মী নিয়ে রংবেরঙের টি-শার্ট ও ক্যাপ পরে সমাবেশে আসছেন। এ ছাড়া মাতারবাড়ীসহ কক্সবাজার জেলা শহর, রামু, চকরিয়ায় এলাকায় তোরণ, ব্যানার, বিলবোর্ড, ফেস্টুনে ছেয়ে গেছে। এসব ব্যানার, ফেস্টুন, বিলবোর্ডে বর্তমান সরকারের আমলে কক্সবাজার হওয়া বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের ছবি তুলে ধরা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত