কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) কাউন্সিলরদের অপসারণ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে নগরীর মনোহরপুর একটি পার্টি সেন্টারে এই সংবাদ সম্মেলন করেন অপসারিত কাউন্সিলরা।
জনপ্রতিনিধিদের অপসারণ জনভোগান্তির মূল কারণ উল্লেখ্য করে সংবাদ সম্মেলনে কাউন্সিলররা বলেন, ‘বিগত সিটি নির্বাচনে বিএনপি-জামায়াত ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হওয়ার পর আওয়ামী লীগের শত শত মামলা ও হামলার কারণে ঠিকমতো কাজ করতে পারিনি। আওয়ামী লীগ বিতাড়িত হলেও আমরা অপসারণের শিকার হয়েছি, আন্দোলনে যোগ দিয়েও বৈষম্যর শিকার হয়েছি। অন্তর্বর্তী সরকারের প্রতি আমাদের পুনর্বহালের দাবি জানাই।’
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন কুমিল্লা সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের অপসারিত কাউন্সিলর কাজী গোলাম কিবরিয়া, ২১ নম্বর ওয়ার্ডের কাজী মাহবুবুর রহমান, সংরক্ষিত আসনের অপসারিত কাউন্সিলর তাহমিনা আক্তার লিন্ডা প্রমুখ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অপসারিত কাউন্সিলর ১২ নম্বর ওয়ার্ডের কাজী জিয়াউল হক মুন্না, ১৯ নম্বর ওয়ার্ডের মো. রেজাউল করিম, ১৩ নম্বর ওয়ার্ডের রাজিউর রহমান রাজিব, ২৪ নম্বর ওয়ার্ডের মহিবুর রহমান তুহিন, ১৬ নম্বর ওয়ার্ডের জাহাঙ্গীর আলম বাবুল, ৮ নম্বর ওয়ার্ডের একরাম হোসেন বাবু, ৭ নম্বর ওয়ার্ডের আব্দুর রহমান এবং ১০, ১১ ও ১২ সংরক্ষিত আসনের অপসারিত কাউন্সিলর রুমা আক্তার সাথী।
কাউন্সিলররা সংবাদ সম্মেলনে বলেন, ‘২০২২ সালের ১৫ জুনে কুসিক নির্বাচনে আমরা বিএনপি ও জামায়াতে ইসলামী সমর্থিত এবং নির্দলীয় প্রার্থী হিসেবে কাউন্সিলর পদে নির্বাচন করে আওয়ামী লীগের সন্ত্রাসীদের দ্বারা হামলা-মামলা ও বিভিন্নভাবে হয়রানির শিকার হয়েও নির্বাচিত হয়েছি। আমরা একটি রাতও শান্তিতে ঘুমাতে পারিনি। জুলুম-নির্যাতনের শিকার হয়ে আমরা দুঃসহ জীবন যাপন করছি। শুধু তা–ই নয়, তৎকালীন সরকারের সময়ে বিএনপি-জামায়াত ও নির্দলীয় কাউন্সিলররা বৈষম্যমূলক উন্নয়ন বরাদ্দ ও বঞ্চনার কারণে এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন করতে পারিনি।’
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কাউন্সিলররা বলেন, ‘দেশ সংস্কারের অংশ হিসেবে আওয়ামী লীগ–সমর্থিত কাউন্সিলরদের অপসারণ করতে গিয়ে আমরা যারা বিএনপি-জামায়াত সমর্থিত ও নির্দলীয় কাউন্সিলর ছিলাম, আমাদেরও অপসারণ করা হয়েছে। যা অত্যন্ত দুঃখজনক এবং সম্পূর্ণরূপে বৈষম্যমূলক বলে আমরা মনে করি। এতে কাউন্সিলরদের কাছ থেকে স্থানীয় ওয়ার্ডের জনগণ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হয়ে আসছে। আমরা অন্তর্বর্তী সরকারের প্রতি আমাদের পুনর্বহালের দাবি জানাই।’
কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) কাউন্সিলরদের অপসারণ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে নগরীর মনোহরপুর একটি পার্টি সেন্টারে এই সংবাদ সম্মেলন করেন অপসারিত কাউন্সিলরা।
জনপ্রতিনিধিদের অপসারণ জনভোগান্তির মূল কারণ উল্লেখ্য করে সংবাদ সম্মেলনে কাউন্সিলররা বলেন, ‘বিগত সিটি নির্বাচনে বিএনপি-জামায়াত ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হওয়ার পর আওয়ামী লীগের শত শত মামলা ও হামলার কারণে ঠিকমতো কাজ করতে পারিনি। আওয়ামী লীগ বিতাড়িত হলেও আমরা অপসারণের শিকার হয়েছি, আন্দোলনে যোগ দিয়েও বৈষম্যর শিকার হয়েছি। অন্তর্বর্তী সরকারের প্রতি আমাদের পুনর্বহালের দাবি জানাই।’
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন কুমিল্লা সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের অপসারিত কাউন্সিলর কাজী গোলাম কিবরিয়া, ২১ নম্বর ওয়ার্ডের কাজী মাহবুবুর রহমান, সংরক্ষিত আসনের অপসারিত কাউন্সিলর তাহমিনা আক্তার লিন্ডা প্রমুখ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অপসারিত কাউন্সিলর ১২ নম্বর ওয়ার্ডের কাজী জিয়াউল হক মুন্না, ১৯ নম্বর ওয়ার্ডের মো. রেজাউল করিম, ১৩ নম্বর ওয়ার্ডের রাজিউর রহমান রাজিব, ২৪ নম্বর ওয়ার্ডের মহিবুর রহমান তুহিন, ১৬ নম্বর ওয়ার্ডের জাহাঙ্গীর আলম বাবুল, ৮ নম্বর ওয়ার্ডের একরাম হোসেন বাবু, ৭ নম্বর ওয়ার্ডের আব্দুর রহমান এবং ১০, ১১ ও ১২ সংরক্ষিত আসনের অপসারিত কাউন্সিলর রুমা আক্তার সাথী।
কাউন্সিলররা সংবাদ সম্মেলনে বলেন, ‘২০২২ সালের ১৫ জুনে কুসিক নির্বাচনে আমরা বিএনপি ও জামায়াতে ইসলামী সমর্থিত এবং নির্দলীয় প্রার্থী হিসেবে কাউন্সিলর পদে নির্বাচন করে আওয়ামী লীগের সন্ত্রাসীদের দ্বারা হামলা-মামলা ও বিভিন্নভাবে হয়রানির শিকার হয়েও নির্বাচিত হয়েছি। আমরা একটি রাতও শান্তিতে ঘুমাতে পারিনি। জুলুম-নির্যাতনের শিকার হয়ে আমরা দুঃসহ জীবন যাপন করছি। শুধু তা–ই নয়, তৎকালীন সরকারের সময়ে বিএনপি-জামায়াত ও নির্দলীয় কাউন্সিলররা বৈষম্যমূলক উন্নয়ন বরাদ্দ ও বঞ্চনার কারণে এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন করতে পারিনি।’
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কাউন্সিলররা বলেন, ‘দেশ সংস্কারের অংশ হিসেবে আওয়ামী লীগ–সমর্থিত কাউন্সিলরদের অপসারণ করতে গিয়ে আমরা যারা বিএনপি-জামায়াত সমর্থিত ও নির্দলীয় কাউন্সিলর ছিলাম, আমাদেরও অপসারণ করা হয়েছে। যা অত্যন্ত দুঃখজনক এবং সম্পূর্ণরূপে বৈষম্যমূলক বলে আমরা মনে করি। এতে কাউন্সিলরদের কাছ থেকে স্থানীয় ওয়ার্ডের জনগণ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হয়ে আসছে। আমরা অন্তর্বর্তী সরকারের প্রতি আমাদের পুনর্বহালের দাবি জানাই।’
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমানকে তাৎক্ষণিক বদলি (স্ট্যান্ড রিলিজ) করে রংপুর রেঞ্জ রিজার্ভ ফোর্সে সংযুক্ত করা হয়েছে। রংপুর রেঞ্জের ডিআইজির নির্দেশে আজ শনিবার রাত ৮টার দিকে তাঁকে বদলি করা হয়। এর আগে ২ এপ্রিল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে সাংবাদিকেরা ওস
২ মিনিট আগেবাদী শিক্ষার্থী গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের একটি কলেজে বৃত্তিসহ ভর্তির সুযোগ পান। ১১ ফেব্রুয়ারি ‘Drake For a reason’ নামের একটি ফেসবুক পেজে তাঁর বিরুদ্ধে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য পোস্ট করা হয়, যেখানে তাঁকে প্রতারণার মাধ্যমে যুক্তরাষ্ট্রের কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন বলে উল্লেখ করা হয়। পরদিন
১০ মিনিট আগেভোলায় ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবিতে রোববার (২০ এপ্রিল) সমাবেশ করবেন জেলার সাধারণ মানুষ। সকাল ১০টায় ভোল সদরের বাংলা স্কুল মাঠে হবে এই সমাবেশ। ‘আগামীর ভোলা’ নামে একটি সামাজিক সংগঠনের ব্যানারে এ সমাবেশের আয়োজন করা হয়।
৩৭ মিনিট আগেবেতন-ভাতাবঞ্চিত কর্মকর্তা-কর্মচারীদের বিষয়ে গঠিত তদন্ত কমিটির সুপারিশসহ প্রতিবেদন বাস্তবায়নে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া ও উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (এসএমইউ) উপাচার্যকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। আজ শনিবার দুপুর পৌনে ১২টায় নগরের চৌহাট্টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্য
৪২ মিনিট আগে