Ajker Patrika

সিআরবিতে হাসপাতাল নির্মাণের প্রতিবাদে মাঠে চট্টগ্রামের নারীরা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
সিআরবিতে হাসপাতাল নির্মাণের প্রতিবাদে মাঠে চট্টগ্রামের নারীরা

সিআরবিতে হাসপাতাল নির্মাণের প্রতিবাদে এবার আন্দোলনে নেমেছেন চট্টগ্রামের নারীরা। রোববার দুপুরে সিআরবিতে নাগরিক সমাজের উদ্যোগে এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিভিন্ন সংগঠনের নারী নেত্রী, বিভিন্ন শ্রেণি পেশায় কর্মরত নারী ও মানবাধিকার নেত্রীরা অংশ নেন। 

সভায় বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ড. অনুপম সেন, মহানগর আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিনসহ বিভিন্ন ওয়ার্ডের নেত্রীরা বক্তব্য রাখেন। 

বক্তার বলেন, চট্টগ্রামে সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর কর্মীরা বেঁচে থাকতে সিআরবিতে হাসপাতাল নির্মাণ হতে দেবে না। এ জন্য প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপ করার আহ্বান জানান তাঁরা। তাঁরা বলেন, প্রধানমন্ত্রীকে ভুল বোঝানো হচ্ছে, এখানে প্রাণ পরিবেশ নষ্ট করে কখনই হাসপাতালের অনুমোদন হতে পারে না। শিগগিরই এ সিদ্ধান্ত না পাল্টালে চট্টগ্রামের নারীরা মাঠে নামবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত