Ajker Patrika

চার জেলায় সড়কে ঝরল ৬ জনের প্রাণ

আজকের পত্রিকা ডেস্ক­
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

দেশের চার জেলায় সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ও আগের দিন বুধবার এসব দুর্ঘটনা ঘটে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:

কক্সবাজারের উখিয়ায় বাসচাপায় মোটরসাইকেলের চালকসহ দুজন নিহত হয়েছেন। আজ দুপুরে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের থাইংখালী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন–সাতক্ষীরা খলিশখালী এলাকার লিটন গাজী (১৮) ও উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের আব্দুর রহমান (১৮)। শাহপরী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুল কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

অপরদিকে জেলার ইদগাঁও উপজেলায় মাইক্রোবাসচাপায় মোহাম্মদ আরমান (২৬) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের নাপিতখালী সাইন বোর্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আরমান চকরিয়ার গর্জনতলী গ্রামের বাসিন্দা।

খাগড়াছড়িতে ট্রাকচাপায় মো. ফিরোজ (২০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আজ সকালে জিরো মাইলসংলগ্ন এলাকায় আলুটিলায় ওঠার মুখে খাগড়াছড়ি চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাঁর বাড়ি বান্দরবানের লামায়।

ঝিনাইদহ সদরের হাটগোপালপুর বাজারে বাসের ধাক্কায় লিয়াকত হোসেন (৬৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। আজ সকালে এ দুর্ঘটনা ঘটে।

বরিশালের গৌরনদীতে বাসচাপায় রিফাত হোসেন (৩৮) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আজ বেলা সোয়া ১১টার দিকে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ভূরঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রিফাতের বাড়ি বরিশালের হিজলা উপজেলার গোবিন্দপুর গ্রামে।

এ ছাড়া মাদারীপুরের শিবচরে বাস উল্টে অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ উপজেলার মুন্সীর বাজার এলাকায় এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

এপিএসের বেতন ১ বছরে বেড়েছে ১৮ বছরের সমান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত