ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তৃতীয়বারের মতো প্রেমিকের বাড়িতে কিশোরীর অবস্থানের ঘটনায় সাকিবুল ইসলাম (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে নবীনগর থানা-পুলিশ। আজ সোমবার দুপুরে কিশোরীর মায়ের দায়ের করা অপহরণ মামলায় আদালতে মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
সাকিব উপজেলার লাউরফতেহপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
সাকিবের পরিবারের দাবি, ওই কিশোরীর সঙ্গে সাকিবের চার বছরের সম্পর্ক রয়েছে। এর আগেও দুই বার সে নিজেই এ বাড়িতে এসেছে। দুবারই তাকে বুঝিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। এবারও কিশোরীর পরিবার একাধিকবার এসে তাকে নিয়ে যেতে চেয়েছিল কিন্তু সে যায়নি। পরে স্থানীয় হুজুর দিয়ে তাদের বিয়ে পড়ানো হয়। তবে মেয়েটি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় কাবিন হয়নি।
ওই কিশোরী এই বছর স্থানীয় একটি স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। কিশোরী বলে, ‘দীর্ঘদিন ধরে সাকিবুল ইসলামের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক। সাকিবুলের পরিবার আমাদের সম্পর্ক মেনে নিলেও আমার পরিবার তা মেনে নিচ্ছে না। পারিবারিকভাবে আমাকে অন্যত্র বিয়ের জন্য চাপ দিতে থাকে। তাই আমি নিজের ইচ্ছায় সাকিবুলের বাড়িতে এসে বিয়ের জন্য অনশন করেছি।’
সাকিবের মা ফেরদৌসি বেগম বলেন, ‘আমরা চাই বিষয়টি সামাজিকভাবে সমাধান হোক।’
এ ব্যাপারে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার বলেন, ওই কিশোরী প্রেমিকের বাড়িতে অনশনে গেলে তাঁর পরিবার থানায় অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে প্রেমিকসহ কিশোরীকে পুলিশ থানায় নিয়ে আসে। এ ঘটনায় রোববার রাতে কিশোরীর মা একটি মামলা করেছেন।
ওসি আরও জানান, মামলায় বাদী অভিযোগ করেন তাঁর মেয়েকে অপহরণ করে নিয়ে গেছেন সাকিব। মামলায় সাকিবকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠালে আদালত তাঁকে কারাগারে পাঠান।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিয়ের দাবিতে প্রেমিক সাকিবুল ইসলামের (২০) বাড়িতে অনশনে বসে ওই কিশোরী। গত শনিবার দুপুর থেকে উপজেলার লাউর ফতেহপুর গ্রামে এ ঘটনা ঘটে। এই খবরে সাকিবুল বাড়িতে ভিড় জমায় মানুষ।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তৃতীয়বারের মতো প্রেমিকের বাড়িতে কিশোরীর অবস্থানের ঘটনায় সাকিবুল ইসলাম (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে নবীনগর থানা-পুলিশ। আজ সোমবার দুপুরে কিশোরীর মায়ের দায়ের করা অপহরণ মামলায় আদালতে মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
সাকিব উপজেলার লাউরফতেহপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
সাকিবের পরিবারের দাবি, ওই কিশোরীর সঙ্গে সাকিবের চার বছরের সম্পর্ক রয়েছে। এর আগেও দুই বার সে নিজেই এ বাড়িতে এসেছে। দুবারই তাকে বুঝিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। এবারও কিশোরীর পরিবার একাধিকবার এসে তাকে নিয়ে যেতে চেয়েছিল কিন্তু সে যায়নি। পরে স্থানীয় হুজুর দিয়ে তাদের বিয়ে পড়ানো হয়। তবে মেয়েটি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় কাবিন হয়নি।
ওই কিশোরী এই বছর স্থানীয় একটি স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। কিশোরী বলে, ‘দীর্ঘদিন ধরে সাকিবুল ইসলামের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক। সাকিবুলের পরিবার আমাদের সম্পর্ক মেনে নিলেও আমার পরিবার তা মেনে নিচ্ছে না। পারিবারিকভাবে আমাকে অন্যত্র বিয়ের জন্য চাপ দিতে থাকে। তাই আমি নিজের ইচ্ছায় সাকিবুলের বাড়িতে এসে বিয়ের জন্য অনশন করেছি।’
সাকিবের মা ফেরদৌসি বেগম বলেন, ‘আমরা চাই বিষয়টি সামাজিকভাবে সমাধান হোক।’
এ ব্যাপারে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার বলেন, ওই কিশোরী প্রেমিকের বাড়িতে অনশনে গেলে তাঁর পরিবার থানায় অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে প্রেমিকসহ কিশোরীকে পুলিশ থানায় নিয়ে আসে। এ ঘটনায় রোববার রাতে কিশোরীর মা একটি মামলা করেছেন।
ওসি আরও জানান, মামলায় বাদী অভিযোগ করেন তাঁর মেয়েকে অপহরণ করে নিয়ে গেছেন সাকিব। মামলায় সাকিবকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠালে আদালত তাঁকে কারাগারে পাঠান।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিয়ের দাবিতে প্রেমিক সাকিবুল ইসলামের (২০) বাড়িতে অনশনে বসে ওই কিশোরী। গত শনিবার দুপুর থেকে উপজেলার লাউর ফতেহপুর গ্রামে এ ঘটনা ঘটে। এই খবরে সাকিবুল বাড়িতে ভিড় জমায় মানুষ।
নেত্রকোনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা উপলক্ষে পুলিশ লাইনস স্কুল দুদিন বন্ধ রাখার নোটিশ দেয় স্কুল কর্তৃপক্ষ। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হলে নোটিশটিকে ‘ফেক’ বলে দাবি করে কর্তৃপক্ষ। আজ শুক্রবার এক প্রতিবাদলিপিতে জানানো হয়, আগের নোটিশটি সঠিক নয়। রবি ও সোমবার বিদ্যালয়ে যথারীত
১৭ মিনিট আগেআবদুর রহমান জানান, ভিয়েতনামী (সিদা ৫৫৫) উন্নত জাতের আগাম ধান। এ বছর ২ বিঘা জমিতে প্রায় ৪০ মণ ধান ঘরে উঠেছে তাঁর। সঠিক সময়ে রোপণ, পরিচর্যা ও কৃষি অফিসের নিয়মিত পরামর্শেই এমন ফলন সম্ভব হয়েছে।
১৮ মিনিট আগেভোলার দৌলতখানে মেঘনা নদীর তীর থেকে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (২৫ জুলাই) সকালে দৌলতখান উপজেলার পাতার খাল মাছঘাটসংলগ্ন এলাকায় মেঘনা নদী থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়।
২১ মিনিট আগেমুন্সিগঞ্জের সিরাজদিখানে পুকুর থেকে ২৪ দিন বয়সী এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার শুলপুর গ্রামের নানা স্বর্গীয় মধুসূদন মণ্ডলের বাড়ির পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করেন স্বজনেরা। এ ঘটনায় দুপুর সাড়ে ১২টার দিকে শিশুটির মা সারথী মণ্ডলকে (৩৭) জিজ্ঞাসাবাদের জন্য সিরাজদ
২৪ মিনিট আগে