Ajker Patrika

রেললাইন পার হতে গিয়ে যুবকের ২ পা বিচ্ছিন্ন

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ১৪: ০৩
রেললাইন পার হতে গিয়ে যুবকের ২ পা বিচ্ছিন্ন

চট্টগ্রামের হাটহাজারীতে ট্রেনে কাটা পড়ে মোহাম্মদ সোলাইমান (২৫) নামে এক যুবকের দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার ফতেপুর ইউনিয়নের চবি ১ নম্বর রেলগেটের দক্ষিণ পাশে এই দুর্ঘটনা ঘটে।

সংবাদ পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসের কর্মীরা আহত যুবককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসার জন্য পাঠায়। যুবকের নাম প্রাথমিকভাবে সোলাইমান বলে জানা গেলেও এর সত্যতা নিশ্চিত করা যায়নি। 

হাটহাজারী ফায়ার সার্ভিস, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার সন্ধ্যা ৭টায় চবির ১ নম্বর গেট এলাকায় মোহাম্মদ সোলাইমান (২৫) চট্টগ্রাম-নাজিরজহাট রেললাইন পার হওয়ার সময় নাজিরহাটগামী একটি ট্রেন ওই যুবককে ধাক্কা দিলে চাকার নিচে পড়ে তাঁর দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। সংবাদ পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে এসে তাঁকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠায়। 

হাটহাজারী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোহাম্মাদ শাহজাহান বলেন, ট্রেনে কাটা পড়া আহত যুবককে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। তার নাম সোলাইমান বলে জানা গেলেও এই নামের ব্যাপারে তিনি পুরোপুরি নিশ্চিত নন বলে গণমাধ্যমকে জানান।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

সখীপুরে সন্তানদের সামনেই ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত