Ajker Patrika

পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাইয়ের অভিযোগ

হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাইয়ের অভিযোগ

চাঁদপুরের হাজীগঞ্জে জানাজার নামাজ থেকে হামলা চালিয়ে হাতকড়াসহ ২০ মামলার আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ মামলা করেছে। আজ রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানার এএসআই মোজাম্মেল হোসেন। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানান, গত শুক্রবার হাজীগঞ্জ থানার এএসআই মোজাম্মেল হোসেন উপজেলার বাকিলা ইউনিয়নের খলাপাড়া এলাকার মাদক ব্যবসায়ী জাকির হোসেনকে (৩৮) গ্রেপ্তার করেছিলেন। ওই দিনই গ্রেপ্তারকৃত জাকিরের ভাতিজা জটিল রোগে মারা যান। এরপর আসামিকে ভাতিজার জানাজায় অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য অনুরোধ করেন স্থানীয়রা। সেই সুযোগকে কাজে লাগিয়ে আসামির স্বজনেরা পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ জাকির হোসেনকে পালিয়ে যেতে সহযোগিতা করেছেন বলে অভিযোগ উঠেছে। 

এ ঘটনায় আহত পুলিশ অফিসার এসআই মোজাম্মেল বাদী হয়ে পলাতক আসামির ১২ জন স্বজনের নামে মামলা দায়ের করেন। যার মধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

এ বিষয়ে হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ হারুনুর রশীদ বলেন, শিগগিরই আসামি ছিনিয়ে নেওয়া ব্যক্তিদের গ্রেপ্তার করা হবে। তাঁদের মধ্যে ১২ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এদের মধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সঙ্গে হাতকড়া উদ্ধার করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

বাহাত্তরের সংবিধান, জুলাই সনদ, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির ক্ষমতা নিয়ে আইন উপদেষ্টার গুরুত্বপূর্ণ মন্তব্য

প্রেমের ফাঁদে ফেলে ওষুধ কোম্পানির কর্মকর্তাকে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত