Ajker Patrika

চৌদ্দগ্রামে ডোবা থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ১৬: ৫০
চৌদ্দগ্রামে ডোবা থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

কুমিল্লার চৌদ্দগ্রামে অজ্ঞাত (২৬) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার উপজেলার চিওড়া এলাকার কাবাব এক্সপ্রেসের সামনের ডোবা থেকে লাশ উদ্ধারের ঘটনা ঘটে।

লাশ উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা। তিনি বলেন, ‘আজ সকালে স্থানীয় লোকজন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিওড়ার কাবাব এক্সপ্রেসের সামনের ডোবায় একটি লাশ ভাসতে দেখে আমাদের খবর দেন। ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করি।’

স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম বলেন, ‘গত বৃহস্পতিবার ডোবার মধ্যে আনুমানিক ২৬ বছর বয়সী এক যুবক বারবার ডুব দিতে থাকেন। তাঁকে ডোবা থেকে উঠে আসতে বললেও তিনি আমাদের কথা কর্ণপাত করেননি। পারে আমরা চলে যাই। এর কিছু সময় পরে ডোবায় এসে কাউকে দেখতে পাইনি। আজ পুলিশ এই স্থান থেকে একটি লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবারের ওই যুবক পানিতে ডুবে মারা গেছেন।’ 

ওসি ত্রিনাথ সাহা বলেন, যুবকের লাশ অনেকক্ষণ পানিতে থাকায় হাতের আঙুল নষ্ট হয়ে যাওয়ায় অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) দল প্রযুক্তি ব্যবহার করে পরিচয় শনাক্ত করতে পারেনি। এখন ডিএনএ (ডি-অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড) টেস্টের মাধ্যমে পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গাড়ি কেনার টাকা না দেওয়ায় স্ত্রীকে মারধর, নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা

মুক্তি পেয়ে আ.লীগ নেতার ভিডিও বার্তা, বেআইনি বলল বিএনপি

যুদ্ধবিমানের ২৫০ ইঞ্জিন কিনছে ভারত, ফ্রান্সের সঙ্গে ৬১ হাজার কোটি রুপির চুক্তি

সালাহউদ্দিনকে নিয়ে বিষোদ্‌গার: চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চে বিএনপির হামলা-ভাঙচুর

ফকিরহাটে সন্তান জন্ম দিতে গিয়ে নারীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত