Ajker Patrika

চট্টগ্রামে রেলের জমি থেকে ৩২৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২২ জানুয়ারি ২০২৩, ২৩: ১৩
Thumbnail image

চট্টগ্রামের আকবরশাহ পুলিশ ফাঁড়ির পেছনে দীর্ঘদিন ধরে রেলের জায়গা দখল করে গড়ে ওঠা ৩২৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। রেলওয়ে পূর্বাঞ্চলের ভূ-সম্পত্তি বিভাগের পক্ষ থেকে আজ রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত উচ্ছেদ অভিযান চালানো হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জামশেদ আলম রানা এবং রেলওয়ে পূর্বাঞ্চলের ভূ-সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব উল করিম অভিযানে নেতৃত্ব দেন। অভিযানে প্রায় এক একর জায়গা দখলমুক্ত করা হয়। 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দুই যুগ ধরে রেলের জমি দখল করে বাণিজ্য করছিল স্থানীয় একটি প্রভাবশালী চক্র। রাতদিন সেখানে মাদকের বেচাকেনা চলত। সন্ধ্যা হলেই বসত মাদকের আসর। এখান থেকে মাদকের আসর বন্ধের দাবিতে বেশ কিছুদিন আগেও মানববন্ধন করেন স্থানীয়রা।

এ নিয়ে রেলওয়ে পূর্বাঞ্চলের ভূ-সম্পত্তির নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব উল করিম জানান, স্পর্শকাতর এ স্থাপনায় অভিযান চালানো হয়েছে বাড়তি প্রস্তুতি নিয়ে। এখানে অভিযান চালাতে জেলা প্রশাসন, রেলওয়ে নিরাপত্তা বাহিনী, পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেওয়া হয়েছে।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত