কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
কাপ্তাই হ্রদে নিষেধাজ্ঞা শেষে গত ৩১ আগস্ট মধ্যরাত থেকে আবারও মাছ ধরা শুরু হয়। তারপর থেকে গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এক মাসে কাপ্তাই মৎস্য অবতরণ কেন্দ্র থেকে ১ কোটি ১৯ লাখ ১৩ হাজার ২৬৩ টাকা রাজস্ব আয় হয়েছে।
কাপ্তাই মৎস্য উন্নয়ন উপকেন্দ্রের প্রধান মাসুদ আলম বলেন, ৩১ আগস্ট মধ্যরাত থেকে কাপ্তাই লেকে মাছ ধরা শুরু হয়েছে। গত শনিবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত কাপ্তাই মৎস্য অবতরণ কেন্দ্রে মোট রাজস্ব আয় হয়েছে ১ কোটি ১৯ লাখ ১৩ হাজার ২৬৩ টাকা।
তিনি আরও বলেন, গত শনিবার সন্ধ্যা পর্যন্ত প্রায় ৫৫২ মেট্রিক টন বিভিন্ন প্রজাতির মাছ এই অবতরণ কেন্দ্রে শুল্ক দিয়ে দেশের বিভিন্ন জায়গায় ব্যবসায়ীরা বিক্রির জন্য নিয়ে গেছেন। এ বছর হ্রদে পানি বেশি হওয়ায় এবং মাছের উৎপাদন বৃদ্ধি পাওয়ায় সরকারের রাজস্ব আয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
কাপ্তাই মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি বেলাল হোসেন বলেন, ‘মৎস্য উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপনায় আমরা সুষ্ঠুভাবে মাছের ব্যবসা পরিচালনা করে আসছি। এ বছর হ্রদে পানি বেশি থাকায় এবং মাছ ধরা বন্ধকালীন বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন পর্যাপ্ত টহলের ব্যবস্থা করায় কাপ্তাই লেকে মাছের উৎপাদন বেড়েছে। এতে জেলে, মৎস্য ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সবাই আর্থিকভাবে লাভবান হয়েছে।’
উল্লেখ্য, চলতি বছরের ২২ এপ্রিল থেকে ৩১ আগস্ট পর্যন্ত মাছের প্রজনন ও বৃদ্ধির লক্ষ্যে রাঙামাটি জেলা প্রশাসন কাপ্তাই হ্রদে সব ধরনের মাছ আহরণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।
কাপ্তাই হ্রদে নিষেধাজ্ঞা শেষে গত ৩১ আগস্ট মধ্যরাত থেকে আবারও মাছ ধরা শুরু হয়। তারপর থেকে গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এক মাসে কাপ্তাই মৎস্য অবতরণ কেন্দ্র থেকে ১ কোটি ১৯ লাখ ১৩ হাজার ২৬৩ টাকা রাজস্ব আয় হয়েছে।
কাপ্তাই মৎস্য উন্নয়ন উপকেন্দ্রের প্রধান মাসুদ আলম বলেন, ৩১ আগস্ট মধ্যরাত থেকে কাপ্তাই লেকে মাছ ধরা শুরু হয়েছে। গত শনিবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত কাপ্তাই মৎস্য অবতরণ কেন্দ্রে মোট রাজস্ব আয় হয়েছে ১ কোটি ১৯ লাখ ১৩ হাজার ২৬৩ টাকা।
তিনি আরও বলেন, গত শনিবার সন্ধ্যা পর্যন্ত প্রায় ৫৫২ মেট্রিক টন বিভিন্ন প্রজাতির মাছ এই অবতরণ কেন্দ্রে শুল্ক দিয়ে দেশের বিভিন্ন জায়গায় ব্যবসায়ীরা বিক্রির জন্য নিয়ে গেছেন। এ বছর হ্রদে পানি বেশি হওয়ায় এবং মাছের উৎপাদন বৃদ্ধি পাওয়ায় সরকারের রাজস্ব আয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
কাপ্তাই মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি বেলাল হোসেন বলেন, ‘মৎস্য উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপনায় আমরা সুষ্ঠুভাবে মাছের ব্যবসা পরিচালনা করে আসছি। এ বছর হ্রদে পানি বেশি থাকায় এবং মাছ ধরা বন্ধকালীন বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন পর্যাপ্ত টহলের ব্যবস্থা করায় কাপ্তাই লেকে মাছের উৎপাদন বেড়েছে। এতে জেলে, মৎস্য ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সবাই আর্থিকভাবে লাভবান হয়েছে।’
উল্লেখ্য, চলতি বছরের ২২ এপ্রিল থেকে ৩১ আগস্ট পর্যন্ত মাছের প্রজনন ও বৃদ্ধির লক্ষ্যে রাঙামাটি জেলা প্রশাসন কাপ্তাই হ্রদে সব ধরনের মাছ আহরণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।
রাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তার জন্য অক্সিলিয়ারি ফোর্স হিসেবে ৪২৬ জন ‘সহায়ক পুলিশ কর্মকর্তা’ নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রশিক্ষণ ছাড়াই তড়িঘড়ি করে নিয়োগ দেওয়ায় তাঁদের অনেকে নিজেদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে জানেন না।
১ ঘণ্টা আগেনতুন করে অচলাবস্থা দেখা দিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক মুহাম্মদ মাছুদকে অপসারণের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে আজ সোমবার বেলা ৩টা থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা।
১ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরের বাসিন্দাদের জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ৩৬টি খাল ঘিরে বড় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ৫ হাজার ৬১৬ কোটি টাকা বরাদ্দে শুরু করা এ প্রকল্পের আকার এখন ৮ হাজার ৬২৬ কোটি টাকা।
১ ঘণ্টা আগেসরকার পতনের পর কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়রকে অপসারণ ও কাউন্সিলদের বরখাস্ত করা হয়। এরপর জরুরি সেবা কার্যক্রম পরিচালনা করছেন করপোরেশনের কর্মকর্তারা। তবে তাঁদের দৈনন্দিন কার্যক্রমের পর এই বাড়তি দায়িত্ব পালন করে থাকেন। নাগরিক সনদ, জন্ম-মৃত্যুনিবন্ধন, রাস্তা মেরামত, পরিচ্ছন্নতা, মশক নিয়ন্ত্রণসহ
১ ঘণ্টা আগে