Ajker Patrika

কক্সবাজারে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে তরুণ গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে তরুণ গ্রেপ্তার

কক্সবাজারে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মোহাম্মদ তারেক (১৯) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ সোমবার সদর উপজেলার লিংক রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার মোহাম্মদ তারেক কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম কুতুবদিয়া পাড়ার বাসিন্দা। 

র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, গত ২৪ জানুয়ারি কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে নলকূপে পানি আনতে যায় ভুক্তভোগী। এ সময় তারেক নামে এক তরুণ পাশের ঝাউবনে নিয়ে তাকে ধর্ষণ করে। এ সময় স্থানীয় লোকজন ভুক্তভোগীকে উদ্ধার ও তারেককে ধরে ফেলে। পরে কৌশলে তারেক পালিয়ে যায়। ভুক্তভোগীকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। 
 
মো. আবু সালাম চৌধুরী বলেন, এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে গত শনিবার (২৭ জানুয়ারি) কক্সবাজার সদর থানায় মোহাম্মদ তারেককে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। এরপর বিষয়টি অবগত হয়ে আসামিকে গ্রেপ্তারে র‍্যাব গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, সদরের লিংক রোড এলাকা থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার তারেক ভিকটিমকে ধর্ষণের বিষয়টি স্বীকার করেছে। গ্রেপ্তার তরুণকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত