Ajker Patrika

তিন সন্তানের জননীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী পলাতক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আপডেট : ১৯ এপ্রিল ২০২৩, ১৬: ৪৪
তিন সন্তানের জননীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী পলাতক

ব্রাহ্মণবাড়িয়ায় পারিবারিক কলহের জেরে জান্নাতুল ফেরদৌসী নামে তিন সন্তানের জননীকে ছুরিকাঘাতে হত্যা করেছে এক ঘাতক স্বামী। আজ বুধবার শহরের কলেজ পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে।

ঘটনার পর থেকে স্বামী কাউসার মোল্লা পলাতক রয়েছেন। তিনি সদর উপজেলার ঘাটিয়ারা গ্রামের মৃত মো. আউয়াল মিয়ার ছেলে ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য।

নিহত জান্নাতুল ফেরদৌসী জেলার আখাউড়া উপজেলার গঙ্গাসাগর দিঘির পাড় এলাকার মৃত আরু মিয়ার মেয়ে। 

নিহতের পরিবারের সদস্যরা জানান, কাউসার মোল্লা (৫০) পরিবার নিয়ে শহরের কলেজ পাড়ায় ভাড়া বাসায় থাকতেন। তবে কাউসার মোল্লা দীর্ঘদিন ধরে জুয়া ও পরকীয়ায় লিপ্ত ছিলেন। এ নিয়ে প্রায়ই স্ত্রী জান্নাতুল ফেরদৌসী (৩৫) সঙ্গে তার কলহ চলত। এরই জের ধরে আজ সকালে কাউসার মোল্লা ধারালো ছুরি দিয়ে জান্নাতুলকে হত্যা করে। বিষয়টির টের পেয়ে সন্তানরা কক্ষে যাওয়া মাত্রই তিনি তাদের ঘরে আটকিয়ে পালিয়ে যান। 

এই ব্যাপারে জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘাতক স্বামী কাউসার মোল্লাকে গ্রেপ্তারে অভিযান চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত