Ajker Patrika

কলাগাছের পাতা কাটায় মারধর, হাসপাতালে নারীর মৃত্যু

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
কলাগাছের পাতা কাটায় মারধর, হাসপাতালে নারীর মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারায় কলাগাছের পাতা কাটাকে কেন্দ্র করে ঝগড়ার জেরে চাচাতো ভাইয়ের মারধরের শিকার ফাতেমা বেগম (৪৫) মারা গেছেন। গতকাল বুধবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা মুহাম্মদ হাছান এই কথা জানিয়েছেন। ওসি বলেন, গত বুধবার সন্ধ্যায় উপজেলার বৈরাগ ইউনিয়নের কুলারপাড়া গ্রামে রেজাউল করিমের সঙ্গে কলাগাছের পাতা কাটাকে কেন্দ্র করে ফাতেমার ঝগড়া হয়। পরে তাঁর মারধরে ফাতেমা গুরুতর আহত হন। ফাতেমাকে চমেক হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

ওসি বলেন, নিহত ফাতেমা একই এলাকার নুর সোবহানের স্ত্রী। এই ঘটনায় তাঁর চাচাতো ভাই রেজাউল করিমের বিরুদ্ধে আজ বৃহস্পতিবার সকালে থানায় মামলা করা হয়েছে। রেজাউল একই এলাকার নাদু মিয়ার ছেলে।

ওসি মীর্জা মুহাম্মদ হাছান আরও বলেন, হাসপাতালে মারা যাওয়ার পর ফাতেমার স্বজনেরা থানায় মামলা করেছেন। আসামি রেজাউলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টেলিগ্রামে সংগঠিত হচ্ছে আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি কাল, পরীক্ষা তিন ইউনিটে

ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ: ‘‎মব’ তৈরি করে হামলার চেষ্টা, উদ্ধার কার্যক্রম বন্ধ

প্রাথমিকে পাঠদান: বাইরের ২০ কাজের চাপে শিক্ষক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত