Ajker Patrika

৫ হাজার কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়েছিলেন খালেদা জিয়া: তথ্যমন্ত্রী

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ২১: ০৮
৫ হাজার কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়েছিলেন খালেদা জিয়া: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, উপকারভোগীদের যে ভাতা দেওয়া হচ্ছে এটি আওয়ামী লীগ সরকার দিচ্ছে, নৌকা মার্কার সরকার দিচ্ছে। আওয়ামী লীগ সরকার পাঁচ হাজার কমিউনিটি ক্লিনিক করেছিল। খালেদা জিয়া ক্ষমতায় এসে সব বন্ধ করে দেন। ঠিক তেমনি আগামী নির্বাচনে যদি অন্য সরকার আসে তাহলে সব ভাতা বন্ধ হয়ে যাবে। 

আজ শুক্রবার বিকেলে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নে উপকারভোগীদের এক সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

ড. হাছান মাহমুদ বলেন, আওয়ামী লীগ সরকার বয়স্ক ভাতা, বিধবা ভাতা, পঙ্গু ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃকালীন ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতাসহ ২২ ধরনের ভাতা চালু করেছে। এর বাইরে ভিজিডির মাধ্যমে চাল দেওয়া হয়, ৫০ টাকার চাল ৩০ টাকা কেজি ধরে বিক্রি করা হয়। 

মন্ত্রী বলেন, ‘এ ছাড়া সারা দেশের এক কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। সে কার্ড দিয়ে তারা স্বল্পমূল্যে চাল, ডাল, তেল, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কিনতে পারছে। আগের সরকারের সময় এভাবে পণ্য বিতরণ করা হতো না। বয়স্ক ভাতা, বিধবা ভাতা এসব ভাতা দেওয়া হতো না। আমাদের সরকার যদি আবারও ক্ষমতায় আসে তাহলে আরও বেশি মানুষকে উপকারভোগীর তালিকায় নিয়ে আসা হবে।’ 

আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, ‘আপনারা আমাকে তিনবার মন্ত্রী বানিয়েছেন। আমি সবার জন্য দরজা খোলা রেখেছি। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি দেখি নাই। যে আমার কাছে এসেছে আমি দুহাত উজাড় করে সহযোগিতা করেছি। আপনারা আগামী নির্বাচনে আমার জন্য দুয়ার খোলা রাখবেন।’ 

উপজেলার লালানগর ইউনিয়নের উত্তর রাঙ্গুনিয়া উচ্চবিদ্যালয় মাঠে লালানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, ধর্ম বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার, সদস্য মীর তৌহিদুল ইসলাম কাঞ্চন, লালানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সামশুল আলম, মঈন উদ্দিন তালুকদার, মো. রাসেল প্রমুখ। সঞ্চালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তাফা বাবুল। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত