Ajker Patrika

চকরিয়ায় ট্রাকের পেছনে অটোরিকশার ধাক্কা, মাদ্রাসাশিক্ষক নিহত

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি   
কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত মাদ্রাসার শিক্ষক আব্দুল মান্নান। ছবি: সংগৃহীত
কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত মাদ্রাসার শিক্ষক আব্দুল মান্নান। ছবি: সংগৃহীত

কক্সবাজারের চকরিয়া উপজেলায় সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় এক যাত্রী নিহত হয়েছেন। তাঁর নাম আব্দুল মান্নান (৪৫)। এ ঘটনায় মান্নানের স্ত্রী, শিশুসন্তান ও অটোরিকশার চালক আহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নিয়ে যাওয়ার পথে ওই যাত্রীর মৃত্যু হয়। এর আগে রাত ৮টার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের বুড়ির দোকান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আব্দুল মান্নান পেকুয়া উপজেলার উজানটিয়া এ এস আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক ছিলেন। তাঁর বাড়ি কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডী ইউনিয়নে। সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, কিছুদিন ধরে আব্দুল মান্নানের ছোট বোন শারীরিকভাবে অসুস্থ। গতকাল সন্ধ্যায় বোনকে দেখতে তিনি পরিবার নিয়ে কক্সবাজারের উদ্দেশে রওনা দেন। পেকুয়া বাজার থেকে চকরিয়া যাওয়ার জন্য সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন। এরপর রাত ৮টার দিকে গাড়িটি বরইতলী ইউনিয়নের বুড়ির দোকান এলাকায় পৌঁছালে দুর্ঘটনার শিকার হন। তিনি চাকরির সুবাদে পেকুয়া সদরের একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সড়ক দুর্ঘটনার খবর আমার কাছে আসেনি। ওই এলাকায় হারবাং পুলিশ ফাঁড়ি রয়েছে। তাদের কাছেও দুর্ঘটনার কোনো তথ্য নেই। তারপরও এ বিষয়ে খবর নেওয়া হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘অপারেশন সিঁদুরে’ তিন শত্রুর মোকাবিলা করেছে ভারত, অন্য দেশের নাম জানালেন সেনা কর্মকর্তা

যুবলীগ নেতাকে ধরতে নয়, বাসাটি ঘেরাওয়ের নেপথ্যে অন্য কারণ

‘একটা মার্ডার করেছি, আরও ১০০টা মার্ডার করব’, ভিডিও ভাইরাল

মহাকাশে হারিয়ে গেল ৯ কোটি ডলারের স্যাটেলাইট, জলবায়ু গবেষণায় বড় ধাক্কা

ভুল করার পর জাদেজাকে কী বলে সতর্ক করেছেন বাংলাদেশের আম্পায়ার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত