কুমিল্লা প্রতিনিধি
এইচএসসি পরীক্ষার ফলাফলে কুমিল্লা শিক্ষা বোর্ডে পাঁচ কলেজে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। কোনো প্রতিষ্ঠানে একজন মাত্র শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েও ফলাফল শূন্য। আজ বুধবার ফলাফল ঘোষণার পর এ তথ্য জানান কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান।
শূন্য পাস কলেজগুলোর মধ্যে ফেনী সদরের নোবেল কলেজ। প্রতিষ্ঠানটি থেকে একজন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করতে পারেনি। ফেনী সদরের আরেক কলেজ গ্রীনল্যান্ড কলেজ থেকেও একজন পরীক্ষা দিয়ে পাস করতে পারেনি।
এ ছাড়া বি-বাড়িয়ার কৃষ্ণনগর আব্দুল জাব্বার স্কুল অ্যান্ড কলেজ থেকে সাতজন, নবীনগর জিনদপুর ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ থেকে আটজন, চাঁদপুর জেলার মতলব দক্ষিণের ডাক্তার এম শামছুল হক মডেল কলেজ থেকে নয়জন পরীক্ষা দিয়ে কেউই পাস করতে পারেনি।
ফেনী গ্রীনল্যান্ড কলেজের সভাপতি সহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘করোনার সময় আমরা কোনো শিক্ষার্থী ভর্তি করতে পারি নাই। একটি মেয়ে অনিয়মিত শিক্ষার্থী ছিল। বিয়ে হয়ে যাওয়াই কলেজে আসেনি।’
নবীনগর জিনদপুর ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. গোলাম ছাদেক আজকের পত্রিকাকে বলেন, ‘এ প্রতিষ্ঠানের মাধ্যমিক শাখা পর্যন্ত এমপিওভুক্ত। কলেজ শাখায় পাঠদানের অনুমতি আছে। রয়েছে শিক্ষকের সংকট। সাতজন শিক্ষক দিয়ে কলেজ শাখা চালানো হচ্ছে। আমাদের সীমাবদ্ধতার কারণে এবার কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি।’
কুমিল্লা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান বলেন, ‘আজ ফলাফল ঘোষণা করা হয়েছে। পরবর্তী সময় শূন্য পাসের কলেজগুলোর বিষয়ে আমরা পদক্ষেপ নিব।’
কুমিল্লার শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৯০ দশমিক ৭২ শতাংশ। এই বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ১৪ হাজার ৯৯১ জন শিক্ষার্থী। কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এ বছর ৮৫ হাজার ৮৮০ জন পরীক্ষার্থী অংশ নেন। পরীক্ষায় ৭৭ হাজার ৯০৭ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। বোর্ডে শতভাগ পাস করেছে ৩৭টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
এইচএসসি পরীক্ষার ফলাফলে কুমিল্লা শিক্ষা বোর্ডে পাঁচ কলেজে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। কোনো প্রতিষ্ঠানে একজন মাত্র শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েও ফলাফল শূন্য। আজ বুধবার ফলাফল ঘোষণার পর এ তথ্য জানান কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান।
শূন্য পাস কলেজগুলোর মধ্যে ফেনী সদরের নোবেল কলেজ। প্রতিষ্ঠানটি থেকে একজন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করতে পারেনি। ফেনী সদরের আরেক কলেজ গ্রীনল্যান্ড কলেজ থেকেও একজন পরীক্ষা দিয়ে পাস করতে পারেনি।
এ ছাড়া বি-বাড়িয়ার কৃষ্ণনগর আব্দুল জাব্বার স্কুল অ্যান্ড কলেজ থেকে সাতজন, নবীনগর জিনদপুর ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ থেকে আটজন, চাঁদপুর জেলার মতলব দক্ষিণের ডাক্তার এম শামছুল হক মডেল কলেজ থেকে নয়জন পরীক্ষা দিয়ে কেউই পাস করতে পারেনি।
ফেনী গ্রীনল্যান্ড কলেজের সভাপতি সহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘করোনার সময় আমরা কোনো শিক্ষার্থী ভর্তি করতে পারি নাই। একটি মেয়ে অনিয়মিত শিক্ষার্থী ছিল। বিয়ে হয়ে যাওয়াই কলেজে আসেনি।’
নবীনগর জিনদপুর ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. গোলাম ছাদেক আজকের পত্রিকাকে বলেন, ‘এ প্রতিষ্ঠানের মাধ্যমিক শাখা পর্যন্ত এমপিওভুক্ত। কলেজ শাখায় পাঠদানের অনুমতি আছে। রয়েছে শিক্ষকের সংকট। সাতজন শিক্ষক দিয়ে কলেজ শাখা চালানো হচ্ছে। আমাদের সীমাবদ্ধতার কারণে এবার কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি।’
কুমিল্লা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান বলেন, ‘আজ ফলাফল ঘোষণা করা হয়েছে। পরবর্তী সময় শূন্য পাসের কলেজগুলোর বিষয়ে আমরা পদক্ষেপ নিব।’
কুমিল্লার শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৯০ দশমিক ৭২ শতাংশ। এই বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ১৪ হাজার ৯৯১ জন শিক্ষার্থী। কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এ বছর ৮৫ হাজার ৮৮০ জন পরীক্ষার্থী অংশ নেন। পরীক্ষায় ৭৭ হাজার ৯০৭ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। বোর্ডে শতভাগ পাস করেছে ৩৭টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের সাবেক ও বর্তমান দুই ইউপি সদস্যের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২ আগস্ট) সকালে ইউনিয়নের ইজারকান্দি গ্রামের তোফাজ্জল হোসেন এবং হক মিয়ার বাড়িতে এ হামলা হয়।
১ ঘণ্টা আগেচাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর স্টেশন বাজার এলাকার টেলিকমের দোকানে দিনদুপুরে চুরির ঘটনা ঘটেছে। গতকাল (১ আগস্ট) বেলা সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে। এতে অংশ নেয় সাতজন। তাদের ধরতে ডিবিসহ পুলিশের একাধিক টিম কাজ করছে বলে জানান গোমস্তাপুর থানার ওসি ওয়াদুদ আলম।
২ ঘণ্টা আগেটাঙ্গাইলে মাছ ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে শহর বিএনপির তিন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (২ আগস্ট) সন্ধ্যায় টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন ও সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই বহিষ্কারাদেশ জানানো হয়।
২ ঘণ্টা আগেকুষ্টিয়ার ভেড়ামারায় বিদ্যুতায়িত হয়ে ছেলে ও মায়ের মৃত্যু হয়েছে। শনিবার (২ আগস্ট) বিকেলে উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন চাঁদগ্রাম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাবিল সরদারের স্ত্রী জোছনা খাতুন (৪৮) ও
২ ঘণ্টা আগে