Ajker Patrika

লক্ষ্মীপুরে ‘ঘুষের’ টাকা উধাওকাণ্ডে সেই পিআইও বদলি

প্রতিনিধি, লক্ষ্মীপুর
আপডেট : ২৫ আগস্ট ২০২১, ১১: ১৭
লক্ষ্মীপুরে ‘ঘুষের’  টাকা উধাওকাণ্ডে সেই পিআইও বদলি

লক্ষ্মীপুরের রামগতি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রিয়াদ হোসেনকে চট্টগ্রামের চন্দনাইশে বদলি করা হয়েছে। 'ঘুষের' ১৬ লাখ টাকা উধাওয়ের ঘটনায় তাঁকে বদলি করা হলো। রামগতিতে পদায়ন করা হয়েছে চন্দনাইশ উপজেলার পিআইও জহিরুল ইসলামকে। 

মঙ্গলবার (২৪ আগস্ট) রিয়াদ হোসেনকে দায়িত্ব থেকে অব্যাহতি (রিলিজ) দেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক (ডিসি) মো. আনোয়ার হোছাইন আকন্দ। পদায়ন হওয়া জহিরুল ইসলাম রামগতিতে যোগদান করা পর্যন্ত ওই পদে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন লক্ষ্মীপুর সদর উপজেলার পিআইও মো. মোশারফ হোসেন। 

রামগতি উপজেলা প্রশাসন সূত্র জানায়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের প্রশাসন-১ অধিশাখার উপসচিব ড. মো. হাবিব উল্লাহ বাহারের স্বাক্ষর করা চিঠিতে পিআইও রিয়াদের বদলি-পূর্বক পদায়ন করা হয়েছে। তিনি কমলনগর উপজেলায় অতিরিক্ত দায়িত্ব পালনকালে বিতর্কিত কর্মকাণ্ডে সমালোচিত হন। আজকের পত্রিকাসহ বিভিন্ন গণমাধ্যমে তাঁর বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে সংবাদ প্রকাশিত হয়। 

জেলা প্রশাসন ও সংশ্লিষ্টরা জানান, সম্প্রতি পিআইও রিয়াদ হোসেন পাশের কমলনগর উপজেলায় অতিরিক্ত দায়িত্ব পালনকালে কার্যালয় থেকে ‘ঘুষের’ ১৬ লাখ টাকা উধাও হয়। এ জন্য তিনি কার্যালয়ের সহকারী কাম কম্পিউটার অপারেটর আবদুল বাকেরসহ চারজনকে থানায় নিয়ে রাতভর আটকে রেখে জিজ্ঞাসাবাদ করেন। পরদিন আটককৃতদের থানা থেকে ছাড়িয়ে নেন তিনি। তখন টাকার বিষয়ে পিআইও রিয়াদ অসংগতিপূর্ণ ও বহুমুখী বক্তব্য দিয়েছিলেন। 

কার্যালয়ে টাকার উৎস খুঁজতে তদন্ত কমিটি করেন জেলা প্রশাসক (ডিসি) মো. আনোয়ার হোছাইন আকন্দ। পরে তদন্তকারী কর্মকর্তা ও লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শতরূপা তালুকদারের তদন্ত প্রতিবেদন ও সুপারিশের পিরেপ্রেক্ষিতে পিআইও রিয়াদ হোসেনকে অন্যত্র বদলি করা হয়েছে বলে জানা গেছে। 

লক্ষ্মীপুর সদর উপজেলার পিআইও মোশারফ হোসেন বলেন, `বদলির কারণে রামগতির কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পদায়ন হওয়া কর্মকর্তারা যোগদান করা পর্যন্ত আমাকে অতিরিক্ত দায়িত্ব পালন করার জন্য চিঠি দেওয়া হয়েছে।' 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

আগের তিন ভোটের নির্বাচনী কর্মকর্তারা দায়িত্ব পাবেন না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত