Ajker Patrika

স্ত্রী হত্যায় স্বামীর ১০ বছরের সশ্রম কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
স্ত্রী হত্যায় স্বামীর ১০ বছরের সশ্রম কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ায় স্ত্রী হত্যা মামলায় স্বামী ছাত্তার মিয়াকে (৫০) ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

আজ বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া আদালতের সিনিয়র দায়রা ও জেলা জজ শারমিন নিগার এই রায় দেন। রায়ের সময় আসামি ছাত্তার মিয়া আদালতের এজলাসে উপস্থিত ছিলেন।

ছাত্তার মিয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের হিন্দুপাড়ার মৃত সানু মিয়ার ছেলে। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া আদালতের পুলিশ পরিদর্শক কাজী দিদারুল আলম।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২৮ মে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের হিন্দুপাড়ায় ছুরিকাঘাতে খুন হন ৪ সন্তানের জননী জোসনা বেগম। এই ঘটনায় জোসনার বাবা আব্দুল মন্নাফ বাদী হয়ে জোসনার স্বামী ছাত্তারসহ ৪ জনকে আসামি করে সদর মডেল থানায় মামলা দায়ের করেন। এই হত্যা মামলায় নিহত জোসনার স্বামী ছাত্তারকে পুলিশ গ্রেপ্তার করে। পরে ছাত্তার আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে ১৬৪ ধারায় জবানবন্দিতে ছুরিকাঘাতের কথা স্বীকার করে।

একই বছর ৫ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা চারজন আসামির তিনজনের কোনো সংশ্লিষ্টতা না পাওয়ায় প্রধান ছাত্তারকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত সকল সাক্ষী, প্রমাণ বিচার বিশ্লেষণ করে প্যানেল কোড ৩০৪ এর পার্ট-১ অনুযায়ী আসামি ছাত্তারের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত