রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের রাঙ্গুনিয়ার কর্ণফুলী নদীতে মাছ ধরতে গিয়ে হামলায় মো. শহীদুল্লাহ্ (২৪) নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে নিহতের বাবা মো. ফজল করিম বাদী হয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় মামলাটি দায়ের করেন।
আসামিরা হলেন কোদালা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ডংয়েরমুখ এলাকার শাহ আলমের ছেলে মো. মনির (৩৫), তাঁর বড় ভাই মো. নাছের (৪২) ও কোদালা ধোপাঘাট জান মোহাম্মদ বাড়ির ছৈয়দ আলমের ছেলে আবদুল মান্নান (৩৫)। এ ছাড়া আরও ছয়-সাতজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
নিহত শহীদুল্লাহ কোদালা ইউনিয়নের ধোপাঘাট সিকদারবাড়ি এলাকার বাসিন্দা। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।
মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে, গত ২৯ সেপ্টেম্বর রাত ১১টার দিকে শহিদুল্লাহ তাঁর সাত বন্ধুর সঙ্গে মাছ ধরতে কর্ণফুলী নদীতে যান। তাঁরা কোদালা ধোপাঘাট ব্রিকফিল্ড এলাকায় রাত ২টার দিকে মাছ ধরতে নামেন।
এ সময় মনি, নাছের ও আবদুল মান্নানসহ সাত-আটজন তাঁদের ওপর ইটের টুকরো, লাঠিসোঁটা ও কিরিচ দিয়ে অতর্কিত হামলা চালান। ওই সময় বাকিরা পালিয়ে যান। কিন্তু নিহত শহীদুল্লাহ পালাতে পারেননি। হামলাকারীরা শহীদুল্লাহকে বেধড়ক মারধর করে গুরুতর আহত করেন এবং নদীতে ফেলে দিয়ে পালিয়ে যান। এ সময় হামলাকারীদের কিরিচের আঘাতে নিহতের বন্ধু মানিকও আহত হন।
অন্যদিকে ছেলে বাড়ি না ফেরায় পরদিন থানায় নিখোঁজ ডায়েরি করেন বৃদ্ধ ফজল করিম। ছেলেকে খোঁজাখুঁজির একপর্যায়ে গত শনিবার সকাল ৭টার দিকে শিলক ইউনিয়নের ভাণ্ডারির স’মিল ঘাটে মরদেহটি ভেসে ওঠার খবর পান তিনি। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্ত শেষে একই দিন বিকেলে শহিদুল্লাহর মরদেহ দাফন করা হয়েছে।
এ বিষয়ে নিহতের বাবা অভিযোগ করে বলেন, ‘আমার ছেলের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে নির্মমভাবে আঘাত করে মৃত্যু নিশ্চিতের পর পানিতে ফেলে দেওয়া হয়েছে। হামলাকারীদের মধ্যে তিনজনকে আমার ছেলের বন্ধুরা চিনে ফেলেছে। আমি তাদের গ্রেপ্তারর করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যুর ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের আইনের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে।
চট্টগ্রামের রাঙ্গুনিয়ার কর্ণফুলী নদীতে মাছ ধরতে গিয়ে হামলায় মো. শহীদুল্লাহ্ (২৪) নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে নিহতের বাবা মো. ফজল করিম বাদী হয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় মামলাটি দায়ের করেন।
আসামিরা হলেন কোদালা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ডংয়েরমুখ এলাকার শাহ আলমের ছেলে মো. মনির (৩৫), তাঁর বড় ভাই মো. নাছের (৪২) ও কোদালা ধোপাঘাট জান মোহাম্মদ বাড়ির ছৈয়দ আলমের ছেলে আবদুল মান্নান (৩৫)। এ ছাড়া আরও ছয়-সাতজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
নিহত শহীদুল্লাহ কোদালা ইউনিয়নের ধোপাঘাট সিকদারবাড়ি এলাকার বাসিন্দা। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।
মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে, গত ২৯ সেপ্টেম্বর রাত ১১টার দিকে শহিদুল্লাহ তাঁর সাত বন্ধুর সঙ্গে মাছ ধরতে কর্ণফুলী নদীতে যান। তাঁরা কোদালা ধোপাঘাট ব্রিকফিল্ড এলাকায় রাত ২টার দিকে মাছ ধরতে নামেন।
এ সময় মনি, নাছের ও আবদুল মান্নানসহ সাত-আটজন তাঁদের ওপর ইটের টুকরো, লাঠিসোঁটা ও কিরিচ দিয়ে অতর্কিত হামলা চালান। ওই সময় বাকিরা পালিয়ে যান। কিন্তু নিহত শহীদুল্লাহ পালাতে পারেননি। হামলাকারীরা শহীদুল্লাহকে বেধড়ক মারধর করে গুরুতর আহত করেন এবং নদীতে ফেলে দিয়ে পালিয়ে যান। এ সময় হামলাকারীদের কিরিচের আঘাতে নিহতের বন্ধু মানিকও আহত হন।
অন্যদিকে ছেলে বাড়ি না ফেরায় পরদিন থানায় নিখোঁজ ডায়েরি করেন বৃদ্ধ ফজল করিম। ছেলেকে খোঁজাখুঁজির একপর্যায়ে গত শনিবার সকাল ৭টার দিকে শিলক ইউনিয়নের ভাণ্ডারির স’মিল ঘাটে মরদেহটি ভেসে ওঠার খবর পান তিনি। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্ত শেষে একই দিন বিকেলে শহিদুল্লাহর মরদেহ দাফন করা হয়েছে।
এ বিষয়ে নিহতের বাবা অভিযোগ করে বলেন, ‘আমার ছেলের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে নির্মমভাবে আঘাত করে মৃত্যু নিশ্চিতের পর পানিতে ফেলে দেওয়া হয়েছে। হামলাকারীদের মধ্যে তিনজনকে আমার ছেলের বন্ধুরা চিনে ফেলেছে। আমি তাদের গ্রেপ্তারর করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যুর ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের আইনের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে।
কারও তিনতলা বাড়ি আছে, কেউ চড়ে প্রাইভেট কারে—তবু পেশা দিনমজুর। এভাবে রাজশাহী মহানগরের ৩ নম্বর ওয়ার্ডে বেড়ে গেছে দিনমজুরের সংখ্যা। কথা বলে জানা গেল, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্ড পেতে এমন চতুরতার আশ্রয় নেওয়া হয়েছে। এতে বঞ্চিত হয়েছে দুস্থরা।
৩ মিনিট আগেগোপালগঞ্জ শহরের চেচানিয়াকান্দি এলাকায় প্রেমানন্দ হালদার (৮০) নামের এক বৃদ্ধ ট্রাকচাপায় নিহত হয়েছেন। তাঁর বাড়ি কোটালীপাড়া উপজেলার ভেন্নাবাড়ি গ্রামে। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোহাম্মদ সাজেদুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন আগামীকাল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর)। ইতিমধ্যে শেষ হয়েছে ভোটের প্রচার। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোট গ্রহণ। এরপর একই দিনে ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। জাকসু ও হল সংসদ নির্বাচনে
৩ ঘণ্টা আগেমিরসরাইয়ে বাবার ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয়পড়ুয়া ছাত্রের মৃত্যুর অভিযোগ উঠেছে। আজ বুধবার উপজেলার মায়ানি ইউনিয়নের পশ্চিম মায়ানি ঘড়ি মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে