Ajker Patrika

ঘরে যুবকের রক্তাক্ত লাশ, পাশে মিলল কুড়াল-হাতুড়ি

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি 
মো. রুবেল মিয়া। ছবি: সংগৃহীত
মো. রুবেল মিয়া। ছবি: সংগৃহীত

কুমিল্লার তিতাস উপজেলায় এক যুবকের রক্তাক্ত লাশ পাওয়া গেছে। পাশে পড়ে ছিল কুড়াল ও হাতুড়ি। বলরামপুর ইউনিয়নের গাজীপুর গ্রামের বাস্তুহারা কলোনিতে গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত যুবকের নাম মো. রুবেল মিয়া (২৭)। তিনি বাস্তুহারা কলোনির মৃত মো. আলী মিয়ার ছেলে। তাঁর বিরুদ্ধে হত্যা ও ডাকাতির প্রস্তুতির মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় একই কলোনির মো. জয়নাল আবেদীন ও তাঁর ছেলে মোহাম্মদ আলী ওরফে সুন্দর আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে জব্দ করা হয়েছে একটি কুড়াল ও হাতুড়ি।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সুন্দর আলী ও রুবেল একসঙ্গে চলাফেলা করতেন। দুজনই মাদকাসক্ত। শুক্রবার সন্ধ্যায় এক শিশু সুন্দর আলীর ঘরের মধ্যে রক্ত দেখতে পেয়ে আশপাশের লোকজনকে জানায়। লোকজন এসে দেখে রুবেলের রক্তাক্ত লাশ ঘরের মেঝেতে পড়ে আছে। পরে সুন্দর আলী ও তাঁর বাবা জয়নালকে স্থানীয় লোকজন আটক করে পুলিশ তুলে দেন।

বিষয়টি নিশ্চিত করে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুনুর রশীদ আজকের পত্রিকাকে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আজ শনিবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি কুড়াল ও হাতুড়ি জব্দ করা হয়। এ ব্যাপারে থানায় হত্যা মামলা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে জয়নাল ও তাঁর ছেলে সুন্দর আলীকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত