Ajker Patrika

সম্পত্তি নিয়ে বিরোধে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে ভাই-বোনসহ আটক ৬ 

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি
সম্পত্তি নিয়ে বিরোধে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে ভাই-বোনসহ আটক ৬ 

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সম্পত্তি নিয়ে বিরোধে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভাই-বোনদের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে উপজেলার মিঠুরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। 

মৃত যুবকে নাম মো. সফিকুল ইসলাম বেপারী (৩০)। তিনি ওই গ্রামের কলিম উল্লাহ বেপারীর ছেলে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক। 

এ ঘটনায় আহতেরা হলেন—নিহতের ভাই আশিক বেপারী (২৩), রবি উদ্দিন (৪৫), মজনু প্রধানের ছেলে আজিজ প্রধান (২৮), সফি উল্লাহর ছেলে সিমা (৩০), বোন রিনা (৩৮) ও লিপি আক্তার (৩৫)। 

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সফিকুলের সঙ্গে তাঁর ভাই বোনদের পৈতৃক সম্পত্তি নিতে বিরোধ চলছিল। বৃহস্পতিবার তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে সফিকুলকে বেধড়ক মারপিট করেন তার ভাই, বোন ও ভগ্নিপতি। এ সময় সফিক গুরুতর আহত হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তবে সফিকুল ইসলাম মাদকাসক্ত ছিলেন জানিয়েছেন আটক ব্যক্তিরা

ওসি রবিউল হক জানান, মরদেহে অনেক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আটক ছয়জনকে আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত