কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
চার বছর আগে চট্টগ্রামের আনোয়ারায় বিএনপির মিছিলে হামলার অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ–অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খানসহ ১১২ জনের নামে মামলা হয়েছে। গতকাল সোমবার তৌহিদ মিয়া (৩৪) নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাত আরও এক থেকে দেড় শ জনকে আসামি করা হয়েছে।
চট্টগ্রামের (আনোয়ারা–বাঁশখালী) রেঞ্জের সহকারী পুলিশ সুপার মো. সোহানুর রহমান সোহাগ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
বাদী ২০২০ সালের ২০ অক্টোবর উপজেলার কালাবিবি দিঘির মোড়ে বিএনপির মিছিলে হামলার ঘটনায় এ মামলাটি দায়ের করেন তিনি। হামলায় সেই দিন তিনি আহত হয়েছেন বলেও এজাহারে উল্লেখ করেন।
মামলার আসামিরা হলেন–সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, সাবেক অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান, সাবেক ভূমিমন্ত্রীর ছোট ভাই আনিসুজ্জামান চৌধুরী রনি, উপজেলা চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক, ভাইস চেয়ারম্যান এম এ মান্নান মান্না, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এমএ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, ভূমিমন্ত্রীর একান্ত সচিব রিদওয়ানুল করিম চৌধুরী সায়েমসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের ১১২ জন নেতা কর্মীদের নাম রয়েছে।
এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘সাবেক ভূমিমন্ত্রী ও সাবেক অর্থ প্রতিমন্ত্রীসহ ১১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০০ / ১৫০ জনকে আসামি করে মামলা দায়ের হয়েছে। আমরা আইনি প্রক্রিয়া শুরু করেছি।’
এর আগে গত শুক্রবার সাবেক ভূমিমন্ত্রীসহ ১৫ জনের বিরুদ্ধে আনোয়ারা থানায় একটি অপহরণ মামলা করেন বারশত ইউনিয়নের বোয়ালিয়া দুধকুমড়া ৫ নম্বর ওয়ার্ডের এরশাদ নাবিল খান মোহাম্মদ এরশাদ (৩৯) নামে এক ব্যক্তি।
চার বছর আগে চট্টগ্রামের আনোয়ারায় বিএনপির মিছিলে হামলার অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ–অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খানসহ ১১২ জনের নামে মামলা হয়েছে। গতকাল সোমবার তৌহিদ মিয়া (৩৪) নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাত আরও এক থেকে দেড় শ জনকে আসামি করা হয়েছে।
চট্টগ্রামের (আনোয়ারা–বাঁশখালী) রেঞ্জের সহকারী পুলিশ সুপার মো. সোহানুর রহমান সোহাগ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
বাদী ২০২০ সালের ২০ অক্টোবর উপজেলার কালাবিবি দিঘির মোড়ে বিএনপির মিছিলে হামলার ঘটনায় এ মামলাটি দায়ের করেন তিনি। হামলায় সেই দিন তিনি আহত হয়েছেন বলেও এজাহারে উল্লেখ করেন।
মামলার আসামিরা হলেন–সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, সাবেক অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান, সাবেক ভূমিমন্ত্রীর ছোট ভাই আনিসুজ্জামান চৌধুরী রনি, উপজেলা চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক, ভাইস চেয়ারম্যান এম এ মান্নান মান্না, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এমএ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, ভূমিমন্ত্রীর একান্ত সচিব রিদওয়ানুল করিম চৌধুরী সায়েমসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের ১১২ জন নেতা কর্মীদের নাম রয়েছে।
এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘সাবেক ভূমিমন্ত্রী ও সাবেক অর্থ প্রতিমন্ত্রীসহ ১১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০০ / ১৫০ জনকে আসামি করে মামলা দায়ের হয়েছে। আমরা আইনি প্রক্রিয়া শুরু করেছি।’
এর আগে গত শুক্রবার সাবেক ভূমিমন্ত্রীসহ ১৫ জনের বিরুদ্ধে আনোয়ারা থানায় একটি অপহরণ মামলা করেন বারশত ইউনিয়নের বোয়ালিয়া দুধকুমড়া ৫ নম্বর ওয়ার্ডের এরশাদ নাবিল খান মোহাম্মদ এরশাদ (৩৯) নামে এক ব্যক্তি।
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়ন অভিযান চালিয়ে হাবিব টিটু (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তাঁর কাছ থেকে একটি এলজি উদ্ধার করা হয়।
১৩ মিনিট আগেকিশোরগঞ্জে যুবলীগ নেতা মো. রবিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে লতিবাবাদ ইউনিয়নের মুকসেদপুর বড়পুল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২৭ মিনিট আগেসিলেটের বিশ্বনাথে সড়কের পাশ থেকে এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তাঁর নাম-পরিচয় শনাক্ত হয়নি। বয়স আনুমানিক ৩২ বলে পুলিশ জানিয়েছে। গতকাল রোববার রাত ১০টার দিকে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের বাওনপুর-ধনপুর পীরের বাজার এলাকায় সড়কের পাশে ওই ব্যক্তির লাশ দেখতে পায় স্থানীয় লোকজন।
২ ঘণ্টা আগেরাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তার জন্য অক্সিলিয়ারি ফোর্স হিসেবে ৪২৬ জন ‘সহায়ক পুলিশ কর্মকর্তা’ নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রশিক্ষণ ছাড়াই তড়িঘড়ি করে নিয়োগ দেওয়ায় তাঁদের অনেকে নিজেদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে জানেন না।
৯ ঘণ্টা আগে