Ajker Patrika

টেকনাফে অপহৃত ৩ ব্যক্তিকে উদ্ধার, গ্রেপ্তার ২ 

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ২৭ মার্চ ২০২৩, ১৯: ০৯
টেকনাফে অপহৃত ৩ ব্যক্তিকে উদ্ধার, গ্রেপ্তার ২ 

কক্সবাজারের টেকনাফ ও উখিয়ার পাহাড়ি এলাকা থেকে অপহৃত তিন ব্যক্তিকে উদ্ধার করেছে র‍্যাব। এ সময় অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই সহোদরকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫-এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও সহকারী পুলিশ সুপার মো. সামশুল আলম খান।

তিনি আজকের পত্রিকাকে বলেন, টেকনাফের নতুন পল্লানপাড়া ও উখিয়ার কুতুপালংয়ের পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে র‍্যাব অপহৃত তিন ব্যক্তিকে উদ্ধার করেছে। তাঁরা হলেন আমান উল্লাহ (১৯), সিরাজুল মোবিন (১৮) ও আবু তাহের (২৭)। এ সময় অপহরণ ঘটনায় জড়িত থাকার অভিযোগে টেকনাফ মাঠপাড়া এলাকার নবী হোসেন (২৭) ও জাহিদ হোসেন ওরফে কাবিলাকে (২২) গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাবের সহকারী পরিচালক সামশুল আলম খান আরও বলেন, গত শনিবার (২৫ মার্চ) এক ব্যক্তি তাঁর ছেলে ও ছেলের বন্ধুকে অপহরণ করা হয়েছে বলে র‍্যাবের কাছে অভিযোগ করেন। অভিযোগে তিনি জানান, অপহরণকারীরা মুক্তিপণ হিসেবে ৫০ হাজার টাকা দাবি করেছে।

গতকাল (২৬ মার্চ) টেকনাফের নতুন পল্লানপাড়া পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে অপহরণ চক্রের মূল হোতা নবী হোসেন ও তাঁর ভাই জাহিদ হোসেনকে গ্রেপ্তার করা হয়। এরপর তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে শিকল দিয়ে বাঁধা অবস্থায় আমান উল্লাহ ও সিরাজুলকে উদ্ধার করেন র‍্যাব সদস্যরা। অপহরণের এ ঘটনায় টেকনাফ থানায় মামলা করেছেন ভুক্তভোগীর পরিবারের সদস্যরা।

এদিকে গত শনিবার বিকেলে উখিয়ার কুতুপালংয়ের পাহাড়ি এলাকা থেকে অপহৃত আবু তাহেরকেও উদ্ধার করেন র‍্যাব সদস্যরা। অপহরণ চক্রের মূল হোতা নবী হোসেন ও তাঁর ভাই জাহিদ হোসেনের কাছ থেকে দুটি রামদা, ২৫ ফুট শিকল, আটটি তালা, দুটি চাবির ছড়াসহ তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত