পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
বান্দরবানে পঞ্চম শ্রেণির শিশু ভানথাংপুই বমকে (১৩) হত্যার প্রতিবাদে জেলার পানছড়ি উপজেলার লোগাং আমতলিতে কালো ব্যাজ ধারণ ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। আগ্রাসনের শিকার শিশুদের আন্তর্জাতিক দিবস উপলক্ষে আজ মঙ্গলবার সকালে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশ নেয়।
অগ্রসর শিশু-কিশোর কেন্দ্রের পানছড়ি উপজেলা প্রতিনিধি রীতা চাকমার সভাপতিত্বে ও সুইটি চাকমার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ পানছড়ি উপজেলা শাখার সভাপতি সুনীলময় ত্রিপুরা।
সমাবেশে বক্তারা বলেন, ‘বান্দরবানে কেএনএফ দমনের নামে বম জাতিসত্তার জনগণের ওপর অমানবিক নির্যাতন করা হচ্ছে। ভানথাংপুই বমের মতো ছোট্ট একজন শিশুকেও গুলি করে হত্যা করা হয়েছে। একটি রাষ্ট্র তার দেশের সংখ্যালঘু বম জাতিসত্তার ওপর যে দমন-পীড়ন চালাচ্ছে, তা দেখে আমাদের অবাক হতে হয়।’
বক্তারা আরও বলেন, ‘আমরা এমন একটি রাষ্ট্রে বসবাস করছি, যে রাষ্ট্র আমাদের অধিকারহীন করে রেখে নিপীড়ন চালিয়ে যাচ্ছে। বান্দরবানে বম জাতিসত্তার গর্ভবতী নারীসহ শিশু-কিশোরদের গ্রেপ্তার-হত্যা করা হচ্ছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত বম শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে পারছে না। বম জাতির হয়ে জন্মগ্রহণ করা কি অপরাধ?’
এ সময় বক্তারা সরকারের কাছে পাহাড়ের শিশুদের আগ্রাসনের হাত থেকে রক্ষা করার অনুরোধ জানিয়ে বলেন, ‘আমরা সুষ্ঠু, সুন্দর পরিবেশে মানুষের মতো মানুষ হয়ে এই দেশকে সহযোগিতা করতে চাই।’
সমাবেশে বক্তব্য দেন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বরুণ চাকমা, শিক্ষার্থী প্রিটন চাকমা, রীনা চাকমা প্রমুখ।
বান্দরবানে পঞ্চম শ্রেণির শিশু ভানথাংপুই বমকে (১৩) হত্যার প্রতিবাদে জেলার পানছড়ি উপজেলার লোগাং আমতলিতে কালো ব্যাজ ধারণ ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। আগ্রাসনের শিকার শিশুদের আন্তর্জাতিক দিবস উপলক্ষে আজ মঙ্গলবার সকালে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশ নেয়।
অগ্রসর শিশু-কিশোর কেন্দ্রের পানছড়ি উপজেলা প্রতিনিধি রীতা চাকমার সভাপতিত্বে ও সুইটি চাকমার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ পানছড়ি উপজেলা শাখার সভাপতি সুনীলময় ত্রিপুরা।
সমাবেশে বক্তারা বলেন, ‘বান্দরবানে কেএনএফ দমনের নামে বম জাতিসত্তার জনগণের ওপর অমানবিক নির্যাতন করা হচ্ছে। ভানথাংপুই বমের মতো ছোট্ট একজন শিশুকেও গুলি করে হত্যা করা হয়েছে। একটি রাষ্ট্র তার দেশের সংখ্যালঘু বম জাতিসত্তার ওপর যে দমন-পীড়ন চালাচ্ছে, তা দেখে আমাদের অবাক হতে হয়।’
বক্তারা আরও বলেন, ‘আমরা এমন একটি রাষ্ট্রে বসবাস করছি, যে রাষ্ট্র আমাদের অধিকারহীন করে রেখে নিপীড়ন চালিয়ে যাচ্ছে। বান্দরবানে বম জাতিসত্তার গর্ভবতী নারীসহ শিশু-কিশোরদের গ্রেপ্তার-হত্যা করা হচ্ছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত বম শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে পারছে না। বম জাতির হয়ে জন্মগ্রহণ করা কি অপরাধ?’
এ সময় বক্তারা সরকারের কাছে পাহাড়ের শিশুদের আগ্রাসনের হাত থেকে রক্ষা করার অনুরোধ জানিয়ে বলেন, ‘আমরা সুষ্ঠু, সুন্দর পরিবেশে মানুষের মতো মানুষ হয়ে এই দেশকে সহযোগিতা করতে চাই।’
সমাবেশে বক্তব্য দেন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বরুণ চাকমা, শিক্ষার্থী প্রিটন চাকমা, রীনা চাকমা প্রমুখ।
চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৬ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৬ ঘণ্টা আগেরাত ১০টার দিকে ওই দুই যুবক মোটরসাইকেলে করে আড়ংঘাটা থানার লতার বাইপাস মোড় লিংক রোড থেকে বাইপাস মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময়ে আফিলগেট থেকে খুলনাগামী একটি বাস তাঁদের ধাক্কা দেয়।
৭ ঘণ্টা আগেনোয়াখালীর হাতিয়ায় গভীর রাতে বসতঘরে আগুন লেগে নিমাই চন্দ্র মজুমদার ও তাঁর স্ত্রী মিলনবালার মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারী) চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বিকেল ৫টায় নিমাই চন্দ্রের মৃত্যু হয়। হাসপাতালে পৌছার পর রাত ৯টার দিকে মিলন বালাও মারা যান।
৭ ঘণ্টা আগে