Ajker Patrika

রোহিঙ্গা ক্যাম্পে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ খুন

কক্সবাজার প্রতিনিধি
রোহিঙ্গা ক্যাম্পে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ খুন

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ আদিয়া খাতুন (২৫) নিহত হয়েছেন। 

আজ শুক্রবার সকালে উপজেলার হ্নীলা ইউনিয়নের আলীখালীর ২৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-৬ ব্লকে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন নুর কামাল। তিনি ওই ক্যাম্পের বাসিন্দা। 

আলীখালী ২৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি নুরুল আমিন বলেন, পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে নূর কামাল তাঁর স্ত্রীর পেটে ছুরিকাঘাত করে। এরপরই নুর কামাল পালিয়ে যায়। স্থানীয়রা আদিয়াকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রোহিঙ্গা শিবিরের হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 
 
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত