Ajker Patrika

টেকনাফ সৈকতে ২ দিনের ব্যবধানে অজ্ঞাত ৩ মরদেহ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
টেকনাফ সৈকতে ২ দিনের ব্যবধানে অজ্ঞাত ৩ মরদেহ

কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকতে জোয়ারের পানিতে ভেসে আসা আরও একটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ পাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ নিয়ে দুই দিনের ব্যবধানে তিনটি অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। 

এর আগে বুধবার সাবরাং মুণ্ডার ডেইল নৌকা ঘাট সমুদ্র সৈকত থেকে এক নারী ও বৃহস্পতিবার উখিয়ার ইনানী সমুদ্র সৈকতের পাটোয়ারটেক পয়েন্ট থেকে মাথাবিহীন এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। 

স্থানীয়রা জানান, শুক্রবার সকালে সমুদ্র সৈকতে জোয়ারের পানিতে অর্ধগলিত একটি মরদেহ ভেসে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। মরদেহের নাম–পরিচয় জানা যায়নি, তবে বয়স আনুমানিক ৩৫ বছর। 

তারা আরও জানান– ধারণা করা হচ্ছে, কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দারা পালিয়ে সাগরপথে মালয়েশিয়ায় পাড়ি জমাতে গিয়ে দুর্ঘটনার শিকার হতে পারেন। 

এ বিষয়ে জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন,  তিনদিনে ৩টি মরদেহ উদ্ধারের বিষয়টা গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। এর মধ্যে ক্লু উদ্‌ঘাটন করতে গিয়ে টেকনাফের সাবরাংয়ে যে নারীর মরদেহ পাওয়া গিয়েছে, তার কাছ থেকে মিয়ানমার ও মালয়েশিয়ার দুইটি মোবাইল নম্বর পাওয়া গেছে।’ 

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে, ট্রলার যোগে মিয়ানমার থেকে মালয়েশিয়া পাড়ি জমাতে গিয়ে দুর্ঘটনার মতো ঘটনা ঘটে থাকতে পারে। তবে নিশ্চিত না হওয়াতে তদন্ত কার্যক্রম পরিচালনা অব্যাহত রাখছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা। 

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম আজকের পত্রিকাকে বলেন, ‘সেন্টমার্টিন দ্বীপে একটি অর্ধগলিত মরদেহ ভেসে আসার খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছে। তবে, মরদেহের পরিচয় জানা যায়নি। মরদেহটির ফিঙ্গার প্রিন্ট ও ডিএনএ টেস্ট সংরক্ষণ করা হয়েছে।’ 

ওসি বলেন, ‘সুরতহাল প্রতিবেদন তৈরি করে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এর আগে সাবরাং মুন্ডার ডেইল এলাকার সৈকত থেকে আনুমানিক ৩৫ বছর বয়সী এক নারীর অজ্ঞাত মরদেহ উদ্ধার করা হলেও পরিচয় জানা যায়নি বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত