Ajker Patrika

চট্টগ্রামে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ফোনে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০১ জুন ২০২৩, ১৫: ২৭
চট্টগ্রামে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ফোনে হত্যার হুমকি

চট্টগ্রামে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযানের পর হত্যার হুমকি পেয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত। আজ বৃহস্পতিবার সকাল ৮টা ৪৬ ও ৪৮ মিনিটে দুবার কল করে তাঁকে এই হুমকি দেওয়া হয় বলে জেলা প্রশাসন থেকে জানানো হয়।

প্রতীক দত্ত জানান, ‍+৫৭২৫৮২৪৭৮ ও ‍+৮৮০১৯৪২২০৬০৩১ নম্বর থেকে ফোন দিয়ে এই হত্যার হুমকি দেওয়া হয়। তিনি বর্তমানে চট্টগ্রামের বাইরে আছেন।

জেলা প্রশাসক (ডিসি) আবুল কাশেম মো. ফখরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতীক দত্তকে হুমকির বিষয়ে আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি।’

জানা গেছে, এর আগে ভেজাল পণ্য ব্যবসায়ীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত, অবৈধ দখলদারদের বিরুদ্ধে টানা উচ্ছেদ অভিযান চালান প্রতীক দত্ত। সর্বশেষ গত ৩০ মে চট্টগ্রামে ইসলামি সমাজ কল্যাণ পরিষদে অভিযান চালান তিনি।

তবে ঠিক কোন ঘটনার পরিপ্রেক্ষিতে কে হুমকি দিয়েছেন তা নিশ্চিত হতে না পারলেও প্রতীক দত্তের ধারণা, এই হুমকি জামায়াত-শিবিরের কেউ দিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত