Ajker Patrika

নিখোঁজের ২ দিন পর ২৫ ফুট গভীর কূপ থেকে জীবিত উদ্ধার

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৩, ২২: ২৬
Thumbnail image

ফেনীর সোনাগাজীতে ২৫ ফুট গভীর পানির কূপ থেকে মানসিক ভারসাম্যহীন নিখোঁজ এক তরুণকে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তাঁর নাম দুর্জয় চন্দ্র দাস (১৯)। দুই দিন আগে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি। 

আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে বহদ্দারহাট এলাকায় চরচান্দিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়। পানির কূপটি বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সেচ প্রকল্পের। 

দুর্জয় একই এলাকার মিধুল চন্দ্র দাস ও প্রার্থনা রানী দম্পতির ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, এক নারী ঘটনাস্থলে কাজে গিয়েছিলেন। সে সময় তিনি কূপের ভেতর থেকে আওয়াজ পেয়ে এলাকাবাসীকে জানান। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন। 

পানির কূপে আটকা পড়া তরুণকে উদ্ধার করা হচ্ছে। ছবি: আজকের পত্রিকাসোনাগাজীর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জামিল আহমেদ জানান, বিএডিসির সেচপাম্পের কূপে এক ব্যক্তি আটকা পড়েছেন, এমন সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। সে সময় মই ও দড়ি ব্যবহার করে একজন ফায়ার ফাইটার কূপে নেমে আটকে পড়া দুর্জয় চন্দ্র দাসকে উদ্ধার করে ওপরে নিয়ে আসেন। তাঁকে সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। ধারণা করা হচ্ছে, তিনি দুই দিন ধরে সেখানে আটকা পড়েছিলেন। 

দুর্জয়ের মা প্রার্থনা রানী দাস জানান, তাঁর ছেলে মানসিক ভারসাম্যহীন। ৬ ডিসেম্বর বেলা ১১টার দিকে দুর্জয় বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। ছেলে নিখোঁজের ঘটনায় সোনাগাজী মডেল থানায় জানানো হয়। আজ দুপুরে ওই পানির কূপ থেকে তাঁকে জীবিত উদ্ধার করা হলো। 

উদ্ধার করার পর তরুণকে চিকিৎসা দেওয়া হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ছবি: আজকের পত্রিকাসোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্স কর্মরত ডা. উম্মে ফাতেমা জানান, দুর্জয় নামের একজনকে ফায়ার সার্ভিস উদ্ধার করে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করে। আহত দুর্জয় দুই দিন ধরে খাবার না খাওয়ার কারণে অনেকটা দুর্বল হয়ে পড়েন। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে। তিনি আশঙ্কামুক্ত। 

সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম মোবাইল ফোনে আজকের পত্রিকাকে জানান, ওই তরুণ নিখোঁজ হওয়ার বিষয়টি তাঁরা অবগত ছিলেন। তাঁর খোঁজ পেতে আজ সকালে এলাকায় মাইকিং করা হয়। এর মধ্যে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তাঁকে উদ্ধার করা হলো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত