নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা থেকে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় গৃহবধূর ব্যবহৃত মোবাইল ফোন থেকে একটি ভিডিও পায় পুলিশ। সেখানে স্বামী ও শাশুড়ির নির্যাতনে নিরুপায় হয়ে তিনি আত্মহত্যা করছেন বলে জানিয়েছিলেন।
আজ শুক্রবার বিকেলে বসুরহাট পৌরসভার ৭ নং ওয়ার্ডের ওয়াজ উদ্দিন ব্যাপারীর বাড়ি থেকে পুলিশ ওই গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে। এর আগে সকালে নিজ কক্ষ থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করে পরিবারের সদস্যরা।
গৃহবধূ মারজাহান আক্তার রিক্তা (২১) বসুরহাট পৌরসভা ৭ নং ওয়ার্ডের ওয়াজ উদ্দিন ব্যাপারী বাড়ির আবু নাছেরের মেয়ে এবং লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ এলাকার দক্ষিণ লতিফপুর গ্রামের ফয়সালের স্ত্রী। এই দম্পতির এক বছরের ছেলে সন্তান রয়েছে।
গৃহবধূর বাবা আবু নাছের বলেন, ‘আমি বিদেশ থাকাকালীন দুবছর আগে রিক্তা প্রেম করে বিয়ে করে। বিয়ের পর থেকে তাঁর স্বামী ও শাশুড়ি প্রায় তাঁকে শারীরিকভাবে নির্যাতন করত। স্বামী, শাশুড়ি ও ননদসহ তার শ্বশুর পরিবারের লোকজনের নির্যাতন সহ্য করতে না পেরে সে আজ দুপুরে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। আমার নাতি কান্না করলে আমি ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে প্রথমে রিক্তা বলে ডাকাডাকি করি। পরে কোনো সাড়া শব্দ না পেয়ে পরে দরজা খুলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। আমার মেয়েকে আত্মহত্যা করতে যারা বাধ্য করেছে তার সুষ্ঠু বিচার দাবি করছি।’
স্বজনদের বরাতে পুলিশ জানায়, পরিবারের লোকজন রিক্তাকে নামিয়ে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। রিক্তার ঘরে থাকা তাঁর মোবাইল ফোনে একটি ভিডিও রেকর্ড করে তিনি গলায় ফাঁস দেন।
মোবাইলের ওই ভিডিওতে রিক্তা জানান, তাঁর স্বামী, শাশুড়ি ও নানি শাশুড়ি তাঁকে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করতেন। তাই তিনি নিরুপায় হয়ে আত্মহত্যা করছেন। এ সময় তাঁর ছেলেকে সবাই দেখে রাখার শেষ অনুরোধ জানান রিক্তা।
বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, ‘ভিডিওটি আমরা উদ্ধার করেছি। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা থেকে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় গৃহবধূর ব্যবহৃত মোবাইল ফোন থেকে একটি ভিডিও পায় পুলিশ। সেখানে স্বামী ও শাশুড়ির নির্যাতনে নিরুপায় হয়ে তিনি আত্মহত্যা করছেন বলে জানিয়েছিলেন।
আজ শুক্রবার বিকেলে বসুরহাট পৌরসভার ৭ নং ওয়ার্ডের ওয়াজ উদ্দিন ব্যাপারীর বাড়ি থেকে পুলিশ ওই গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে। এর আগে সকালে নিজ কক্ষ থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করে পরিবারের সদস্যরা।
গৃহবধূ মারজাহান আক্তার রিক্তা (২১) বসুরহাট পৌরসভা ৭ নং ওয়ার্ডের ওয়াজ উদ্দিন ব্যাপারী বাড়ির আবু নাছেরের মেয়ে এবং লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ এলাকার দক্ষিণ লতিফপুর গ্রামের ফয়সালের স্ত্রী। এই দম্পতির এক বছরের ছেলে সন্তান রয়েছে।
গৃহবধূর বাবা আবু নাছের বলেন, ‘আমি বিদেশ থাকাকালীন দুবছর আগে রিক্তা প্রেম করে বিয়ে করে। বিয়ের পর থেকে তাঁর স্বামী ও শাশুড়ি প্রায় তাঁকে শারীরিকভাবে নির্যাতন করত। স্বামী, শাশুড়ি ও ননদসহ তার শ্বশুর পরিবারের লোকজনের নির্যাতন সহ্য করতে না পেরে সে আজ দুপুরে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। আমার নাতি কান্না করলে আমি ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে প্রথমে রিক্তা বলে ডাকাডাকি করি। পরে কোনো সাড়া শব্দ না পেয়ে পরে দরজা খুলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। আমার মেয়েকে আত্মহত্যা করতে যারা বাধ্য করেছে তার সুষ্ঠু বিচার দাবি করছি।’
স্বজনদের বরাতে পুলিশ জানায়, পরিবারের লোকজন রিক্তাকে নামিয়ে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। রিক্তার ঘরে থাকা তাঁর মোবাইল ফোনে একটি ভিডিও রেকর্ড করে তিনি গলায় ফাঁস দেন।
মোবাইলের ওই ভিডিওতে রিক্তা জানান, তাঁর স্বামী, শাশুড়ি ও নানি শাশুড়ি তাঁকে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করতেন। তাই তিনি নিরুপায় হয়ে আত্মহত্যা করছেন। এ সময় তাঁর ছেলেকে সবাই দেখে রাখার শেষ অনুরোধ জানান রিক্তা।
বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, ‘ভিডিওটি আমরা উদ্ধার করেছি। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজকে তাঁর ক্যাম্পাসের সামনেই নৃশংসভাবে কুপিয়ে, পিটিয়ে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডে অংশ নেয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র, অ-ছাত্র, কিশোর গ্যাংয়ের সদস্য। তাদের মধ্যে ১১ জনকে শনাক্ত করেছে পুলিশ।
১ মিনিট আগেজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা তিন দফা দাবিতে এবার কাঁথা–বালিশ নিয়ে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন। আজ সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
১০ মিনিট আগেপাবনার চাটমোহরে খাদ্যবান্ধব কর্মসূচির ৩০ বস্তা চালসহ আটক হওয়ার পর কৌশলে পালিয়ে গেছেন কৃষক দলের এক নেতা। আজ সোমবার দুপুরে পৌর শহরের জারদিস মোড়ে এ ঘটনা ঘটে। অভিযুক্ত সেলিম হোসেন ভাঙ্গুরা উপজেলার অষ্টমনীষা ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক।
১২ মিনিট আগেফ্যাসিস্ট বিচারপতিদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। আজ সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিট এই সমাবেশের আয়োজন করে।
২১ মিনিট আগে