Ajker Patrika

মোবাইলে রেখে যাওয়া ভিডিওতে স্বামী-শাশুড়ির নির্যাতনের অভিযোগ করে গৃহবধূর ‘আত্মহত্যা’

নোয়াখালী প্রতিনিধি
মোবাইলে রেখে যাওয়া ভিডিওতে স্বামী-শাশুড়ির নির্যাতনের অভিযোগ করে গৃহবধূর ‘আত্মহত্যা’

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা থেকে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় গৃহবধূর ব্যবহৃত মোবাইল ফোন থেকে একটি ভিডিও পায় পুলিশ। সেখানে স্বামী ও শাশুড়ির নির্যাতনে নিরুপায় হয়ে তিনি আত্মহত্যা করছেন বলে জানিয়েছিলেন। 

আজ শুক্রবার বিকেলে বসুরহাট পৌরসভার ৭ নং ওয়ার্ডের ওয়াজ উদ্দিন ব্যাপারীর বাড়ি থেকে পুলিশ ওই গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে। এর আগে সকালে নিজ কক্ষ থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করে পরিবারের সদস্যরা। 

গৃহবধূ মারজাহান আক্তার রিক্তা (২১) বসুরহাট পৌরসভা ৭ নং ওয়ার্ডের ওয়াজ উদ্দিন ব্যাপারী বাড়ির আবু নাছেরের মেয়ে এবং লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ এলাকার দক্ষিণ লতিফপুর গ্রামের ফয়সালের স্ত্রী। এই দম্পতির এক বছরের ছেলে সন্তান রয়েছে। 

গৃহবধূর বাবা আবু নাছের বলেন, ‘আমি বিদেশ থাকাকালীন দুবছর আগে রিক্তা প্রেম করে বিয়ে করে। বিয়ের পর থেকে তাঁর স্বামী ও শাশুড়ি প্রায় তাঁকে শারীরিকভাবে নির্যাতন করত। স্বামী, শাশুড়ি ও ননদসহ তার শ্বশুর পরিবারের লোকজনের নির্যাতন সহ্য করতে না পেরে সে আজ দুপুরে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। আমার নাতি কান্না করলে আমি ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে প্রথমে রিক্তা বলে ডাকাডাকি করি। পরে কোনো সাড়া শব্দ না পেয়ে পরে দরজা খুলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। আমার মেয়েকে আত্মহত্যা করতে যারা বাধ্য করেছে তার সুষ্ঠু বিচার দাবি করছি।’

স্বজনদের বরাতে পুলিশ জানায়, পরিবারের লোকজন রিক্তাকে নামিয়ে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। রিক্তার ঘরে থাকা তাঁর মোবাইল ফোনে একটি ভিডিও রেকর্ড করে তিনি গলায় ফাঁস দেন। 

মোবাইলের ওই ভিডিওতে রিক্তা জানান, তাঁর স্বামী, শাশুড়ি ও নানি শাশুড়ি তাঁকে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করতেন। তাই তিনি নিরুপায় হয়ে আত্মহত্যা করছেন। এ সময় তাঁর ছেলেকে সবাই দেখে রাখার শেষ অনুরোধ জানান রিক্তা। 

বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, ‘ভিডিওটি আমরা উদ্ধার করেছি। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত