লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে দাওয়াত না দেওয়ায় শিক্ষকদের মারধরের চেষ্টা ও হেনস্তার অভিযোগ পাওয়া গেছে। দালালবাজার ডিগ্রি কলেজ ব্যবসায় শিক্ষা শাখা ছাত্রদলের সাবেক সভাপতি সাঈদ সারোওয়ার শুভ ও তাঁর বাবা সদর (পশ্চিম) উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি আব্দুল আজিজের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে।
আজ সোমবার দুপুরে দালালবাজার ইউনিয়নের কামানখোলা অলিউল্যাহ মুসলিম পলিটেকনিক একাডেমিতে ঘটনাটি ঘটে। হেনস্তার শিকার হন প্রধান শিক্ষক সৈয়দ আহমেদ ভূঁইয়া ও সহকারী শিক্ষক সেলিম রেজা। সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, বিদ্যালয়ে বিদায় অনুষ্ঠান চলার সময় শুভ একটি পাইপ হাতে নিয়ে সেখানে গিয়ে শিক্ষক সেলিম রেজাকে মারধরের চেষ্টা করেন। তখন শিক্ষার্থীরা তাঁকে বাধা দেন।
শিক্ষকদের সূত্রে জানা গেছে, বিদায় অনুষ্ঠানে দাওয়াত না পেয়ে শুভ হামলা করতে এসেছিলেন। একপর্যায়ে তিনি গালমন্দ করে চলে যান। পরে শুভর বাবা আজিজ এসে কক্ষে ঢুকে প্রধান শিক্ষক সৈয়দ আহমেদের ওপর ক্ষিপ্ত হন।
শিক্ষক সেলিম বলেন, ‘পাইপ হাতে শুভ অনুষ্ঠানস্থলে এসে আমাকে মারধরের চেষ্টা করে। শিক্ষার্থীদের বাধায় আমাকে মারতে পারেনি। তবে অশ্লীল ভাষায় গালাগাল করেছে।’
প্রধান শিক্ষক সৈয়দ আহমেদ বলেন, ‘শুভ আমাকেও মারার জন্য তেড়ে এসেছিল। মারতে না পেরে গালাগাল করে। তার বাবা আজিজ এসেও আমাকে মারধরের চেষ্টা করেছে।’
এ বিষয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মাকসুদুর রহমান বলেন, ‘শুনেছি বিদায় অনুষ্ঠানে দাওয়াত না পেয়ে শুভ শিক্ষকদের সঙ্গে খারাপ আচরণ করতে চেয়েছে। ঘটনাটি নিন্দনীয়।’
জানতে চাইলে শুভ অভিযোগের উত্তর না দিয়ে বলেন, ‘প্রধান শিক্ষক সৈয়দ আহমেদ আওয়ামী লীগের দোসর। তাকে বিদ্যালয়ে রাখা যাবে না।’ অন্যদিকে আজিজও প্রধান শিক্ষককে আওয়ামী লীগের দোসর দাবি করে জানান, তিনি বিগত দিনে স্কুলের আয়-ব্যয়ের হিসাব স্বচ্ছভাবে দেননি। সব লুটপাট করে খেয়েছেন। এখনো একই কাজ করে যাচ্ছেন।
এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা বলেন, ‘ঘটনাটি আমার জানা নেই। শিক্ষকেরা কোনো অভিযোগও দেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
লক্ষ্মীপুরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে দাওয়াত না দেওয়ায় শিক্ষকদের মারধরের চেষ্টা ও হেনস্তার অভিযোগ পাওয়া গেছে। দালালবাজার ডিগ্রি কলেজ ব্যবসায় শিক্ষা শাখা ছাত্রদলের সাবেক সভাপতি সাঈদ সারোওয়ার শুভ ও তাঁর বাবা সদর (পশ্চিম) উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি আব্দুল আজিজের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে।
আজ সোমবার দুপুরে দালালবাজার ইউনিয়নের কামানখোলা অলিউল্যাহ মুসলিম পলিটেকনিক একাডেমিতে ঘটনাটি ঘটে। হেনস্তার শিকার হন প্রধান শিক্ষক সৈয়দ আহমেদ ভূঁইয়া ও সহকারী শিক্ষক সেলিম রেজা। সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, বিদ্যালয়ে বিদায় অনুষ্ঠান চলার সময় শুভ একটি পাইপ হাতে নিয়ে সেখানে গিয়ে শিক্ষক সেলিম রেজাকে মারধরের চেষ্টা করেন। তখন শিক্ষার্থীরা তাঁকে বাধা দেন।
শিক্ষকদের সূত্রে জানা গেছে, বিদায় অনুষ্ঠানে দাওয়াত না পেয়ে শুভ হামলা করতে এসেছিলেন। একপর্যায়ে তিনি গালমন্দ করে চলে যান। পরে শুভর বাবা আজিজ এসে কক্ষে ঢুকে প্রধান শিক্ষক সৈয়দ আহমেদের ওপর ক্ষিপ্ত হন।
শিক্ষক সেলিম বলেন, ‘পাইপ হাতে শুভ অনুষ্ঠানস্থলে এসে আমাকে মারধরের চেষ্টা করে। শিক্ষার্থীদের বাধায় আমাকে মারতে পারেনি। তবে অশ্লীল ভাষায় গালাগাল করেছে।’
প্রধান শিক্ষক সৈয়দ আহমেদ বলেন, ‘শুভ আমাকেও মারার জন্য তেড়ে এসেছিল। মারতে না পেরে গালাগাল করে। তার বাবা আজিজ এসেও আমাকে মারধরের চেষ্টা করেছে।’
এ বিষয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মাকসুদুর রহমান বলেন, ‘শুনেছি বিদায় অনুষ্ঠানে দাওয়াত না পেয়ে শুভ শিক্ষকদের সঙ্গে খারাপ আচরণ করতে চেয়েছে। ঘটনাটি নিন্দনীয়।’
জানতে চাইলে শুভ অভিযোগের উত্তর না দিয়ে বলেন, ‘প্রধান শিক্ষক সৈয়দ আহমেদ আওয়ামী লীগের দোসর। তাকে বিদ্যালয়ে রাখা যাবে না।’ অন্যদিকে আজিজও প্রধান শিক্ষককে আওয়ামী লীগের দোসর দাবি করে জানান, তিনি বিগত দিনে স্কুলের আয়-ব্যয়ের হিসাব স্বচ্ছভাবে দেননি। সব লুটপাট করে খেয়েছেন। এখনো একই কাজ করে যাচ্ছেন।
এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা বলেন, ‘ঘটনাটি আমার জানা নেই। শিক্ষকেরা কোনো অভিযোগও দেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
কুড়িগ্রামের সদর উপজেলায় এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম করেছে যুবদলের কর্মীরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের রায়পুর বাজারে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেগাজীপুরের কালিয়াকৈরে দিনদুপুরে প্রবাসীকে আটকে ১৪ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। আজ বুধবার দুপুরে কালিয়াকৈর-ধামরাই সড়কের সাহেববাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রবাসী জাকির হোসেন বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দিয়েছেন।
১ ঘণ্টা আগেসাভারের আশুলিয়ায় বৃষ্টির পানিতে ডুবে থাকা নালায় লেগুনা উল্টে দুই পোশাকশ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন যাত্রী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায় ফায়ার সার্ভিস। আজ বুধবার সন্ধ্যায় আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের জামগড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেরাজধানীর মিরপুর ১১ নম্বরে আবু বক্কর নামের এক শিশুর (৪) পায়ুপথ দিয়ে বাতাস প্রবেশ করানোর পর অচেতন হয়ে পড়ে। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে মিরপুর বাউনিয়াবাদ এলাকার একটি মোটর গ্যারেজে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে