Ajker Patrika

ফেনী সীমান্তে গরু ও বিদেশি বিভিন্ন পণ্য জব্দ করল বিজিবি

ফেনী প্রতিনিধি
ফেনী সীমান্ত এলাকা থেকে ভারতীয় গরু, বিভিন্ন ধরনের বিদেশি পণ্যসহ প্রায় ১ কোটি টাকার মালপত্র জব্দ করেছে বিজিবি। ছবি: আজকের পত্রিকা
ফেনী সীমান্ত এলাকা থেকে ভারতীয় গরু, বিভিন্ন ধরনের বিদেশি পণ্যসহ প্রায় ১ কোটি টাকার মালপত্র জব্দ করেছে বিজিবি। ছবি: আজকের পত্রিকা

ফেনী সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ভারতীয় গরু, বিভিন্ন ধরনের বিদেশি পণ্যসহ প্রায় ১ কোটি টাকার মালপত্র জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। রোববার (২৫ মে) সকালে ফেনী জেলার ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে এসব মালপত্র জব্দ করা হয়।

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এক বিজ্ঞপ্তিতে জানায়, সীমান্তবর্তী এলাকাগুলোতে চোরাচালানবিরোধী টহলের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ভারতীয় গরু, সিগারেট, বিভিন্ন ধরনের ওষুধ, পান, মসলা, ভারতীয় শাড়ি ও ফেসওয়াশ উদ্ধার করা হয়। জব্দ করা মালপত্রের বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা।

বিজিবির ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধ ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে আমাদের আভিযানিক তৎপরতা অব্যাহত রয়েছে। চোরাচালানের বিরুদ্ধে বিজিবির কঠোর অবস্থান ভবিষ্যতেও বজায় থাকবে।’

মোহাম্মদ মোশারফ হোসেন আরও জানান, জব্দ করা মালপত্র স্থানীয় কাস্টম অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এনবিআরে আন্দোলন: শাস্তি পেতে পারেন তিন শতাধিক কর্মকর্তা-কর্মচারী

প্রধান প্রকৌশলীকে কারণ দর্শানোর নোটিশ, ইইডিতে তোলপাড়

সাবেক আইজির রাজসাক্ষী হওয়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পুলিশে

গোপালগঞ্জে হামলার ঘটনায় ফেসবুকে সরব ইসলামপুরের পলাতক আওয়ামী নেতারা

সরকারি চাকরির নিয়োগে রাজনৈতিক পরিচয় জানতে চাওয়া হবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত