চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার নাঙ্গলকোটে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়াসহ দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে বের করা মিছিলে হামলা চালিয়েছেন ওই আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়ার অনুসারীরা। এ সময় গুলি ও ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। ঘটনার সময় ১০ জন আহত হয়েছেন বলে দাবি করেছেন নাঙ্গলকোট পৌরসভা বিএনপির সাবেক সভাপতি নুরুল আমিন জসিম।
আজ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার অনুসারীরা দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে হওয়া মামলার প্রতিবাদে নাঙ্গলকোট বাজারে বিক্ষোভ মিছিল আয়োজন করে। বিক্ষোভ মিছিলটি ব্যাংক চত্বরে এলে চতুর্দিক থেকে ককটেল ও ইটপাটকেল নিক্ষেপ করে গফুর ভূঁইয়ার অনুসারীরা।
নাঙ্গলকোট পৌর বিএনপির সাবেক সভাপতি নুরুল আমিন জসিম বলেন, গফুর ভূঁইয়ার অনুসারীরা সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন মুকুল ও যুবদল নেতা তাজুল ইসলামের নেতৃত্বে এ হামলা চালায়। হামলার সময় বাজারে থাকা সাধারণ মানুষ ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন। ব্যবসায়ীরা তাঁদের দোকানপাট বন্ধ করে দেন।
জসিম আরও বলেন, ‘আমাদের নেতা মোবাশ্বের আলম ভূঁইয়াসহ নেতা-কর্মীদের বিরুদ্ধে করা মিথ্যা মামলার প্রতিবাদে আমরা নাঙ্গলকোট পুরাতন হাসপাতাল থেকে প্রতিবাদ মিছিল নিয়ে নাঙ্গলকোট বাজারের মধ্যখানে এলে গফুর ভূঁইয়ার সন্ত্রাসী বাহিনী অস্ত্র নিয়ে আমাদের ওপর ককটেল, ইটপাটকেল নিক্ষেপ ও গুলি করে। এতে আমাদের অন্তত ১০ জন নেতা-কর্মী আহত হয়েছেন। আমার ছেলে ওমর সাদিও সেখানে হামলার শিকার হয়েছে। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’
আহত অন্যরা হলেন উপজেলার বাইয়ারা গ্রামের ছাত্রদল নেতা নোমান, পৌরসভা ছাত্রদল নেতা জিয়াউর রহমান, ঢালুয়া ইউনিয়ন ছাত্রদল নেতা আকরাম ও ফারাবি। অন্যদের নাম জানা যায়নি। আহতরা নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন।
সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়া রাত সাড়ে ১০টায় বলেন, ‘আমি লাকসামে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জনসভায় ছিলাম। শুনেছি মোবাশ্বেরের লোকজন মিছিল বের করলে স্থানীয় জনতা তাদের মিছিলে হামলা করেছে। এতে আমার অনুসারীরা জড়িত নয়।’
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক বলেন, ‘খবর শুনে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসি। এখন পরিস্থিতি শান্ত আছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ করেনি।’
কুমিল্লার নাঙ্গলকোটে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়াসহ দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে বের করা মিছিলে হামলা চালিয়েছেন ওই আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়ার অনুসারীরা। এ সময় গুলি ও ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। ঘটনার সময় ১০ জন আহত হয়েছেন বলে দাবি করেছেন নাঙ্গলকোট পৌরসভা বিএনপির সাবেক সভাপতি নুরুল আমিন জসিম।
আজ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার অনুসারীরা দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে হওয়া মামলার প্রতিবাদে নাঙ্গলকোট বাজারে বিক্ষোভ মিছিল আয়োজন করে। বিক্ষোভ মিছিলটি ব্যাংক চত্বরে এলে চতুর্দিক থেকে ককটেল ও ইটপাটকেল নিক্ষেপ করে গফুর ভূঁইয়ার অনুসারীরা।
নাঙ্গলকোট পৌর বিএনপির সাবেক সভাপতি নুরুল আমিন জসিম বলেন, গফুর ভূঁইয়ার অনুসারীরা সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন মুকুল ও যুবদল নেতা তাজুল ইসলামের নেতৃত্বে এ হামলা চালায়। হামলার সময় বাজারে থাকা সাধারণ মানুষ ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন। ব্যবসায়ীরা তাঁদের দোকানপাট বন্ধ করে দেন।
জসিম আরও বলেন, ‘আমাদের নেতা মোবাশ্বের আলম ভূঁইয়াসহ নেতা-কর্মীদের বিরুদ্ধে করা মিথ্যা মামলার প্রতিবাদে আমরা নাঙ্গলকোট পুরাতন হাসপাতাল থেকে প্রতিবাদ মিছিল নিয়ে নাঙ্গলকোট বাজারের মধ্যখানে এলে গফুর ভূঁইয়ার সন্ত্রাসী বাহিনী অস্ত্র নিয়ে আমাদের ওপর ককটেল, ইটপাটকেল নিক্ষেপ ও গুলি করে। এতে আমাদের অন্তত ১০ জন নেতা-কর্মী আহত হয়েছেন। আমার ছেলে ওমর সাদিও সেখানে হামলার শিকার হয়েছে। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’
আহত অন্যরা হলেন উপজেলার বাইয়ারা গ্রামের ছাত্রদল নেতা নোমান, পৌরসভা ছাত্রদল নেতা জিয়াউর রহমান, ঢালুয়া ইউনিয়ন ছাত্রদল নেতা আকরাম ও ফারাবি। অন্যদের নাম জানা যায়নি। আহতরা নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন।
সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়া রাত সাড়ে ১০টায় বলেন, ‘আমি লাকসামে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জনসভায় ছিলাম। শুনেছি মোবাশ্বেরের লোকজন মিছিল বের করলে স্থানীয় জনতা তাদের মিছিলে হামলা করেছে। এতে আমার অনুসারীরা জড়িত নয়।’
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক বলেন, ‘খবর শুনে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসি। এখন পরিস্থিতি শান্ত আছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ করেনি।’
বিশাল সেতু। তারই দুই পাশে পাড় দখল করে স্থাপনা নির্মাণের হিড়িক পড়েছে। কেউ নির্মাণ করছে বাড়ি। কেউ কেউ নির্মাণ করছে দোকানপাট। এ ছাড়া মাটি কেটে নিজেদের ইচ্ছামাফিক সীমানা তৈরি করে সেতুর জমি ভোগদখল করছে। স্থাপনা নির্মাণের জন্য কেউ কেউ সেতুর সিসি ব্লকও কেটে ফেলেছে।
৪ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ছিলেন জান মোহাম্মদ। এই প্রতিষ্ঠানের খাদ্য পরিদর্শক ও সদর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাকিলা নাসরিন। এই দুজনের নেতৃত্বে গড়ে উঠেছে দুর্নীতির সিন্ডিকেট। এই সিন্ডিকেট ভাঙতে জান মোহাম্মদকে বদলি করা হয়েছে। তবে তিনি নতুন কর্মস্থলে যোগ না দিয়ে...
১৭ মিনিট আগেফুটে আছে জারুল, কৃষ্ণচূড়া, হিজল, সোনালু, বন বেলি। দিনে ক্যাম্পাসজুড়ে এমন ফুল চোখে পড়ছে। আর রাতে আলোর রোশনাই। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক হয়ে ভেতরে ঢুকলেই চোখে পড়বে আলোর ঝলকানি। প্রতিটি ভবনে করা হয়েছে লাল-নীল রঙের আলোকসজ্জা। এই চিত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি)।
২৬ মিনিট আগেনারীবিষয়ক সংস্কার কমিশনের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিবৃতি দিয়েছেন দেশের ১১০ জন নাগরিক। সোমবার (১২ মে) বিকেলে গণমাধ্যমে এই যৌথ বিবৃতি পাঠানো হয়েছে। ১১০ জন নাগরিকের পক্ষ থেকে বিবৃতিটি পাঠিয়েছেন প্রকাশনা ও থিয়েটারকর্মী নাজিফা তাসনিম খানম তিশা।
৩ ঘণ্টা আগে