Ajker Patrika

থানচিতে সোনালী ব্যাংকে দুই দফায় কেএনএফের হামলা, পুলিশের পাল্টা গুলি

বান্দরবান প্রতিনিধি
আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ০০: ৪৯
থানচিতে সোনালী ব্যাংকে দুই দফায় কেএনএফের হামলা, পুলিশের পাল্টা গুলি

বান্দরবানের থানচির সোনালী ব্যাংকে দুই দফায় হামলা চালিয়েছে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)। আজ বৃহস্পতিবার এ হামলা চালানো হয়। 

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমি এ তথ্য নিশ্চিত করেছেন। 

রায়হান কাজেমি বলেন, থানচির সোনালী ব্যাংকে অস্ত্র লুটের জন্য দুই দফায় হামলা করেছে কেএনএফ। এ সময় কেএনএফ সদস্যদের প্রতিরোধ করতে পুলিশ পাল্টা গুলি করে।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দীন রাত পৌনে ১১টায় আজকের পত্রিকাকে বলেন, ‘পুলিশের সঙ্গে গুলি বিনিময় হয়েছে, তবে পুলিশের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। স্থানীয় কেউ গুলিবিদ্ধ হয়েছে কিনা জানতে পারিনি।’ 

পুলিশ কত রাউন্ড গুলি ছুড়েছে এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা এখনো গুলির বিষয়টি হিসেব করিনি।’

থানচি উপজেলা চেয়ারম্যান থোয়াইহ্লা মং মারমা বলেন, আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় থানচি বাজারের আশপাশে প্রচুর গুলিবিনিময় হয়। থানচি বাজারের পেছনের শাহজাহান পাড়ার দিক থেকে দফায় দফায় গুলির শব্দ ভেসে আসে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত গোলাগুলি চলছে। থানচি বাজারে গোলাগুলির কারণে বাজারের ব্যবসায়ী ও স্থানীয়রা সাঙ্গু নদীর পাড়সহ বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছেন। 

স্থানীয় সূত্র জানায়, অর্ধশতাধিক কেএনএফের নারী ও পুরুষ সদস্য এই সশস্ত্র আক্রমণ করেছে। 

গতকাল বুধবার দুপুর ১টার দিকে বান্দরবানের থানচিতে সোনালী ও কৃষি ব্যাংকে সশস্ত্র হামলা চালায় কেএনএফ। এর আগে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকেও বান্দরবানের রুমা উপজেলায় সোনালী ব্যাংকে হামলার ঘটনা ঘটে।

এদিকে কেএনএফের সঙ্গে শান্তি আলোচনা স্থগিতের ঘোষণা দিয়েছেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও শান্তি কমিটির আহব্বায়ক ক্য শৈ হ্লা। সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা করেন।

ক্য শৈ হ্লা বলেন, কেএনএফ সদস্যদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য ২০২৩ সালের ২৯ মে বিভিন্ন জাতিগোষ্ঠীর নেতৃবৃন্দের উপস্থিতিতে অরুণ সারকী টাউন হলে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এরই ধারাবাহিকতায় ওই বছরের ৯ জুন স্থানীয় নেতৃবৃন্দের সমন্বয়ে ১৮ সদস্যবিশিষ্ট একটি শান্তি প্রতিষ্ঠা কমিটি গঠিত হয়।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত