Ajker Patrika

চট্টগ্রামে বাসায় ঢুকে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ১৪: ৫৪
চট্টগ্রামে বাসায় ঢুকে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে বাসায় ঢুকে সুমন সাহা (২৬) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার মধ্যরাতে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার রিয়াজউদ্দিন বাজারে আরএস টাওয়ারের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। সুমন ওই বাসায় ব্যাচেলর হিসেবে ভাড়া থাকতেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি জোনের সহকারী কমিশনার (এসি) অতনু চক্রবর্তী হত্যাকাণ্ডের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ বিষয়ে আজ মঙ্গলবার বেলা ৩টায় সিএমপি উপকমিশনার (দক্ষিণ) কার্যালয়ে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে বিস্তারিত জানানো হবে।

পুলিশ জানায়, সুমন যে ব্যাচেলর বাসায় থাকতেন, সেখানে রাতে কিছু লোক তাঁর বাসায় আসে। সুমন মাদকসেবী ছিলেন। ধারণা করা হচ্ছে, মাদক ও চোরাচালানের বিষয়ে কোনো বিরোধ থেকে তাঁকে মারধর করা হয়। মারধরে সুমন অসুস্থ হয়ে পড়লে তাঁর মামাকে ফোন করে সেখানে ডেকে নেয় অন্যরা। পরে সুমনকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

তাঁর শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারা দেশে আরও ১০ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা

‘আজ বুঝলাম, সময়ের কাছে মানুষ কত অসহায়’—মৃত্যুর আগে স্ট্যাটাস স্বেচ্ছাসেবক লীগ নেতার

পাথর দিয়ে মাথা থেঁতলে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় চারজন গ্রেপ্তার

রামদা হাতে ভাইরাল সেই সাবেক যুবদল নেতাকে গুলি ও পায়ের রগ কেটে হত্যা

জগন্নাথপুরে এসএসসিতে সর্বোচ্চ নম্বর পাওয়া রাইদা হতে চায় চিকিৎসক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত