নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও চট্টগ্রাম
যুক্তরাষ্ট্রে গুলিতে বাংলাদেশি শিক্ষার্থী ইয়াজ উদ্দিন রমিম (২২) নিহত হওয়ার ঘটনায় চট্টগ্রামে প্রতিবাদ সমাবেশ হয়েছে। এই সমাবেশ থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের প্রতি তাঁর দেশে মানবাধিকার প্রতিষ্ঠার এবং দেশটিতে পুলিশের গুলিতে যত হত্যাকাণ্ড ঘটে, সবগুলোর বিচারের দাবি জানানো হয়। চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে গতকাল শুক্রবার বিকেলে ‘আমরা চট্টগ্রামবাসী’ নামের একটি সংগঠন এই সমাবেশের আয়োজন করে।
এদিকে বাংলাদেশি ওই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় শোক জানিয়েছে ঢাকায় মার্কিন দূতাবাস। গত বৃহস্পতিবার বিকেলে দূতাবাসের ফেসবুক পেজে এক বিবৃতিতে এ শোক জানানো হয়।
যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইস শহরে কর্মস্থল বিপি গ্যাস স্টেশনে গত মঙ্গলবার বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টার দিকে ইয়াজ উদ্দিন রমিমকে গুলি করে হত্যা করা হয়। নিহত রমিম চট্টগ্রামের মিরসরাই উপজেলার ভালুকিয়া এলাকার বাদশাহ মিয়া সওদাগর বাড়ির প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সামছুদ্দিন আহমেদের দ্বিতীয় ছেলে। সেন্ট লুইস শহরের পার্কওয়ে সেন্ট্রাল হাইস্কুল থেকে স্নাতক শেষ করে রমিম কমিউনিটি কলেজে কম্পিউটার সায়েন্সে পড়ালেখা করছিলেন। পাশাপাশি বিপি গ্যাস স্টেশনে কাজ করতেন।
চট্টগ্রামে আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে চট্টগ্রাম প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি চৌধুরী ফরিদ বলেন, ‘১৮ জুলাই যুক্তরাষ্ট্রে এক নির্মম ঘটনা ঘটে গেছে। একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান, যে পড়ালেখা করতে আমেরিকায় গিয়েছিল, পড়ালেখার পাশাপাশি একটি পেট্রোলপাম্পেও চাকরি করত সে, প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করেছে।’ চৌধুরী ফরিদ আরও বলেন, ‘ভাবতে অবাক লাগে, কষ্ট হয়, আমেরিকার মতো দেশে বাংলাদেশের সন্তানদের আজ কোনো নিরাপত্তা নেই। কিন্তু সেই আমেরিকা আজ বাংলাদেশের মানবাধিকারের কথা বলে, অথচ তাদের দেশে কোনো মানবাধিকার নেই। বাইডেন প্রশাসনকে বলব, প্রতিবছর ১ হাজার ও প্রতিদিন তিনজন মানুষ যে পুলিশের গুলিতে মারা যায়, আগে তাদের বিচার করুন।
আপনারা যে মানবাধিকারের কথা বলেন, নিজের দেশে মানবাধিকার প্রতিষ্ঠা করুন।’
নিহত রমিমের বড় ভাই রিয়াজ আহমেদ আসিফ সমাবেশে বলেন, ‘আমেরিকার মতো উন্নত দেশে ডাকাতদের গুলিতে আমার ছোট ভাইকে মরতে হলো। পুলিশ কাস্টডি থেকে যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, সে পালিয়ে গেছে। পুলিশ কাস্টডি থেকে একজন হত্যাকাণ্ডের আসামি কীভাবে পালিয়ে যায়? আমেরিকার মতো দেশে বাংলাদেশের একজন ছাত্র নিরাপত্তা না পেয়ে মৃত্যুবরণ করে। আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই।’
মার্কিন দূতাবাসের শোক
এদিকে শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় শোক জানিয়ে ফেসবুকে দেওয়া বিবৃতিতে ঢাকায় মার্কিন দূতাবাস বলেছে, ‘যুক্তরাষ্ট্রের মিসৌরির সেন্ট লুইসে ডাকাতদের গুলিতে মর্মান্তিকভাবে নিহত ২২ বছর বয়সী বাংলাদেশি শিক্ষার্থীর পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানাচ্ছি। আমরা প্রত্যাশা করছি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই নির্মম হত্যাকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে অপরাধীদের বিচারের আওতায় আনবে।’
যুক্তরাষ্ট্রে গুলিতে বাংলাদেশি শিক্ষার্থী ইয়াজ উদ্দিন রমিম (২২) নিহত হওয়ার ঘটনায় চট্টগ্রামে প্রতিবাদ সমাবেশ হয়েছে। এই সমাবেশ থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের প্রতি তাঁর দেশে মানবাধিকার প্রতিষ্ঠার এবং দেশটিতে পুলিশের গুলিতে যত হত্যাকাণ্ড ঘটে, সবগুলোর বিচারের দাবি জানানো হয়। চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে গতকাল শুক্রবার বিকেলে ‘আমরা চট্টগ্রামবাসী’ নামের একটি সংগঠন এই সমাবেশের আয়োজন করে।
এদিকে বাংলাদেশি ওই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় শোক জানিয়েছে ঢাকায় মার্কিন দূতাবাস। গত বৃহস্পতিবার বিকেলে দূতাবাসের ফেসবুক পেজে এক বিবৃতিতে এ শোক জানানো হয়।
যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইস শহরে কর্মস্থল বিপি গ্যাস স্টেশনে গত মঙ্গলবার বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টার দিকে ইয়াজ উদ্দিন রমিমকে গুলি করে হত্যা করা হয়। নিহত রমিম চট্টগ্রামের মিরসরাই উপজেলার ভালুকিয়া এলাকার বাদশাহ মিয়া সওদাগর বাড়ির প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সামছুদ্দিন আহমেদের দ্বিতীয় ছেলে। সেন্ট লুইস শহরের পার্কওয়ে সেন্ট্রাল হাইস্কুল থেকে স্নাতক শেষ করে রমিম কমিউনিটি কলেজে কম্পিউটার সায়েন্সে পড়ালেখা করছিলেন। পাশাপাশি বিপি গ্যাস স্টেশনে কাজ করতেন।
চট্টগ্রামে আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে চট্টগ্রাম প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি চৌধুরী ফরিদ বলেন, ‘১৮ জুলাই যুক্তরাষ্ট্রে এক নির্মম ঘটনা ঘটে গেছে। একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান, যে পড়ালেখা করতে আমেরিকায় গিয়েছিল, পড়ালেখার পাশাপাশি একটি পেট্রোলপাম্পেও চাকরি করত সে, প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করেছে।’ চৌধুরী ফরিদ আরও বলেন, ‘ভাবতে অবাক লাগে, কষ্ট হয়, আমেরিকার মতো দেশে বাংলাদেশের সন্তানদের আজ কোনো নিরাপত্তা নেই। কিন্তু সেই আমেরিকা আজ বাংলাদেশের মানবাধিকারের কথা বলে, অথচ তাদের দেশে কোনো মানবাধিকার নেই। বাইডেন প্রশাসনকে বলব, প্রতিবছর ১ হাজার ও প্রতিদিন তিনজন মানুষ যে পুলিশের গুলিতে মারা যায়, আগে তাদের বিচার করুন।
আপনারা যে মানবাধিকারের কথা বলেন, নিজের দেশে মানবাধিকার প্রতিষ্ঠা করুন।’
নিহত রমিমের বড় ভাই রিয়াজ আহমেদ আসিফ সমাবেশে বলেন, ‘আমেরিকার মতো উন্নত দেশে ডাকাতদের গুলিতে আমার ছোট ভাইকে মরতে হলো। পুলিশ কাস্টডি থেকে যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, সে পালিয়ে গেছে। পুলিশ কাস্টডি থেকে একজন হত্যাকাণ্ডের আসামি কীভাবে পালিয়ে যায়? আমেরিকার মতো দেশে বাংলাদেশের একজন ছাত্র নিরাপত্তা না পেয়ে মৃত্যুবরণ করে। আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই।’
মার্কিন দূতাবাসের শোক
এদিকে শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় শোক জানিয়ে ফেসবুকে দেওয়া বিবৃতিতে ঢাকায় মার্কিন দূতাবাস বলেছে, ‘যুক্তরাষ্ট্রের মিসৌরির সেন্ট লুইসে ডাকাতদের গুলিতে মর্মান্তিকভাবে নিহত ২২ বছর বয়সী বাংলাদেশি শিক্ষার্থীর পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানাচ্ছি। আমরা প্রত্যাশা করছি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই নির্মম হত্যাকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে অপরাধীদের বিচারের আওতায় আনবে।’
ফরিদপুরের ভাঙ্গায় পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের কোপে জখম তিন যুবকের মধ্যে আরেকজন মারা গেছেন। তাঁর নাম রায়হান শেখ। তিনি আজিমনগর ইউনিয়নের থানমাত্তা গ্রামের ফখরুদ্দিন শেখের ছেলে। আজ বুধবার আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন।
১ সেকেন্ড আগেগাজীপুরের শ্রীপুরে মিথ্যা মামলার ভয়ে বনজঙ্গল ও মানুষের বাড়িতে আত্মগোপনে থেকে মানবেতর জীবন যাপন করছেন দুই ভাই। তাঁদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা করছেন আপন চাচা। আজ বুধবার বিকেলে শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া গ্রামে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন ভুক্তভোগী দুই ভাইয়ের বাবা আবুল হোসেন।
২০ মিনিট আগেরাজশাহীতে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ ক্রমান্বয়ে বাড়ছে। সর্বশেষ ২০২৪ সালে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ ২৬ দশমিক ৯ বিলিয়ন ডলার। বিশ্বের ১৭৩টি দেশে থাকা ১ কোটি ২০ লাখ প্রবাসী দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
২৭ মিনিট আগেজাতীয় সংসদে নারীদের জন্য ১০০ আসন চায় উইমেন এন্ট্রাপ্রেনিউর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ওয়েব)। আজ বুধবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে ওয়েব সভাপতি নাসরিন ফাতেমা আউয়াল সাংবাদিকদের এ কথা বলেন।
২৮ মিনিট আগে