কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্ট উপকূলে আবারও শত শত সাদা নুইন্যা বা ‘হোয়াইট টাইপ জেলি ফিশ’ ধরা পড়েছে। আজ রোববার সকাল ৯টায় এসব সাদা নুইন্যা জেলেদের টানা জালে আটকে মারা পড়েছে। গতকাল শনিবারও একই স্থানে প্রায় কয়েক শ সাদা নুইন্যা ধরা পড়েছিল।
এ ছাড়া সমুদ্রসৈকতের কলাতলী, দরিয়ানগর, হিমছড়ি ও ইনানীতে ভেসে আসছে মরা জেলি ফিশ। সংশ্লিষ্টদের ধারণা—জেলেদের জালে আটকা পড়ে ঝাঁকে ঝাঁকে এসব সাদা নুইন্যা বা সাদা প্রজাতির জেলি ফিশ মারা পড়ছে।
এদিকে সৈকতে মরা সাদা নুইন্যা ভেসে আসার খবর পেয়ে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের (বুরি) বিজ্ঞানীরা সরেজমিন পরিদর্শন করেছেন। বিজ্ঞানীরা জেলি ফিশের মৃত্যুর কারণ অনুসন্ধানে নমুনা সংগ্রহ করেছেন।
প্রায়ই এসব সাদা নুইন্যা মৃত অবস্থায় তীরে ভেসে এলেও ব্যাপক হারে আগস্ট মাসের প্রথম সপ্তাহে দুই দফায় গত ১১ নভেম্বর ও গতকাল শনিবার এবং আজ রোববার শত শত জেলি ফিশ ভেসে এসেছে।
জেলা প্রশাসনের বিচ কর্মী বেলাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আজ (রোববার) সকাল ৯টার দিকে মহেশখালী থেকে একটি মাছ ধরার ট্রলার লাবণী পয়েন্টের সাগরে জাল ফেলে। এ সময় টানা জালে শত শত সাদা নুইন্যা আটকা পড়ে। এরপর জেলেরা এসব সাদা নুইন্যা সৈকততীরে ফেলে দেন।’
ট্রলারের মাঝি নেজাম উদ্দিন বলেন, ‘একসঙ্গে এত সাদা নুইন্যা জালে আটকা পড়ার ঘটনা আগে ঘটেনি। কোনো মতে তীরে এনে জাল ঝেড়ে ফেলছি। এতে বেশির ভাগ সাদা নুইন্যা মারা পড়েছে।’
বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের (বুরি) মহাপরিচালক ও সমুদ্রবিজ্ঞানী সাঈদ মাহমুদ বেলাল হায়দার আজকের পত্রিকাকে বলেন, ‘প্রায় সময় জেলেদের বিহুন্দি ও টানা জালে জেলি ফিশ বা সাদা নুইন্যা অযাচিতভাবে আটকা পড়ে মারা পড়ে। পরে তা কক্সবাজার ও পটুয়াখালীসহ বিভিন্ন সমুদ্র উপকূলে ভেসে আসে।’
সাঈদ মাহমুদ বেলাল হায়দর আরও বলেন, ‘সৈকতে পড়ে থাকা এই সাদা নুইন্যা খাদ্য হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে ব্যবহৃত হয়। তবে বাংলাদেশে এখনো খাবারের তালিকায় অন্তর্ভুক্ত হয়নি। এটি ওষুধ ও প্রসাধন শিল্পেও ব্যবহার করা হয়। বিশ্বে জেলি ফিশের ৫ দশমিক ৬০ বিলিয়ন ডলারের বাজার রয়েছে। আমরাও অবহেলিত এই সামুদ্রিক প্রাণীর স্থানীয় বাজার সৃষ্টিসহ রপ্তানি করে সুনীল অর্থনীতিতে বড় ভূমিকা রাখতে পারি।’
সম্প্রতি বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা সাদা নুইন্যা নিয়ে গবেষণা শুরু করেছেন। গত ৩ নভেম্বর বিশ্ব জেলি ফিশ দিবস উপলক্ষে বুরির সম্মেলনকক্ষে দেশে প্রথমবারের মতো আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সাদা নুইন্যার বাণিজ্যিক গুরুত্ব তুলে ধরা হয়েছে।
কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্ট উপকূলে আবারও শত শত সাদা নুইন্যা বা ‘হোয়াইট টাইপ জেলি ফিশ’ ধরা পড়েছে। আজ রোববার সকাল ৯টায় এসব সাদা নুইন্যা জেলেদের টানা জালে আটকে মারা পড়েছে। গতকাল শনিবারও একই স্থানে প্রায় কয়েক শ সাদা নুইন্যা ধরা পড়েছিল।
এ ছাড়া সমুদ্রসৈকতের কলাতলী, দরিয়ানগর, হিমছড়ি ও ইনানীতে ভেসে আসছে মরা জেলি ফিশ। সংশ্লিষ্টদের ধারণা—জেলেদের জালে আটকা পড়ে ঝাঁকে ঝাঁকে এসব সাদা নুইন্যা বা সাদা প্রজাতির জেলি ফিশ মারা পড়ছে।
এদিকে সৈকতে মরা সাদা নুইন্যা ভেসে আসার খবর পেয়ে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের (বুরি) বিজ্ঞানীরা সরেজমিন পরিদর্শন করেছেন। বিজ্ঞানীরা জেলি ফিশের মৃত্যুর কারণ অনুসন্ধানে নমুনা সংগ্রহ করেছেন।
প্রায়ই এসব সাদা নুইন্যা মৃত অবস্থায় তীরে ভেসে এলেও ব্যাপক হারে আগস্ট মাসের প্রথম সপ্তাহে দুই দফায় গত ১১ নভেম্বর ও গতকাল শনিবার এবং আজ রোববার শত শত জেলি ফিশ ভেসে এসেছে।
জেলা প্রশাসনের বিচ কর্মী বেলাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আজ (রোববার) সকাল ৯টার দিকে মহেশখালী থেকে একটি মাছ ধরার ট্রলার লাবণী পয়েন্টের সাগরে জাল ফেলে। এ সময় টানা জালে শত শত সাদা নুইন্যা আটকা পড়ে। এরপর জেলেরা এসব সাদা নুইন্যা সৈকততীরে ফেলে দেন।’
ট্রলারের মাঝি নেজাম উদ্দিন বলেন, ‘একসঙ্গে এত সাদা নুইন্যা জালে আটকা পড়ার ঘটনা আগে ঘটেনি। কোনো মতে তীরে এনে জাল ঝেড়ে ফেলছি। এতে বেশির ভাগ সাদা নুইন্যা মারা পড়েছে।’
বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের (বুরি) মহাপরিচালক ও সমুদ্রবিজ্ঞানী সাঈদ মাহমুদ বেলাল হায়দার আজকের পত্রিকাকে বলেন, ‘প্রায় সময় জেলেদের বিহুন্দি ও টানা জালে জেলি ফিশ বা সাদা নুইন্যা অযাচিতভাবে আটকা পড়ে মারা পড়ে। পরে তা কক্সবাজার ও পটুয়াখালীসহ বিভিন্ন সমুদ্র উপকূলে ভেসে আসে।’
সাঈদ মাহমুদ বেলাল হায়দর আরও বলেন, ‘সৈকতে পড়ে থাকা এই সাদা নুইন্যা খাদ্য হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে ব্যবহৃত হয়। তবে বাংলাদেশে এখনো খাবারের তালিকায় অন্তর্ভুক্ত হয়নি। এটি ওষুধ ও প্রসাধন শিল্পেও ব্যবহার করা হয়। বিশ্বে জেলি ফিশের ৫ দশমিক ৬০ বিলিয়ন ডলারের বাজার রয়েছে। আমরাও অবহেলিত এই সামুদ্রিক প্রাণীর স্থানীয় বাজার সৃষ্টিসহ রপ্তানি করে সুনীল অর্থনীতিতে বড় ভূমিকা রাখতে পারি।’
সম্প্রতি বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা সাদা নুইন্যা নিয়ে গবেষণা শুরু করেছেন। গত ৩ নভেম্বর বিশ্ব জেলি ফিশ দিবস উপলক্ষে বুরির সম্মেলনকক্ষে দেশে প্রথমবারের মতো আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সাদা নুইন্যার বাণিজ্যিক গুরুত্ব তুলে ধরা হয়েছে।
রাজধানীর হাতিরঝিল মোড়ল গলিতে এক যুবদল কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে তাঁকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
১৮ মিনিট আগে২০৩০ সালের মধ্যে রাজধানীতে নিরাপদ গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার উদ্দেশ্যে ঢাকা শহরের বাস রুট যৌক্তিকীকরণ এবং প্রতি রুটে অভিন্ন কোম্পানির অধীনে বাস সার্ভিস চালুর একটি উদ্যোগ নিয়েছিল বিগত সরকার। এজন্য ২৪ কোটি ৪৯ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্প শুরু করা হয় ২০২০ সালের ১ মার্চ।
১ ঘণ্টা আগেপুরোপুরি পাকেনি সুনামগঞ্জের জগন্নাথপুরের হাওরের ধান। তবে অকালবন্যার শঙ্কায় ১ বৈশাখ থেকে আনুষ্ঠানিকভাবে ধান কাটা শুরু হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে, ইতিমধ্যে ৩০ ভাগের বেশি জমির বোরো ফসল ঘরে তুলেছেন কৃষক।
৫ ঘণ্টা আগেবরগুনার আমতলী উপজেলার খেকুয়ানী মাধ্যমিক বিদ্যালয় ভবনের নিচতলায় বসছে পানের বাজার। খেকুয়ানী বাজারের ইজারাদার শাহ আলম শিকদার এ বাজার বসাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৬ ঘণ্টা আগে