Ajker Patrika

খাগড়াছড়িতে পানিবন্দী হাজার পরিবার

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
Thumbnail image

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ভারী বর্ষণের ফলে পাহাড়ি ঢলে মাইনী নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে গত তিন দিনে উপজেলার মেরুং ও কবাখালী ইউপির অন্তত ১ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।

মেরুং ইউপির সোবহানপুর, হাঁজাছড়া, মেরুং বাজার, মেরুং বাজার এলাকা, ৩ নম্বর কলোনি, চিটাগাং পাড়া, গোডাউন পাড়া, বড় মেরুং কুমিল্লা পাড়া, গংগারটেক, ব্রি-বাড়িয়া পাড়ার একাংশসহ অন্তত ৫ শ পরিবার পানিবন্দী রয়েছে। এ ছাড়া কবাখালী ইউপির তারা-বুনিয়া, হাচিসনপুর, দক্ষিণ পাবলাখালী, ডুলোছড়ি, কবাখালী বাজার, রশ্মিমনি কার্বারী পাড়া, মুসলিম পাড়া, দক্ষিণ মিলনপুরসহ অন্তত ৫ শ পরিবার পানিবন্দী হয়েছে।

মাইনী নদীর পানি বেড়ে যাওয়ায় মেরুং ইউপির আশ্রয়কেন্দ্রে ৫০ পরিবার ও কবাখালী ইউপির আশ্রয়কেন্দ্রে ৩০ পরিবার অবস্থান করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান।

মেরুং ইউপি চেয়ারম্যান মাহমুদা বেগম লাকী জানান, আশ্রয়কেন্দ্রে অবস্থানকারী পরিবারের মাঝে রাতে খিচুড়ি ও সকালে পাউরুটি দেওয়া হয়েছে। আজ দুপুরে তাদের জন্য খিচুড়ির ব্যবস্থা করা হয়েছে। পানি না কমা পর্যন্ত আশ্রয়কেন্দ্রে অবস্থানকারীদের খাবার ও ওষুধের ব্যবস্থা করা হবে।

পানিতে স্থানীয় বাজারও ডুবে গেছেকবাখালী ইউপি চেয়ারম্যান জ্ঞানো চাকমা জানান, কবাখালী ইউপিতে পানি বেড়ে যাওয়ায় ৩০টি পরিবার আশ্রয়কেন্দ্রে এসেছে। তবে পানি কমতে থাকায় তারা নিজের বাসায় চলে যাচ্ছেন।

এদিকে উপজেলায় রাতে ভারী বৃষ্টির ফলে পানি বেড়ে যাওয়ায় দীঘিনালার সঙ্গে লংগদু সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। বিকল্প ব্যবস্থা নৌকা দিয়েই পারাপার হচ্ছে মানুষ। তা ছাড়া পানি বেড়ে যাওয়ায় সাজেক সড়কের কবাখালী ইউনিয়নের কিছু অংশ পানির নিচে তলিয়ে যায়। এতে আজ সোমবার সকাল ১০টা পর্যন্ত সাজেক ও দীঘিনালা সড়কে যান চলাচল বন্ধ ছিল।

পানি কমতে থাকায় সাজেক সড়কের যান চলাচল স্বাভাবিক রয়েছে। মেরুং এলাকায় পানি বাড়তে থাকায় মেরুং বাজার পানির নিচে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের ১৩০০ কোটির এক টাকাও দেননি হলিডে ইনের মালিক

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

গণ–সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন বিএনপি নেতা

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত