দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ভারী বর্ষণের ফলে পাহাড়ি ঢলে মাইনী নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে গত তিন দিনে উপজেলার মেরুং ও কবাখালী ইউপির অন্তত ১ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।
মেরুং ইউপির সোবহানপুর, হাঁজাছড়া, মেরুং বাজার, মেরুং বাজার এলাকা, ৩ নম্বর কলোনি, চিটাগাং পাড়া, গোডাউন পাড়া, বড় মেরুং কুমিল্লা পাড়া, গংগারটেক, ব্রি-বাড়িয়া পাড়ার একাংশসহ অন্তত ৫ শ পরিবার পানিবন্দী রয়েছে। এ ছাড়া কবাখালী ইউপির তারা-বুনিয়া, হাচিসনপুর, দক্ষিণ পাবলাখালী, ডুলোছড়ি, কবাখালী বাজার, রশ্মিমনি কার্বারী পাড়া, মুসলিম পাড়া, দক্ষিণ মিলনপুরসহ অন্তত ৫ শ পরিবার পানিবন্দী হয়েছে।
মাইনী নদীর পানি বেড়ে যাওয়ায় মেরুং ইউপির আশ্রয়কেন্দ্রে ৫০ পরিবার ও কবাখালী ইউপির আশ্রয়কেন্দ্রে ৩০ পরিবার অবস্থান করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান।
মেরুং ইউপি চেয়ারম্যান মাহমুদা বেগম লাকী জানান, আশ্রয়কেন্দ্রে অবস্থানকারী পরিবারের মাঝে রাতে খিচুড়ি ও সকালে পাউরুটি দেওয়া হয়েছে। আজ দুপুরে তাদের জন্য খিচুড়ির ব্যবস্থা করা হয়েছে। পানি না কমা পর্যন্ত আশ্রয়কেন্দ্রে অবস্থানকারীদের খাবার ও ওষুধের ব্যবস্থা করা হবে।
কবাখালী ইউপি চেয়ারম্যান জ্ঞানো চাকমা জানান, কবাখালী ইউপিতে পানি বেড়ে যাওয়ায় ৩০টি পরিবার আশ্রয়কেন্দ্রে এসেছে। তবে পানি কমতে থাকায় তারা নিজের বাসায় চলে যাচ্ছেন।
এদিকে উপজেলায় রাতে ভারী বৃষ্টির ফলে পানি বেড়ে যাওয়ায় দীঘিনালার সঙ্গে লংগদু সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। বিকল্প ব্যবস্থা নৌকা দিয়েই পারাপার হচ্ছে মানুষ। তা ছাড়া পানি বেড়ে যাওয়ায় সাজেক সড়কের কবাখালী ইউনিয়নের কিছু অংশ পানির নিচে তলিয়ে যায়। এতে আজ সোমবার সকাল ১০টা পর্যন্ত সাজেক ও দীঘিনালা সড়কে যান চলাচল বন্ধ ছিল।
পানি কমতে থাকায় সাজেক সড়কের যান চলাচল স্বাভাবিক রয়েছে। মেরুং এলাকায় পানি বাড়তে থাকায় মেরুং বাজার পানির নিচে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ভারী বর্ষণের ফলে পাহাড়ি ঢলে মাইনী নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে গত তিন দিনে উপজেলার মেরুং ও কবাখালী ইউপির অন্তত ১ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।
মেরুং ইউপির সোবহানপুর, হাঁজাছড়া, মেরুং বাজার, মেরুং বাজার এলাকা, ৩ নম্বর কলোনি, চিটাগাং পাড়া, গোডাউন পাড়া, বড় মেরুং কুমিল্লা পাড়া, গংগারটেক, ব্রি-বাড়িয়া পাড়ার একাংশসহ অন্তত ৫ শ পরিবার পানিবন্দী রয়েছে। এ ছাড়া কবাখালী ইউপির তারা-বুনিয়া, হাচিসনপুর, দক্ষিণ পাবলাখালী, ডুলোছড়ি, কবাখালী বাজার, রশ্মিমনি কার্বারী পাড়া, মুসলিম পাড়া, দক্ষিণ মিলনপুরসহ অন্তত ৫ শ পরিবার পানিবন্দী হয়েছে।
মাইনী নদীর পানি বেড়ে যাওয়ায় মেরুং ইউপির আশ্রয়কেন্দ্রে ৫০ পরিবার ও কবাখালী ইউপির আশ্রয়কেন্দ্রে ৩০ পরিবার অবস্থান করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান।
মেরুং ইউপি চেয়ারম্যান মাহমুদা বেগম লাকী জানান, আশ্রয়কেন্দ্রে অবস্থানকারী পরিবারের মাঝে রাতে খিচুড়ি ও সকালে পাউরুটি দেওয়া হয়েছে। আজ দুপুরে তাদের জন্য খিচুড়ির ব্যবস্থা করা হয়েছে। পানি না কমা পর্যন্ত আশ্রয়কেন্দ্রে অবস্থানকারীদের খাবার ও ওষুধের ব্যবস্থা করা হবে।
কবাখালী ইউপি চেয়ারম্যান জ্ঞানো চাকমা জানান, কবাখালী ইউপিতে পানি বেড়ে যাওয়ায় ৩০টি পরিবার আশ্রয়কেন্দ্রে এসেছে। তবে পানি কমতে থাকায় তারা নিজের বাসায় চলে যাচ্ছেন।
এদিকে উপজেলায় রাতে ভারী বৃষ্টির ফলে পানি বেড়ে যাওয়ায় দীঘিনালার সঙ্গে লংগদু সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। বিকল্প ব্যবস্থা নৌকা দিয়েই পারাপার হচ্ছে মানুষ। তা ছাড়া পানি বেড়ে যাওয়ায় সাজেক সড়কের কবাখালী ইউনিয়নের কিছু অংশ পানির নিচে তলিয়ে যায়। এতে আজ সোমবার সকাল ১০টা পর্যন্ত সাজেক ও দীঘিনালা সড়কে যান চলাচল বন্ধ ছিল।
পানি কমতে থাকায় সাজেক সড়কের যান চলাচল স্বাভাবিক রয়েছে। মেরুং এলাকায় পানি বাড়তে থাকায় মেরুং বাজার পানির নিচে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে সাঘাটা থানার ভেতরে ঢুকে ওই যুবক ডিউটিতে থাকা কনস্টেবল সেরাজুল ইসলামের ঘাড়ে ঝুলন্ত রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। তাঁকে বাঁধা দিতে গেলে এএসআই মহসিন আলীকে ছুরি দিয়ে আঘাত করেন ওই ব্যক্তি। এরপর দৌড়ে পালিয়ে থানার পাশে বিদ্যালয়ের পুকুরে ঝাঁপ দেন। পরে স্থানীয় লোকজন ও পুল
১২ মিনিট আগেআরামবাগ ডি-ল্যাবের ব্যবস্থাপনা পরিচালক মো. মাসুদ ফরাজী বলেন, ‘আমাদের ভুল আছে বলেই চুপচাপ সবার এত কথা শুনছি। টেকনিশিয়ানরা এক্স-রে মিশন ঠিকমতো ফিটিং করতে পারেননি। তাই দুর্ঘটনা ঘটেছে। তবে রোগীর বেশি কিছু হয়নি। আমাদের স্টাফরা তাঁকে রক্ষা করতে গিয়ে বেশি আহত হয়েছেন। আহত রোগীকে ডাক্তার দেখানোসহ ব্যবস্থা
২৪ মিনিট আগে‘বাবা, আল্লাহর রহমতে আমি ভালো হয়ে যাব, তুমি কোনো টেনশন কইরো না।’ দগ্ধ শরীরে বেডে শুয়ে কাতরাতে কাতরাতে এ কথাই বলেছিল মাহতাব। বাবাকে সাহস দিচ্ছিল। মাকে সান্ত্বনা দিচ্ছিল। প্রিয়জনেরা যেন ভেঙে না পড়ে—নিজের কষ্টের চেয়ে সেই চিন্তাই বড় ছিল তার কাছে। বাবা-মাকে ভরসা দেওয়া ছেলেটিই সবাইকে হতাশ করল!
১ ঘণ্টা আগেফরিদপুরের আলফাডাঙ্গায় গ্রামের বাড়িতে চির নিদ্রায় শায়িত হলো রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির ছাত্রী ১১ বছরের রাইসা মনি। আজ শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের বাজড়া ঈদগাহ ময়দানে নামাজের জানাজা শেষে বাজড়া কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
১ ঘণ্টা আগে