Ajker Patrika

সাজেকে দুই চাঁদের গাড়ির মুখোমুখি সংঘর্ষে ১৫ জন আহত

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি
আপডেট : ০২ এপ্রিল ২০২২, ২১: ০৭
Thumbnail image

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক বাঘাইহাট সড়কের মাচালং এলাকায় যাত্রীবাহী দুই চাঁদের গাড়ির মুখোমুখি সংঘর্ষে চালকসহ ১৫ জন আহত হয়েছে। পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় আহত ব্যক্তিদের উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। আজ শনিবার বিকেল ৫টায় এই দুর্ঘটনা ঘটে। 

আহত ব্যক্তিরা হলো মৌলী চাকমা (১৬), রুবেল চাকমা (১৭), আজন জ্যোতি (১৭), রিটেত চাকমা (১৫), এনজয় চাকমা (৬), সোনালি চাকমা (১৬), আপন জ্যোতি চাকমা (১৭), ভূজল ক্লান্তি চাকমা (৪৫)। বাকিদের নাম পরিচয় পাওয়া যায়নি। 

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, সাজেক থেকে ফেরার পথে মাচালংয়ে পাহাড়ে ওঠার সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি চাঁদের গাড়ি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ১৫ জন গুরুতর আহত হয়।

সাজেক ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন, সেনাবাহিনীর কড়া নজরধারীর পরও কিছু চালক নিয়মনীতি অনুসরণ না করে বেপরোয়াভাবে গাড়ি চালান ফলে কিছুদিন পর পর এমন দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর থেকেই দুই গাড়ির চালক বিমল চাকমা ও আনোয়ার হোসেন পলাতক রয়েছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত