মতলব (চাঁদপুর) প্রতিনিধি
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বড় ছেলে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ নেতা সাজেদুল হোসেন চৌধুরী দিপুর জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বেলা ২টায় জেলার মতলব উত্তর উপজেলার মোহনপুর স্কুল মাঠে অনুষ্ঠিত এই জানাজায় লক্ষাধিক মানুষের উপস্থিতি ছিল।
আজ সকাল সাড়ে ১০টার দিকে মতলব উত্তর-মতলব দক্ষিণের নেতা সাজেদুল হোসেন চৌধুরী দিপুর লাশবাহী কফিন মোহনপুরের আলী ভিলায় নেওয়া হলে সেখানে কান্নায় ভেঙে পড়েন তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীরা। শেষবিদায় জানাতে চাঁদপুর ও আশপাশের এলাকা থেকে জড়ো হন লাখো মানুষ।
জানাজার আগে সর্বস্তরের লোকজনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা দিপুর মরদেহে পুষ্প অর্পণের মাধ্যমে শেষ শ্রদ্ধা নিবেদন করেন।
জানাজার আগে সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্যে মরহুমের বাবা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেন, ‘আমার আদরের ছেলে দিপুর মৃত্যুর সংবাদ বিশ্বাস হয়নি। কীভাবে সে এত অল্প সময়ে চলে যাবে, তা ভাবিনি। আপনাদের দিপু চৌধুরী ছিল ছোট মানুষ, হয়ে গেল জনপ্রিয় নেতা। আমি ভাবতে পারিনি এত কম সময়ে বিদায় নেবে। দিপু সব শ্রেণির মানুষের মন জয় করে রাজনীতি করত। মানুষের যেকোনো বিপদে আগে ছুটে যেত। তার মধ্যে অকল্যাণমূলক কাজ দেখিনি। তেমনিভাবে কারও কাছ থেকে শুনিওনি।’ তিনি ছেলের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন।
জানাজায় উপস্থিত ছিলেন চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য মুহাম্মদ শফিকুর রহমান, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মো. নাছির উদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী প্রমুখ।
এদিকে আগামীকাল সোমবার বেলা ১১টায় রাজধানীতে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে দিপু চৌধুরীর সবশেষ জানাজা অনুষ্ঠিত হবে। পরে বনানী কবরস্থানে তাঁকে দাফন করার কথা রয়েছে।
এর আগে গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে। গত রোববার স্ট্রোক করেন দিপু। এরপর তাঁকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। কয়েক দিন ধরে ওই হাসপাতালের আইসিইউতে ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বড় ছেলে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ নেতা সাজেদুল হোসেন চৌধুরী দিপুর জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বেলা ২টায় জেলার মতলব উত্তর উপজেলার মোহনপুর স্কুল মাঠে অনুষ্ঠিত এই জানাজায় লক্ষাধিক মানুষের উপস্থিতি ছিল।
আজ সকাল সাড়ে ১০টার দিকে মতলব উত্তর-মতলব দক্ষিণের নেতা সাজেদুল হোসেন চৌধুরী দিপুর লাশবাহী কফিন মোহনপুরের আলী ভিলায় নেওয়া হলে সেখানে কান্নায় ভেঙে পড়েন তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীরা। শেষবিদায় জানাতে চাঁদপুর ও আশপাশের এলাকা থেকে জড়ো হন লাখো মানুষ।
জানাজার আগে সর্বস্তরের লোকজনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা দিপুর মরদেহে পুষ্প অর্পণের মাধ্যমে শেষ শ্রদ্ধা নিবেদন করেন।
জানাজার আগে সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্যে মরহুমের বাবা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেন, ‘আমার আদরের ছেলে দিপুর মৃত্যুর সংবাদ বিশ্বাস হয়নি। কীভাবে সে এত অল্প সময়ে চলে যাবে, তা ভাবিনি। আপনাদের দিপু চৌধুরী ছিল ছোট মানুষ, হয়ে গেল জনপ্রিয় নেতা। আমি ভাবতে পারিনি এত কম সময়ে বিদায় নেবে। দিপু সব শ্রেণির মানুষের মন জয় করে রাজনীতি করত। মানুষের যেকোনো বিপদে আগে ছুটে যেত। তার মধ্যে অকল্যাণমূলক কাজ দেখিনি। তেমনিভাবে কারও কাছ থেকে শুনিওনি।’ তিনি ছেলের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন।
জানাজায় উপস্থিত ছিলেন চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য মুহাম্মদ শফিকুর রহমান, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মো. নাছির উদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী প্রমুখ।
এদিকে আগামীকাল সোমবার বেলা ১১টায় রাজধানীতে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে দিপু চৌধুরীর সবশেষ জানাজা অনুষ্ঠিত হবে। পরে বনানী কবরস্থানে তাঁকে দাফন করার কথা রয়েছে।
এর আগে গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে। গত রোববার স্ট্রোক করেন দিপু। এরপর তাঁকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। কয়েক দিন ধরে ওই হাসপাতালের আইসিইউতে ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আল-আমীন (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত আল-আমীন উপজেলার পুটিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে।
১৬ মিনিট আগেদিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট ১৩ দিন বন্ধ থাকার পর চালু করা হয়েছে। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে তৃতীয় ইউনিট থেকে উৎপাদন শুরু হয়। এর মধ্য দিয়ে বিদ্যুৎকেন্দ্রটি পুরোপুরি উৎপাদনে ফিরল...
২৪ মিনিট আগেজামালপুরের মাদারগঞ্জে পাগলা কুকুরের কামড়ে চার শিশুসহ ছয়জন আহত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার চর পাকেরদহ গ্রামে এ ঘটনা ঘটেছে। তাদের মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে একজনকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগেএকদল সংঘবদ্ধ ডাকাত স্পিডবোটে এসে মাদারীপুরের কালকিনি উপজেলার রাজারচর এলাকায় কীর্তিনাশা নদীতে নৌযানে ডাকাতির চেষ্টা চালায়। খবর পেয়ে স্থানীয়রা তাদের ধাওয়া দেয়। তখন ডাকাতদের ছোড়া গুলিতে বাল্কহেডের শ্রমিক পিরোজপুরের ভান্ডারিয়ার মাসুম মিয়া (৩০) ও পিরোজপুরের কালিকাঠীর আলামিন ফকির (১৯) গুলিবিদ্ধ হন...
২ ঘণ্টা আগে