কক্সবাজার প্রতিনিধি
দীর্ঘ এক মাস ধরে তীব্র দাবদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এর মধ্যে গতকাল বুধবার রাত থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত কক্সবাজারে থেমে থেমে বৃষ্টি হওয়ায় স্বস্তি ফিরেছে জনজীবনে।
তবে জেলার আট উপজেলায় উপকূলীয় এলাকায় লবণ উৎপাদনে বিঘ্ন ঘটেছে। অনেক জায়গায় ঝোড়ো হাওয়ায় পাকা বোরো ধান ও সবজি খেত ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। কিছু কিছু জায়গায় বাড়ি-ঘর উপড়ে গেছে।
কক্সবাজার শহরের পর্যটন ব্যবসায়ী সেলিম জাহাঙ্গীর বলেন, কয়েক দিনের তীব্র দাবদাহের কারণে পর্যটনশিল্পে ধস নেমেছে। ছুটির দিনেও কক্সবাজারে কাঙ্ক্ষিত পর্যটক ঘুরতে আসেনি।
শহরের কালুর দোকানের বাসিন্দা তারেকুর রহমান নামের বলেন, টানা দাবদাহের কারণে অসহনীয় গরম পড়েছিল। সামান্য বৃষ্টি হওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে।
কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. আবদুল হান্নান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কক্সবাজারে গতকাল বুধবার রাত ১২টা থেকে আজ বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত ১২ ঘণ্টায় ১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সকাল ৯টায় বাতাসের আর্দ্রতা ছিল ৭৭ শতাংশ। আর বৃষ্টি চলাকালীন দুপুর ১২টায় বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ।
তিনি বলেন, বৃষ্টি আগামীকাল শুক্রবারও থাকার সম্ভাবনা রয়েছে। কক্সবাজারে গতকাল বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
দীর্ঘ এক মাস ধরে তীব্র দাবদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এর মধ্যে গতকাল বুধবার রাত থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত কক্সবাজারে থেমে থেমে বৃষ্টি হওয়ায় স্বস্তি ফিরেছে জনজীবনে।
তবে জেলার আট উপজেলায় উপকূলীয় এলাকায় লবণ উৎপাদনে বিঘ্ন ঘটেছে। অনেক জায়গায় ঝোড়ো হাওয়ায় পাকা বোরো ধান ও সবজি খেত ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। কিছু কিছু জায়গায় বাড়ি-ঘর উপড়ে গেছে।
কক্সবাজার শহরের পর্যটন ব্যবসায়ী সেলিম জাহাঙ্গীর বলেন, কয়েক দিনের তীব্র দাবদাহের কারণে পর্যটনশিল্পে ধস নেমেছে। ছুটির দিনেও কক্সবাজারে কাঙ্ক্ষিত পর্যটক ঘুরতে আসেনি।
শহরের কালুর দোকানের বাসিন্দা তারেকুর রহমান নামের বলেন, টানা দাবদাহের কারণে অসহনীয় গরম পড়েছিল। সামান্য বৃষ্টি হওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে।
কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. আবদুল হান্নান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কক্সবাজারে গতকাল বুধবার রাত ১২টা থেকে আজ বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত ১২ ঘণ্টায় ১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সকাল ৯টায় বাতাসের আর্দ্রতা ছিল ৭৭ শতাংশ। আর বৃষ্টি চলাকালীন দুপুর ১২টায় বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ।
তিনি বলেন, বৃষ্টি আগামীকাল শুক্রবারও থাকার সম্ভাবনা রয়েছে। কক্সবাজারে গতকাল বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
নোয়াখালীর চাটখিল উপজেলার পাঁচগাঁও ইউনিয়নে পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রী বিষপান করেছেন। হাসপাতালে নেওয়ার পর স্ত্রীর মৃত্যু হয়। গতকাল বুধবার সন্ধ্যায় বজরা হাসপাতালে মারা যান ফাতেমা আক্তার (২৭)। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন আব্দুর রহিম (৩২)। তাঁদের বাড়ি পাঁচগাঁও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড...
১ ঘণ্টা আগেদিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাকচাপায় ভ্যানচালক ও এক যাত্রী নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত ৮টার দিকে উপজেলার দৌলতপুর ইউনিয়নের জয়নগর বাজার এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেসুনামগঞ্জের দিরাই উপজেলায় হাওরে ধান আনতে গিয়ে বজ্রপাতে আবু আইয়ূব (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ বুধবার সন্ধ্যার আগ মুহূর্তে দিরাই উপজেলার সেচনী গ্রামের পাখনার হাওরে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেখুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ এবং উপ-উপাচার্যকে অব্যাহতি দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের টানা ৫৭ ঘণ্টার অনশনের পর এই ঘোষণা দেওয়া হয়। ঘোষণায় অনশন ভেঙে আনন্দ মিছিল করেন শিক্ষার্থীরা। গতকাল বুধবার দিবাগত রাত রাত ১টার (বৃহস্পতিবার) পর তারা অনশন ভাঙেন।
৩ ঘণ্টা আগে