Ajker Patrika

কক্সবাজার সমুদ্রসৈকতে ভেসে এলেন আহত এক ব্যক্তি

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ১০ জানুয়ারি ২০২৩, ১৭: ৪৯
কক্সবাজার সমুদ্রসৈকতে ভেসে এলেন আহত এক ব্যক্তি

কক্সবাজার সমুদ্রসৈকতের সিগাল পয়েন্টে আহত অবস্থায় ভেসে এলেন এক ব্যক্তি। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে বিচের কর্মীরা তাঁকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করিয়েছেন।

ধারণা করা হচ্ছে, তিনি মাছ ধরার কোনো ট্রলারে জলদস্যুর ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন।

তাঁর বয়স ৫০ বছরের মতো। হাতের আঙুল ও বাহুতে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর নাম মোহাম্মদ আলী। চট্টগ্রামের রাউজানে তাঁর বাড়ি বলে জানিয়েছেন ওই ব্যক্তি। 

জেলা প্রশাসনের বিচের কর্মী বেলাল হোসেন বলেন, ‘সৈকতে ভাসতে দেখে তাঁকে উদ্ধার করা হয়। তিনি ঠিকভাবে কথা বলতে পারছেন না। যা বলছেন, তা-ও অসংলগ্ন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত