Ajker Patrika

এমপি বাহারকে এলাকা ছাড়ার নির্দেশ ইসির

মারুফ কিবরিয়া, কুমিল্লা থেকে
আপডেট : ১৪ জুন ২০২২, ১৫: ০১
এমপি বাহারকে এলাকা ছাড়ার নির্দেশ ইসির

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আওয়ামী লীগের সংসদ সদস্য (কুমিল্লা-৬) আ ক ম বাহাউদ্দিন বাহারকে এলাকা ছাড়তে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ বুধবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই নির্দেশনা দেওয়া হয়।

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী আজকের পত্রিকা’কে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রচারের শুরুতেও আ ক ম বাহাউদ্দিনকে সতর্ক করা হয়েছিল।

এর আগে, কুসিক নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ক্ষমতাসীন সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ করে চিঠি দেন স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী মো. মনিরুল হক সাক্কু।

চিঠিতে বাহাউদ্দিনের বিরুদ্ধে নির্বাচনী এলাকায় অবস্থান, দলীয় কার্যালয় ও বিভিন্ন হল ব্যবহার করে মহানগর, আদর্শ সদর উপজেলাসহ বিভিন্ন উপজেলার নেতা-কর্মীদের নিয়ে সভা, প্রচার-প্রচারণা করার অভিযোগ করা হয়। একই সঙ্গে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ ও মাদ্রাসার প্রতিনিধিদের সঙ্গে নির্বাচনী কার্যক্রম চালানোর অভিযোগও আনা হয়।

তখন রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী অভিযোগের সত্যতা নিশ্চিত করে জানিয়েছিলেন, ‘অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে।’

কুসিক নির্বাচন সম্পর্কিত খবর জানতে - এখানে ক্লিক করুন

তবে সংসদ সদস্য বাহাউদ্দিন বাহার আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছিলেন।

কুসিক নির্বাচন ২০২২ সম্পর্কিত পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত