Ajker Patrika

অপহৃত রাসেলের মুক্তির দাবিতে কাল খাগড়াছড়ি পৌরসভায় সকাল-সন্ধ্যা হরতাল

পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
অপহৃত রাসেলের মুক্তির দাবিতে কাল খাগড়াছড়ি পৌরসভায় সকাল-সন্ধ্যা হরতাল

খাগড়াছড়ির পানছড়ি পৌরসভার বাসিন্দা মো. শফিকুল ইসলাম রাসেলকে অপহরণের প্রতিবাদে ও অক্ষত অবস্থায় তাঁর মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) খাগড়াছড়ি জেলা শাখা। আজ সোমবার সকালের সেই সমাবেশ থেকে তাঁর মুক্তির দাবিতে খাগড়াছড়ি পৌরসভায় কাল মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেওয়া হয়।

আজ সকালে বিক্ষোভ মিছিলটি জেলা সদরের কল্যাণপুর থেকে শুরু করে সদরের প্রধান প্রধান সড়ক ঘুরে খাগড়াছড়ি শাপলা চত্বর এলাকায় গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা গত ৯ নভেম্বর মো. শফিকুল ইসলাম রাসেলকে অপহরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এ সময় প্রশাসনকে উদ্দেশ করে তাঁরা বলেন, আজ ১১ দিনেও প্রশাসন তাঁর হদিস পায়নি। চাঁদা দিতে না পারায় রাসেলকে অপহরণ করা হয়। তাঁকে যারা অপহরণ করেছে, তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করতে প্রশাসনের কাছে দাবি জানান তাঁরা।

এ সময় পিসিএনপি আগামীকাল মঙ্গলবার খাগড়াছড়ি পৌরসভায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়। তা ছাড়া আগামী বুধবারের মধ্যে অক্ষত অবস্থায় তাঁকে ফেরত না দিলে তিন পার্বত্য জেলায় অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

পিসিএনপির জেলা সদস্যসচিব এস এম মাসুম রানার নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মো. আব্দুল মজিদ, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় নির্বাহী সদস্য নজরুল ইসলাম মাসুদ, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক মো. আসাদুল্লাহ, পার্বত্য চট্টগ্রাম মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি সালমা আহমেদ মৌ, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি সুমন আহমেদ, অপহৃত মো. শফিকুল ইসলাম রাসেলের বাবা মো. বাচ্চু মিয়া প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত