ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের ফরিদগঞ্জে দীর্ঘ ১২ বছর পর নিজেদের বসতভিটায় ফিরে এসেছে দুই প্রবাসী পরিবার। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকার থাকাকালীন এক যুবলীগ কর্মীর অত্যাচার ও নির্যাতনে বাধ্য হয়ে বাড়িছাড়া হয়েছিল পরিবারটি। ঘটনাটি ঘটেছে উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের সানকিসাইর গ্রামের মিজি বাড়িতে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ওই বাড়ির সৌদিপ্রবাসী নুরুল আমিন ও গ্রিস প্রবাসী আব্বাস দুই ভাই দীর্ঘ বছর প্রবাসে ছিলেন। তাঁদের পরিবারে কোনো ছেলে সন্তান নেই। স্ত্রী ও মেয়ে সন্তান নিয়ে ভালোভাবেই দিন কাটছিল তাদের। কিন্তু যুবলীগ কর্মী জহির হোসেন তাঁর সহযোগীদের নিয়ে এই পরিবারগুলোর ওপর বিভিন্ন অজুহাতে শুরু করে জমিদখল, চাঁদা দাবি, মারধর। এমনকি শিকার হতে হয় লুটপাটের।
কিন্তু আওয়ামী লীগ সরকার পতনের পর ওই যুবলীগ কর্মী এখন এলাকায় নেই। সেজন্য নিজ বাড়িতে ফিরে এসেছে পরিবারটি।
অভিযোগ রয়েছে, স্থানীয় ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদের উসকানিতে তিনি (যুবলীগ কর্মী) এ ঘটনা ঘটান। এসব ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদের কার্যালয়, থানা-পুলিশ ও আদালতে অভিযোগ দিলেও তাঁরা কোনো সমাধান পাননি। পরে বাধ্য হয়ে বাড়িছাড়া হয় পরিবারটি।
প্রবাসীদের স্ত্রী ফাতেমা বেগম, শাহিনুর বেগম ও তাঁদের মেয়ে আয়শা আক্তার মিম বলেন, আমরা ১২টি বছর জহিরের অত্যাচারের শিকার হয়ে বাড়ির বাইরে থাকতে হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর বাড়িতে ফিরে আসতে পেরেছি। আমাদের মতো এমন অন্যায়ের শিকার যেন আর কোনো পরিবারকে না হতে হয় সেই চাওয়া বর্তমান সরকারের কাছে আমাদের।
অভিযোগের বিষয়ে বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচএম হারুনুর রশিদ বলেন, ‘ওই জহির কর্তৃক ভুক্তভোগী প্রবাসীর এই পরিবারটিকে অনেক হয়রানি করেছে। আমি নিজেও জহিরের হয়রানির শিকার হয়েছি।’ তবে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন তিনি।
যুবলীগ কর্মী জহিরের কারণে প্রবাসী এই পরিবারগুলোর বাড়ি ছাড়া হওয়ার বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আবু সাদেক।
চাঁদপুরের ফরিদগঞ্জে দীর্ঘ ১২ বছর পর নিজেদের বসতভিটায় ফিরে এসেছে দুই প্রবাসী পরিবার। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকার থাকাকালীন এক যুবলীগ কর্মীর অত্যাচার ও নির্যাতনে বাধ্য হয়ে বাড়িছাড়া হয়েছিল পরিবারটি। ঘটনাটি ঘটেছে উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের সানকিসাইর গ্রামের মিজি বাড়িতে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ওই বাড়ির সৌদিপ্রবাসী নুরুল আমিন ও গ্রিস প্রবাসী আব্বাস দুই ভাই দীর্ঘ বছর প্রবাসে ছিলেন। তাঁদের পরিবারে কোনো ছেলে সন্তান নেই। স্ত্রী ও মেয়ে সন্তান নিয়ে ভালোভাবেই দিন কাটছিল তাদের। কিন্তু যুবলীগ কর্মী জহির হোসেন তাঁর সহযোগীদের নিয়ে এই পরিবারগুলোর ওপর বিভিন্ন অজুহাতে শুরু করে জমিদখল, চাঁদা দাবি, মারধর। এমনকি শিকার হতে হয় লুটপাটের।
কিন্তু আওয়ামী লীগ সরকার পতনের পর ওই যুবলীগ কর্মী এখন এলাকায় নেই। সেজন্য নিজ বাড়িতে ফিরে এসেছে পরিবারটি।
অভিযোগ রয়েছে, স্থানীয় ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদের উসকানিতে তিনি (যুবলীগ কর্মী) এ ঘটনা ঘটান। এসব ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদের কার্যালয়, থানা-পুলিশ ও আদালতে অভিযোগ দিলেও তাঁরা কোনো সমাধান পাননি। পরে বাধ্য হয়ে বাড়িছাড়া হয় পরিবারটি।
প্রবাসীদের স্ত্রী ফাতেমা বেগম, শাহিনুর বেগম ও তাঁদের মেয়ে আয়শা আক্তার মিম বলেন, আমরা ১২টি বছর জহিরের অত্যাচারের শিকার হয়ে বাড়ির বাইরে থাকতে হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর বাড়িতে ফিরে আসতে পেরেছি। আমাদের মতো এমন অন্যায়ের শিকার যেন আর কোনো পরিবারকে না হতে হয় সেই চাওয়া বর্তমান সরকারের কাছে আমাদের।
অভিযোগের বিষয়ে বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচএম হারুনুর রশিদ বলেন, ‘ওই জহির কর্তৃক ভুক্তভোগী প্রবাসীর এই পরিবারটিকে অনেক হয়রানি করেছে। আমি নিজেও জহিরের হয়রানির শিকার হয়েছি।’ তবে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন তিনি।
যুবলীগ কর্মী জহিরের কারণে প্রবাসী এই পরিবারগুলোর বাড়ি ছাড়া হওয়ার বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আবু সাদেক।
মাদারীপুরের ডাসারে হাত-পা বাঁধা অবস্থায় আজিজুল হাওলাদার (৬০) নামের এক চায়ের দোকানির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ধামুসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
৪ মিনিট আগেঘন কুয়াশার কারণে প্রায় ১১ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দুই পথের উভয় প্রান্তে আটকা পড়ে অ্যাম্বুলেন্স, ব্যক্তিগত গাড়ি, যাত্রীবাহী বাসসহ দুই শতাধিক পণ্যবাহী ট্রাক।
৩০ মিনিট আগেরংপুরে ঘন কুয়াশার কারণে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একই স্থানে একে একে ছয়টি পরিবহন দুর্ঘটনার কবলে পড়েছে। এতে প্রাণহানির কোনো ঘটনা না ঘটলেও অন্তত ২৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত পরিবহনগুলোর মধ্যে তিনটি যাত্রীবাহী বাসসহ ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান রয়েছে। গাড়িগুলো ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার কাজ চলছে...
৩২ মিনিট আগেচট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে বাসে-ট্রাকে করে মানুষ মাহফিলে আসতে থাকে। বিকেল ৪টা নাগাদ প্যারেড ময়দানের আশপাশের রাস্তাঘাট লোকারণ্য হয়ে যায়, বন্ধ হয়ে যায় যান চলাচল। প্যারেড ময়দানসংলগ্ন চকবাজার তেলিপট্টি মোড় থেকে এক্সেস রোড, অলিখাঁ মোড় থেকে গণি বেকারির মোড় পর্যন্ত যানচলাচল সীমিত হয়ে পড়ে।
১ ঘণ্টা আগে