ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের ফরিদগঞ্জে দীর্ঘ ১২ বছর পর নিজেদের বসতভিটায় ফিরে এসেছে দুই প্রবাসী পরিবার। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকার থাকাকালীন এক যুবলীগ কর্মীর অত্যাচার ও নির্যাতনে বাধ্য হয়ে বাড়িছাড়া হয়েছিল পরিবারটি। ঘটনাটি ঘটেছে উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের সানকিসাইর গ্রামের মিজি বাড়িতে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ওই বাড়ির সৌদিপ্রবাসী নুরুল আমিন ও গ্রিস প্রবাসী আব্বাস দুই ভাই দীর্ঘ বছর প্রবাসে ছিলেন। তাঁদের পরিবারে কোনো ছেলে সন্তান নেই। স্ত্রী ও মেয়ে সন্তান নিয়ে ভালোভাবেই দিন কাটছিল তাদের। কিন্তু যুবলীগ কর্মী জহির হোসেন তাঁর সহযোগীদের নিয়ে এই পরিবারগুলোর ওপর বিভিন্ন অজুহাতে শুরু করে জমিদখল, চাঁদা দাবি, মারধর। এমনকি শিকার হতে হয় লুটপাটের।
কিন্তু আওয়ামী লীগ সরকার পতনের পর ওই যুবলীগ কর্মী এখন এলাকায় নেই। সেজন্য নিজ বাড়িতে ফিরে এসেছে পরিবারটি।
অভিযোগ রয়েছে, স্থানীয় ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদের উসকানিতে তিনি (যুবলীগ কর্মী) এ ঘটনা ঘটান। এসব ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদের কার্যালয়, থানা-পুলিশ ও আদালতে অভিযোগ দিলেও তাঁরা কোনো সমাধান পাননি। পরে বাধ্য হয়ে বাড়িছাড়া হয় পরিবারটি।
প্রবাসীদের স্ত্রী ফাতেমা বেগম, শাহিনুর বেগম ও তাঁদের মেয়ে আয়শা আক্তার মিম বলেন, আমরা ১২টি বছর জহিরের অত্যাচারের শিকার হয়ে বাড়ির বাইরে থাকতে হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর বাড়িতে ফিরে আসতে পেরেছি। আমাদের মতো এমন অন্যায়ের শিকার যেন আর কোনো পরিবারকে না হতে হয় সেই চাওয়া বর্তমান সরকারের কাছে আমাদের।
অভিযোগের বিষয়ে বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচএম হারুনুর রশিদ বলেন, ‘ওই জহির কর্তৃক ভুক্তভোগী প্রবাসীর এই পরিবারটিকে অনেক হয়রানি করেছে। আমি নিজেও জহিরের হয়রানির শিকার হয়েছি।’ তবে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন তিনি।
যুবলীগ কর্মী জহিরের কারণে প্রবাসী এই পরিবারগুলোর বাড়ি ছাড়া হওয়ার বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আবু সাদেক।
চাঁদপুরের ফরিদগঞ্জে দীর্ঘ ১২ বছর পর নিজেদের বসতভিটায় ফিরে এসেছে দুই প্রবাসী পরিবার। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকার থাকাকালীন এক যুবলীগ কর্মীর অত্যাচার ও নির্যাতনে বাধ্য হয়ে বাড়িছাড়া হয়েছিল পরিবারটি। ঘটনাটি ঘটেছে উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের সানকিসাইর গ্রামের মিজি বাড়িতে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ওই বাড়ির সৌদিপ্রবাসী নুরুল আমিন ও গ্রিস প্রবাসী আব্বাস দুই ভাই দীর্ঘ বছর প্রবাসে ছিলেন। তাঁদের পরিবারে কোনো ছেলে সন্তান নেই। স্ত্রী ও মেয়ে সন্তান নিয়ে ভালোভাবেই দিন কাটছিল তাদের। কিন্তু যুবলীগ কর্মী জহির হোসেন তাঁর সহযোগীদের নিয়ে এই পরিবারগুলোর ওপর বিভিন্ন অজুহাতে শুরু করে জমিদখল, চাঁদা দাবি, মারধর। এমনকি শিকার হতে হয় লুটপাটের।
কিন্তু আওয়ামী লীগ সরকার পতনের পর ওই যুবলীগ কর্মী এখন এলাকায় নেই। সেজন্য নিজ বাড়িতে ফিরে এসেছে পরিবারটি।
অভিযোগ রয়েছে, স্থানীয় ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদের উসকানিতে তিনি (যুবলীগ কর্মী) এ ঘটনা ঘটান। এসব ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদের কার্যালয়, থানা-পুলিশ ও আদালতে অভিযোগ দিলেও তাঁরা কোনো সমাধান পাননি। পরে বাধ্য হয়ে বাড়িছাড়া হয় পরিবারটি।
প্রবাসীদের স্ত্রী ফাতেমা বেগম, শাহিনুর বেগম ও তাঁদের মেয়ে আয়শা আক্তার মিম বলেন, আমরা ১২টি বছর জহিরের অত্যাচারের শিকার হয়ে বাড়ির বাইরে থাকতে হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর বাড়িতে ফিরে আসতে পেরেছি। আমাদের মতো এমন অন্যায়ের শিকার যেন আর কোনো পরিবারকে না হতে হয় সেই চাওয়া বর্তমান সরকারের কাছে আমাদের।
অভিযোগের বিষয়ে বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচএম হারুনুর রশিদ বলেন, ‘ওই জহির কর্তৃক ভুক্তভোগী প্রবাসীর এই পরিবারটিকে অনেক হয়রানি করেছে। আমি নিজেও জহিরের হয়রানির শিকার হয়েছি।’ তবে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন তিনি।
যুবলীগ কর্মী জহিরের কারণে প্রবাসী এই পরিবারগুলোর বাড়ি ছাড়া হওয়ার বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আবু সাদেক।
চিকিৎসকদের তোপের মুখে বারডেম জেনারেল হাসপাতালের মহাপরিচালক অধ্যাপক এম কে আই কাইয়ুম চৌধুরীকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ পদে ডা. মির্জা মাহবুবুল হাসান ফয়সালকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি (বাডাস)।
৯ মিনিট আগেআবারও গাছ কেটে ভবন নির্মাণের সব আয়োজন সম্পন্ন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কর্তৃপক্ষ। এবার গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের সম্প্রসারিত ভবন নির্মাণের স্থান নির্ধারণ করা হয়েছে পদার্থবিজ্ঞান বিভাগের পেছনে ও পরিবেশবিজ্ঞান বিভাগের সামনের জঙ্গলটি। এতে অর্ধশতাধিক গাছ কাটা পড়বে বলে ধারণা করা....
১৩ মিনিট আগেকক্সবাজারের টেকনাফে মোবাইল ফোন চুরির অভিযোগ এনে ছুরিকাঘাতে মো. নজিমুল্লাহ (২৫) নামে এক যুবক মারা গেছে। রোববার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কায়ুকখালিয়াপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত নজিমুল্লাহ ওই এলাকার রহিম উল্লাহর ছেলে...
১৭ মিনিট আগেভোলার লালমোহনে অভিযান চালিয়ে ৯টি অবৈধ ট্রলিং বোট জব্দ করেছে কোস্ট গার্ড। আজ রোববার (২০ এপ্রিল) বিকেলে লালমোহন উপজেলার গজারিয়া খাল গোড়ায় এই অভিযান চালানো হয়। কোস্ট গার্ড ভোলা দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার ও স্টাফ অফিসার অপারেশন রিফাত আহমেদ প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
৪৪ মিনিট আগে