কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
বঙ্গোপসাগরে প্রজনন মৌসুমে মাছ ধরা বন্ধে জেল-জরিমানা করলেও থামছে না শিকারিদের দৌরাত্ম্য। আজ রোববার সাগরের উঠান মাঝি ঘাটে অভিযান চালিয়ে আট জেলেকে আটক করে নৌ-পুলিশ। এ সময় ৩০ হাজার মিটার জালসহ ব্যবহৃত দুইটি বোট জব্দ করা হয়।
আটকেরা হলেন–মো. ফারুক (৩০), মো. ইউনুছ (৪০), মো. জিসান (২০), রমেম (২৩), মো. লিয়াকত আলী (২৪), মো. নুরুল ইসলাম (৪০), মো. সাহাব উদ্দিন (৪০), মো. সরওয়ার (৩৬)।
নৌ-পুলিশের বার আউলিয়া ফাঁড়ির ইনচার্জ মো. কায়সার মাতুব্বর এই তথ্য নিশ্চিত করেছেন।
মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, সাগরে মাছ শিকারে টানা ৬৫ দিনের নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। গত ২০ মে থেকে শুরু হওয়া এ নিষেধাজ্ঞা চলবে আগামী ২৩ জুলাই পর্যন্ত। এই সময়কালে সমুদ্রে মাছ শিকারিরা কোনো ধরনের নৌযান চলাচল করতে পারবে না।
সরেজমিন দেখা গেছে, বঙ্গোপসাগরে ৬৫ দিনের নিষেধাজ্ঞা থাকলেও গহিরা দোভাষীর বাজারের পুলিশ ফাঁড়ির মাত্র ১০০ মিটার পশ্চিমে সাগর উপকূলে মাছ শিকার করছে জেলেরা। রায়পুর ইউনিয়নের গহিরা দোভাষীর ঘাট, উঠান মাঝির ঘাট, বাচামিয়া মাঝির ঘাট ও বার আউলিয়া ঘাটে দিন–দুপুরে জেলেরা নৌকা নিয়ে সাগরে যাচ্ছে। আবার অনেকে মাছ শিকার করে উপকূলে ফিরে আসছে।
সাগরে মাছ শিকারের কথা স্বীকার করে গহিরা মৎস্যজীবী সমিতির সভাপতি মো. নাছির উদ্দিন বলেন, ‘আমাদের এলাকায় কোনো কৃষি চাষ হয় না, তাই মাছ শিকার না করলে আমরা খাব কী? পেটের দায়ে জেলেরা সাগরে যাচ্ছে মাছ শিকার করতে।’
এ বিষয়ে আনোয়ারার সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশিদুল হক বলেন, ‘জেলেরা যাতে নিষেধাজ্ঞার মধ্যে মাছ শিকার করতে না পারে সে জন্য অভিযান চলমান রয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের কোন সুযোগ নেই।’
জাল জব্দ ও জেলেদের আটকের বিষয়ে তিনি বলেন, ‘আমরা অভিযানে রয়েছি। এখন পর্যন্ত তেমন কোনো তথ্য আমার কাছে নেই।’
সদরঘাট নৌ–পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘বঙ্গোপসাগরে মাছ ধরায় ৬৫ দিনের নিষেধাজ্ঞা চলছে। নিষেধাজ্ঞা অমান্য করে সাগরের আনোয়ারা অংশে মাছ শিকার করছিল আটক জেলেরা। নৌ পুলিশ দুইটি মাছ ধরার বোট, ৩০ হাজার মিটার জালসহ আটক করে আট জেলেকে। আটকদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।’ অসাধু জেলেদের বিরুদ্ধে নৌপুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি।
বঙ্গোপসাগরে প্রজনন মৌসুমে মাছ ধরা বন্ধে জেল-জরিমানা করলেও থামছে না শিকারিদের দৌরাত্ম্য। আজ রোববার সাগরের উঠান মাঝি ঘাটে অভিযান চালিয়ে আট জেলেকে আটক করে নৌ-পুলিশ। এ সময় ৩০ হাজার মিটার জালসহ ব্যবহৃত দুইটি বোট জব্দ করা হয়।
আটকেরা হলেন–মো. ফারুক (৩০), মো. ইউনুছ (৪০), মো. জিসান (২০), রমেম (২৩), মো. লিয়াকত আলী (২৪), মো. নুরুল ইসলাম (৪০), মো. সাহাব উদ্দিন (৪০), মো. সরওয়ার (৩৬)।
নৌ-পুলিশের বার আউলিয়া ফাঁড়ির ইনচার্জ মো. কায়সার মাতুব্বর এই তথ্য নিশ্চিত করেছেন।
মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, সাগরে মাছ শিকারে টানা ৬৫ দিনের নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। গত ২০ মে থেকে শুরু হওয়া এ নিষেধাজ্ঞা চলবে আগামী ২৩ জুলাই পর্যন্ত। এই সময়কালে সমুদ্রে মাছ শিকারিরা কোনো ধরনের নৌযান চলাচল করতে পারবে না।
সরেজমিন দেখা গেছে, বঙ্গোপসাগরে ৬৫ দিনের নিষেধাজ্ঞা থাকলেও গহিরা দোভাষীর বাজারের পুলিশ ফাঁড়ির মাত্র ১০০ মিটার পশ্চিমে সাগর উপকূলে মাছ শিকার করছে জেলেরা। রায়পুর ইউনিয়নের গহিরা দোভাষীর ঘাট, উঠান মাঝির ঘাট, বাচামিয়া মাঝির ঘাট ও বার আউলিয়া ঘাটে দিন–দুপুরে জেলেরা নৌকা নিয়ে সাগরে যাচ্ছে। আবার অনেকে মাছ শিকার করে উপকূলে ফিরে আসছে।
সাগরে মাছ শিকারের কথা স্বীকার করে গহিরা মৎস্যজীবী সমিতির সভাপতি মো. নাছির উদ্দিন বলেন, ‘আমাদের এলাকায় কোনো কৃষি চাষ হয় না, তাই মাছ শিকার না করলে আমরা খাব কী? পেটের দায়ে জেলেরা সাগরে যাচ্ছে মাছ শিকার করতে।’
এ বিষয়ে আনোয়ারার সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশিদুল হক বলেন, ‘জেলেরা যাতে নিষেধাজ্ঞার মধ্যে মাছ শিকার করতে না পারে সে জন্য অভিযান চলমান রয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের কোন সুযোগ নেই।’
জাল জব্দ ও জেলেদের আটকের বিষয়ে তিনি বলেন, ‘আমরা অভিযানে রয়েছি। এখন পর্যন্ত তেমন কোনো তথ্য আমার কাছে নেই।’
সদরঘাট নৌ–পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘বঙ্গোপসাগরে মাছ ধরায় ৬৫ দিনের নিষেধাজ্ঞা চলছে। নিষেধাজ্ঞা অমান্য করে সাগরের আনোয়ারা অংশে মাছ শিকার করছিল আটক জেলেরা। নৌ পুলিশ দুইটি মাছ ধরার বোট, ৩০ হাজার মিটার জালসহ আটক করে আট জেলেকে। আটকদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।’ অসাধু জেলেদের বিরুদ্ধে নৌপুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি।
গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনসহ ১০ দফা দাবিতে আরএকে সিরামিক কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। আটকা পড়েছেন অফিসগামী যাত্রীরা। শ্রমিকদের সরিয়ে দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শ্রমিকদের ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়া ঘট
১ ঘণ্টা আগেআজ বায়ুদূষণের তালিকায় শীর্ষে আছে বাহরাইনের মানামা। শহরটির বায়ুমান ১৭৭, যা অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক। শীর্ষ পাঁচে থাকা অন্য শহরগুলো হলো— পাকিস্তানের লাহোর, ইন্দোনেশিয়ার জাকার্তা, মিশরের কায়রো ও ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর কিনশাসা। শহরগুলোর বায়ুমান যথাক্রমে...
১ ঘণ্টা আগেবরগুনার বিভিন্ন বনাঞ্চলের অধিকাংশ এলাকায় প্রতিদিন সংরক্ষিত বনভূমির শত শত গাছপালা কেটে জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। নিয়মনীতির তোয়াক্কা না করে সংরক্ষিত বনাঞ্চলের পাশেই চলছে অবৈধ সব করাতকল। গড়ে উঠছে শত শত ঘরবাড়ি। সহস্রাধিক গাছ কেটে ভুয়া প্রকল্পের মাধ্যমে বনের ভেতর করা হয়েছে প্রশস্ত রাস্তা। গহিন বনের ভে
১ ঘণ্টা আগেরাজশাহী বিশ্ববিদ্যালয় ইতিহাসে বারবার রেখেছে সাহসিকতার স্বাক্ষর। সর্বশেষ ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানেও এই উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ রেখেছে ব্যতিক্রমী ভূমিকা।
২ ঘণ্টা আগে