Ajker Patrika

ব্রাহ্মণবাড়িয়ায় ছেলের মারধরে বৃদ্ধ বাবা-মা বাড়িছাড়া

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ায় ছেলের মারধরে বাড়িছাড়া বাবা-মা। ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ায় ছেলের মারধরে বাড়িছাড়া বাবা-মা। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় রাশেদ মিয়া (৪৮) তাঁর বৃদ্ধ বাবা হোসেন মিয়া (৭৫) ও মা আয়েশা বেগমকে (৭০) মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছেন। সদর উপজেলার কোড্ডা গ্রামে এই ঘটনা ঘটেছে। কয়েক মাস ধরে তাঁরা অন্যত্র আশ্রয় নিয়েছেন এবং তাঁদের বসত ঘরে তালা ঝুলিয়ে রাখা হয়েছে। এখন ওই ঘরবাড়ি রাশেদের দখলে রয়েছে।

রাশেদের বিরুদ্ধে তাঁর মা আয়েশা বেগম গত ১ জুলাই ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ দায়ের করেন। তাতে তিনি বলেন, রাশেদ তাঁর সম্পত্তি জোর করে লিখে নেন এবং তা নেশা ও জুয়া খেলে নষ্ট করে ফেলেন। টাকার জন্য তাঁর ওপর শারীরিক ও মানসিক অত্যাচার চালানো হয়। এ ছাড়া বিদেশ থেকে পাঠানো ২ লাখ টাকা নেওয়ার জন্যও তাঁকে মারধর করা হয়।

গত ৩০ সেপ্টেম্বর রাশেদ আদালতে মামলা করার পর জেলে যান এবং পরদিন তার স্ত্রীর ভাইসহ কয়েকজন লোক বৃদ্ধ দম্পতিকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। এর পর, তাদের বসত ঘরে তালা ঝুলিয়ে দেওয়া হয়। বৃদ্ধ হোসেন মিয়া ও আয়েশা বেগম সেই দিন থেকে বাড়ি ছাড়তে বাধ্য হন। তাঁরা জানিয়েছিলেন, বাড়ি ফিরে এলে প্রাণনাশের শঙ্কা রয়েছে।

রাশেদের স্ত্রী রোকসানা বেগম দাবি করেছেন যে, সব সম্পত্তি তাঁর স্বামীর নামে, তবে দলিল বাব-মায়ের নামে করা হয়েছিল। তিনি বলেন, ‘চুরি করে অন্য ছেলেদের নামে দলিল করা হয়েছে।’ তবে এলাকাবাসী এবং সর্দার-মাতবররা অভিযোগ করছেন, রাশেদের পক্ষে সমর্থন জানানো হলেও তাতে কোনো সমাধান আসেনি এবং তারা এই ঘটনার জন্য দায়ী।

এ বিষয়ে জানতে চাইলে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন আজকের পত্রিকাকে বলেন, বিষয়টি তারা খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এলাকার সর্দার-মাতবররা এই ঘটনা মিটমাট করতে চেষ্টা করলেও সফল হয়নি। অনেকেই অভিযোগ করেছেন, তারা রাশেদের পক্ষ নিয়ে অন্যায়ের সমর্থন দিচ্ছেন। এ ঘটনার মাধ্যমে সম্পত্তি এবং পরিবারের মধ্যে সংঘর্ষ, সহিংসতা ও বংশগত দ্বন্দ্বের জটিলতা আরও স্পষ্ট হয়ে উঠেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত