Ajker Patrika

চট্টগ্রামের ২১ জায়গাকে ‘নো হর্ন স্পট’ ঘোষণার দাবি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের ২১ জায়গাকে ‘নো হর্ন স্পট’ ঘোষণার দাবি

চট্টগ্রাম নগরীর ২১ জায়গাকে ‘নো হর্ন স্পট’ ঘোষণার দাবি জানানো হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় নগরীর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে এই দাবি জানায় মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন (বিএইচআরএফ)। একই মানববন্ধনে হাইড্রোলিক হর্নের ব্যবহার বন্ধেরও দাবি জানানো হয়। 

বিএইচআরএফ চট্টগ্রাম জেলা শাখার সভাপতি জিয়া হাবীব আহ্সানের সভাপতিত্বে ও মাহামুদুর রহমান শাওনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন প্রবীণ মানবাধিকার কর্মী সুনীল কুমার সরকার, চট্টগ্রাম জেলা বার অ্যাসোসিয়েশনের সাবেক সিনিয়র সহসভাপতি আনোয়ার হোসেন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ট্রেজারার অধ্যক্ষ মোহাম্মদ সানাউল্লাহ, বিএইচআরএফের চট্টগ্রাম জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জসীম উদ্দিন, মানববন্ধন বাস্তবায়ন কমিটির সদস্যসচিব আহ্সান হাবীব, বাংলাদেশের প্রথম দৃষ্টি প্রতিবন্ধী অ্যাডভোকেট খাদেমুল ইসলাম চৌধুরী, অর্থ সম্পাদক সৈয়দ মোহাম্মদ হারুন, মানবাধিকার নেতা গোলাম মাওলা মুরাদ প্রমুখ। 

মানববন্ধনে বক্তারা শব্দ সন্ত্রাস বন্ধের পাশাপাশি চট্টগ্রামের টাইগারপাস, বাটালি হিল, জিলাপি পাহাড়, কোর্ট হিল এলাকা, সিআরবি, ডিসি হিল, সার্সন রোড, জাম্বুরি মাঠ, ফয়’স লেক, বায়েজিদ লিংক রোড, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এলাকা, পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকা, ঝাউতলা, নাসিরাবাদ সরকারি বালিকা বিদ্যালয়, গোলপাহাড়, প্রবর্তক, চট্টেশ্বরী, মেহেদীবাগ, ওআর নিজাম রোড, এমএম আলী রোড, কে বি ফজলুল কাদের সড়ক এলাকাকে হর্নমুক্ত ‘নীরব এলাকা’ ঘোষণার দাবি জানান। 

বক্তারা বলেন, ‘এই ২১ এলাকাজুড়ে অনেকগুলো হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এসব এলাকার প্রাকৃতিক পরিবেশ ও প্রতিবেশ সুরক্ষায় প্রয়োজন রয়েছে। এসব এলাকাকে তাই প্রতিবেশ সংকটাপন্ন এলাকাও ঘোষণা করতে হবে।’ 

মানববন্ধনে হাইড্রোলিক হর্ন বিরোধী আন্দোলনে একক ভূমিকার জন্য সুজন বড়ুয়াকে মানবাধিকার পদক দেওয়া হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত