লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর সদর উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত এক শিক্ষার্থীর লাশ দাফনের এক মাস পর কবর থেকে উত্তোলন করা হয়েছে। তাঁর নাম সাব্বির আহমেদ।
ময়নাতদন্তের জন্য আদালতের নির্দেশে জেলা শহরের দক্ষিণে লক্ষ্মীপুর-রামগতি সড়কের পাশে মনির উদ্দিন পাটোয়ারী জামে মসজিদের কবরস্থান থেকে আজ বুধবার সকালে লাশটি তোলা হয়। জেলা প্রশাসক সুরাইয়া জাহানের নির্দেশে তাঁর কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমানের উপস্থিতিতে মো. সাব্বির হোসেন লাশ কবর থেকে তুলে মর্গে পাঠানো হয়।
গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় লক্ষ্মীপুরে সাব্বিরসহ ৪ শিক্ষার্থী আওয়ামী লীগ ও যুবলীগের গুলিতে নিহত হন। এ ঘটনায় সাব্বিরের বাবা আমির হোসেন জেলা যুবলীগের সাবেক সভাপতি সালাহ উদ্দিন টিপুকে প্রধান করে ৯১ জনের নাম উল্লেখ করে আদালতে হত্যা মামলা করেন। মামলায় ২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
মামলাটি আমলে নিয়ে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সদর কোর্ট) বিচারক আবু নোমান কবর থেকে লাশ উত্তোলনের আদেশ দেন।
লক্ষ্মীপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোবারক জানান, আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমানের নেতৃত্বে লাশটি উত্তোলন করা হয়।
ময়নাতদন্তের পর পুনরায় লাশ দাফন করা হবে।
সাব্বির সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের শরীফপুর গ্রামের আমির হোসেনের ছেলে। তিনি দালাল বাজার ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। ৫ আগস্ট তাঁকে দাফন হয় মনির উদ্দিন পাটোয়ারী জামে মসজিদের কবরস্থানে।
এর আগে, গত সোমবার (২ সেপ্টেম্বর) ছাত্র আন্দোলনে লক্ষ্মীপুরে গুলিতে নিহত ওসমান গনি পাটওয়ারীর (২৩) মরদেহ কবর থেকে তোলা হয়। রায়পুর উপজেলার পারিবারিক কবরস্থান থেকে মরদেহটি উত্তোলন করা হয়। ময়নাতদন্ত শেষে সেদিন বিকেলে পুনরায় মরদেহটি দাফন করা হয়।
লক্ষ্মীপুর সদর উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত এক শিক্ষার্থীর লাশ দাফনের এক মাস পর কবর থেকে উত্তোলন করা হয়েছে। তাঁর নাম সাব্বির আহমেদ।
ময়নাতদন্তের জন্য আদালতের নির্দেশে জেলা শহরের দক্ষিণে লক্ষ্মীপুর-রামগতি সড়কের পাশে মনির উদ্দিন পাটোয়ারী জামে মসজিদের কবরস্থান থেকে আজ বুধবার সকালে লাশটি তোলা হয়। জেলা প্রশাসক সুরাইয়া জাহানের নির্দেশে তাঁর কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমানের উপস্থিতিতে মো. সাব্বির হোসেন লাশ কবর থেকে তুলে মর্গে পাঠানো হয়।
গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় লক্ষ্মীপুরে সাব্বিরসহ ৪ শিক্ষার্থী আওয়ামী লীগ ও যুবলীগের গুলিতে নিহত হন। এ ঘটনায় সাব্বিরের বাবা আমির হোসেন জেলা যুবলীগের সাবেক সভাপতি সালাহ উদ্দিন টিপুকে প্রধান করে ৯১ জনের নাম উল্লেখ করে আদালতে হত্যা মামলা করেন। মামলায় ২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
মামলাটি আমলে নিয়ে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সদর কোর্ট) বিচারক আবু নোমান কবর থেকে লাশ উত্তোলনের আদেশ দেন।
লক্ষ্মীপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোবারক জানান, আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমানের নেতৃত্বে লাশটি উত্তোলন করা হয়।
ময়নাতদন্তের পর পুনরায় লাশ দাফন করা হবে।
সাব্বির সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের শরীফপুর গ্রামের আমির হোসেনের ছেলে। তিনি দালাল বাজার ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। ৫ আগস্ট তাঁকে দাফন হয় মনির উদ্দিন পাটোয়ারী জামে মসজিদের কবরস্থানে।
এর আগে, গত সোমবার (২ সেপ্টেম্বর) ছাত্র আন্দোলনে লক্ষ্মীপুরে গুলিতে নিহত ওসমান গনি পাটওয়ারীর (২৩) মরদেহ কবর থেকে তোলা হয়। রায়পুর উপজেলার পারিবারিক কবরস্থান থেকে মরদেহটি উত্তোলন করা হয়। ময়নাতদন্ত শেষে সেদিন বিকেলে পুনরায় মরদেহটি দাফন করা হয়।
গুলশানে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধের প্রতিবাদে বিক্ষোভ করেছেন চালকেরা। আজ শনিবার গুলশান ও আশপাশের বিভিন্ন সড়কে এই বিক্ষোভ হয়। চালকদের দাবি, ব্যাটারিচালিত রিকশা চালানো প্যাডেলচালিত রিকশার তুলনায় সহজ, জমা কম এবং আয় বেশি। ফলে এটি তাঁদের জীবিকার জন্য বেশি উপযোগী।
১৪ মিনিট আগেসাবেক এমপি ও বিএনপি নেতা নাছির উদ্দিন চৌধুরীর দ্বিতীয় স্ত্রী ও দুই মেয়েকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে তাঁর ভাই বিএনপি নেতা মাসুক চৌধুরী ও মিলন চৌধুরীর বিরুদ্ধে। গতকাল শুক্রবার রাতে সুনামগঞ্জের দিরাই উপজেলা সদরের বাসায় নাছির চৌধুরীর সামনেই এ ঘটনা ঘটে।
২৫ মিনিট আগেশেরপুরের শ্রীবরদীতে মো. আব্দুল মুন্নাফ নামে এক ছাত্রদল নেতা আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগদান করেছেন। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার পৌরসভার বাহার বাজারে এক সাধারণ সভার মাধ্যমে তিনি জামায়াতে যোগদান করেন। ওই সভায় তিনি জনসম্মুখে সহযোগী সদস্য ফরম পূরণ করে জামায়াতে ইসলামীর শেরপুর জেলা আমিরের কাছে জমা
৩০ মিনিট আগেভোলায় ঘরে ঘরে গ্যাস সংযোগ ও গ্যাসভিত্তিক শিল্পকারখানা স্থাপনের দাবিতে ইন্ট্রাকোর গ্যাস বহনকারী একটি গাড়ি আটকে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল শুক্রবার (১৮ এপ্রিল) ইন্ট্রাকো গ্রুপের এলপিজি গ্যাসভর্তি একটি কাভার্ড ভ্যান ঢাকা যাওয়ার পথে রাত ১১টার দিকে ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনা
১ ঘণ্টা আগে