Ajker Patrika

ফেনী জেলা পুলিশের ট্রাফিক ইন্সপেক্টরের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১৬: ১৯
ফেনী জেলা পুলিশের ট্রাফিক ইন্সপেক্টরের মরদেহ উদ্ধার

ফেনী: ফেনী জেলা পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর সফিউল আজম সফিকের (৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে শহরের চৌধুরী পাড়ার আশিক মঞ্জিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সফিউল আজমের বাড়ি টাঙ্গাইল জেলায়।

পুলিশ সূত্রে জানা যায়, ট্রাফিক ইন্সপেক্টর সফিউল আজম একাই বাড়িতে থাকতেন। তাঁর পরিবারের সবাই ঢাকায় থাকেন। গত শুক্রবার রাতে সফিউল আজম কর্মস্থল থেকে ভাড়া বাড়িতে ফেরার পর থেকে তাঁর কোন খোঁজ পাওয়া যাচ্ছিলনা। আজ দুপুরে ওই বাড়ি থেকে পচা দুর্গন্ধ বের হলে বাড়ির মালিক মনির আহম্মদ ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। তিনি অনেক ডাকাডাকি করে কোন সাড়া না পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘরের দরজা ভেঙে সফিউল আজমের লাশ দেখতে পান। পরে লাশ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠান।

এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ, র‍্যাব, সিআইডি, পিবিআইসহ আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক দল।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার মাঈনুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি হৃদ্‌রোগে মৃত্যুবরণ করেছেন। তবুও বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকরা

ফেরত পাঠাতে ৫০০ বাংলাদেশিকে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত